হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ইসলাম ধর্ম – বাংলা রচনা

ভূমিকা :

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। এটি ন্যায় ও ইনসাফের ধর্ম। সকল মানবজাতির একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম।

ইসলাম অর্থ :

ইসলাম শব্দটি সিলমুন শব্দ থেকে উদ্ভূত। বাবে ইফআল এর ক্রিয়ামূল। এর শাব্দিক শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অনুগত হওয়া । মহান আল্লাহ বলেন, “ইচ্ছায় অনিচ্ছায় আকাশ ও যমীনে যা কিছু আছে তার সবই তাঁর আনুগত্য করে।”

আর শরীয়তের পরিভাষায় এমন জীবনাদর্শকে বলা হয়ে থাকে যে, আল্লাহ তা’আলা তার রাসূল মুহাম্মদ • (সাঃ)-কে মানব জাতির হিদায়াতের জন্য এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য প্রেরণ করেছেন ।

আরও জানুন : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান – রচনা

আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম :

মহান আল্লাহ তা’আলার কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম । এ ছাড়া যত ধর্ম রয়েছে সবই বাতিল। আল্লাহ তা’আলা এ বিষয়ে ঘোষণা দিয়ে বলেছেন- “আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে অনুসরণ করে তবে তা কখনও কবুল করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে।”

ইসলাম ধর্মের প্রকৃতি :

ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটি ন্যায়-ইনসাফের ধর্ম, নিরাপত্তা ও শান্তির ধর্ম। এ কারণেই ইসলাম সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। এটি ধনী-গরীব, রাজা-প্রজার মধ্যে সমতা বিধান করেছে । ইহা এমন ধর্ম যা পালন করা খুবই সহজ যার মধ্যে কোন কাঠিন্য নেই। এটি ভালবাসা ও আন্তরিকতার ধর্ম।

মানবমুক্তির একমাত্র পথ :

দুনিয়ার বুকে মিথ্যা ও সত্যের, পাপ ও পুণ্যের পথকে সূচারুরূপে তুলে ধরার প্রেক্ষিতে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বারবার দুর্যোগ নেমে এসেছে। বিবদমান দুনিয়া অসহনীয় যন্ত্রণায় বারবার উঠেছে ঝুঁকিয়ে, কিন্তু আল্লাহ তায়ালা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান।

আরও জানুন : রচনা : ইসলাম ও মানব কল্যাণ/মানবতার মুক্তিতে ইসলাম/ইসলাম মানবতার ধর্ম

তাই তিনি যুগের এক ক্রান্তিলগ্নে পৃথিবীর বুকে একজন অসামান্য ব্যক্তিকে প্রেরণ করলেন। বিশ্বের সকল সমস্যাকে দূরীভূত করে কায়েম করলেন ন্যায়ের ধর্ম ইসলাম। অন্যায়, শোষণ, নিপীড়ন তথা জাহেলিয়াতের শৃঙ্খল হতে মানবতা পায় চিরমুক্তি।

মহান আল্লাহ এই সাথে ঘোষণা করে দিলেন, “আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হলো ইসলাম।” প্রকৃতপক্ষে ইসলামই মানবমুক্তির একমাত্র পথ ।

নারী অধিকার প্রতিষ্ঠায় ইসলাম :

ইসলামই নারীর যথাযোগ্য মর্যাদা দিয়েছে। ইসলামই একমাত্র জীবনবিধান যে ধর্মে নারীর জীবনের অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, ব্যক্তি স্বাধীনতাসহ সকল প্রকার অধিকার নিশ্চিত করেছে। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক।

অন্যত্র ইরশাদ হয়েছে— ‘তাদের অধিকার পুরুষদের দায়িত্বে যেভাবে পুরুষের অধিকারও তাদের দায়িত্বে । [সূরা বাকারা-২২৮] তৎকালীন জাহেলীযুগে কন্যা সন্তান জীবন্ত প্রোথিত করা হতো।

আরও জানুন : রচনা : ইসলামে মানবাধিকার / ইসলাম ও মানবাধিকার

নবি করীম (স) তা রোধ করে নারীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছেন। নবি করীম (স) বলেন, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে । নারীরা হলো পুরুষের একান্ত সাথি । [নাসায়ি]

সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম :

ইসলাম সাম্য ও ন্যায়ের ধর্ম। পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে ইসলাম সমাজে কল্যাণকর শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, “তোমরা যখন নিজেদের মধ্যে বিচার অথবা আপসরফা কর তখন ন্যায়ের সাথে কর।”

ইসলামের ব্যাপারে আমাদের করণীয় :

দ্বীন ইসলামকে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা কর্তব্য। এর বিধি বিধান বাস্তবায়ন করা এবং আভ্যন্তরীণ ও বহিঃশত্রবর হাত থেকে রক্ষা করাও আমাদের কর্তব্য। আমরা জাতি হিসেবে ইসলামকে মনে প্রাণে, কথায় ও কাজে বাস্তবায়ন করবো।

উপসংহার :

ইসলাম পরিপূর্ণ ও আল্লাহর নিকট মনোনীত ধর্ম। সুতরাং আমাদের উচিৎ হচ্ছে এর হক আদায় করে আমাল করা। এর নিদর্শনাবলী মেনে চলা আর নিষেধাজ্ঞাবলী পরিহার করা।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment