হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

হাদিস কাকে বলে? হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা

কুরআন ও হাদিস ইসলামি জীবনবিধানের মূল ভিত্তি। হাদিস হলো আল কুরআনের জীবন্ত ব্যাখ্যা। ইসলামী জীবনব্যবস্থায় হাদীসশাস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। নিম্নে হাদিস কাকে বলে ও হাদিসের গুরুত্ব বর্ণনা করা হলো-

হাদিস কাকে বলে ?

হাদিস শব্দটি হলো ইসম তথা বিশেষ্য। এর আভিধানিক অর্থ হলো – কথা, বাণী। কাহিনী, নতুন ইত্যাদি। ইংরেজিতে বলা হয় – News on story.

সংজ্ঞা : আমাদের প্রিয় নবী করীম (স) যা করেছেন, যা বলেছেন এবং যে গুলোকে মৌন সমর্থন দিয়েছেন গুলোকে হাদিস বলা হয়।

আরো দেখো : হাদিস(حَدِيثٌ) অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ,উদ্দেশ্য ও আলোচ্য বিষয়

হাদিসের গুরুত্ব বর্ণনা :

ইসলামী জীবন গঠনে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য হাদীস হচ্ছে দ্বিতীয় সহায়ক। এজন্য মুসলিম উম্মাহর গবেষকগণ হাদীসকে ইসলামী শরীয়াহ্ এর দ্বিতীয় উৎস হিসেবে চিহ্নিত করেছেন।

১. হাদীস কুরআনের পরিপূরক : ব্যক্তি ও ইসলামী সমাজব্যবস্থার বিধানাবলি এককভাবে কুরআনে সুস্পষ্ট বর্ণিত হয়নি। কিন্তু রাসূল (স)-এর হাদীসে বিস্তারিত সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। তাই হাদীস কুরআনের পরিপূরক ও সম্পূরক।

ইসলামী জীবন গঠন করতে হলে কুরআনের পাশাপাশি হাদীসেরও অনুসরণ করতে হবে। কাজেই পবিত্র কুরআনের পর হাদীসই মুসলমানদের জানার এবং সে অনুযায়ী কাজ করার একান্ত অপরিহার্য বিষয়।

২. হাদীস কুরআনের ব্যাখ্যা : কুরআনে দীনের মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। মহানবী (স) হাদীসের মাধ্যমে তার বিস্তারিত ব্যাখ্যা ও বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন।

৩. হাদীস রাসূল (স)-এর কার্যাবলির ইতিহাস : রিসালাতের দায়িত্ব পালনের দীর্ঘ তেইশ বছরে রাসূল (স) যা বলেছেন, করেছেন ও সমর্থন দিয়েছেন সবকিছু হাদীসে পাওয়া যায়। যেহেতু রাসূল (স)-এর জীবন জানা ও অনুসরণ করা উম্মতের ওপর ওয়াজিব সেহেতু তাকে হাদীসের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। হাদীস ব্যতীত তাঁর জীবনী জানার জন্য কোনো পন্থা নেই ।

আরো দেখো : কুরআন ও হাদীসের : অর্থ , সংজ্ঞা ও পার্থক্য

৪. হাদীস সাহাবী ও তাবেয়ীগণের সংগ্রামী জীবন : সাহাবী ও তাবেয়ীগণের কাজ, কর্মনীতি বিশেষ করে খোলাফায়ে রাশেদার পথ আমাদের জন্য বিরাট কর্মপ্রেরণার উৎস। ইসলামে তাঁদের অবদান, কুরবানি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হলে হাদীসের দিকে যেতে হবে।

৫. হাদীস মানবতার মুক্তি : ইসলামী মানবতার মূল শিকড় প্রোথিত আছে হাদীসের অনুসরণের মাঝে। কেননা কুরআনের ব্যাখ্যাকার হিসেবে হাদীসের অনুসরণই কেবল মানবতার কল্যাণ ও মুক্তি বয়ে আনতে পারে ।

৬. সমাজ বিনির্মাণে হাদীসের ভূমিকা : সুশীল সমাজের সর্বোচ্চ আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন মহানবী মুহাম্মদ (স)। অতএব তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষাগ্রহণ করে সামাজিক অবক্ষয়ের ওপর শান্তির শ্বেতপতাকা উড্ডীন করা সম্ভব।

৭. শিক্ষাক্ষেত্রে হাদীসের প্রভাব : হাদীস শিক্ষাক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করেছে। কেননা মানবজীবনের জন্য যে দীনি জ্ঞান অত্যাবশ্যক, তার বিস্তারিত বর্ণনা হাদীসের মধ্যেই বিরাজমান। এজন্য রাসূল (স) সাহাবীগণকে সবসময় ধর্মীয় শিক্ষা দিতেন। হাদীস হচ্ছে নবীর পাঠদানের একটি বিশেষ মাধ্যম।

৮. ইসলামী ইতিহাসের প্রামাণ্য উৎস : হাদীস ইসলামী ইতিহাসের প্রামাণ্য উৎস। হাদীস বর্ণনাকারী অগণিত ব্যক্তি জীবন, কর্মতৎপরতা ও চরিত্র উদ্ঘাটন করতে গিয়ে নব নব তথ্যের ভিত্তিতে ইসলামের বিপুলায়তন ইতিহাস গড়ে উঠেছে।

আরো দেখো : হাদিস সংকলনের ইতিহাস বিস্তারিত – pdf

৯. মানমর্যাদা প্রতিষ্ঠায় হাদীসের গুরুত্ব : রাসূল (স) মানবজাতিকে অবহেলিত, ঘূর্ণিত ও অধঃপতিত অবস্থা থেকে উদ্ধার করে যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করেন। ফলে মানুষ তার নিজের মর্যাদা উপলব্ধি করতে সক্ষম হয়। রাসূল (স)-এর বিশেষ শিক্ষার ফলে সমকালীন যুগে আরবজাতি শ্রেষ্ঠত্বের মর্যাদায় উন্নীত হতে পেরেছিল। এ মর্মে আল্লাহ তায়ালা ঘোষণা করেন-

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي البَرِّ وَالبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

১০. অনুসরণীয় আদর্শ : শরীয়তের নিরিখে রাসূল (স)-এর আদেশ, নিষেধ, তাঁর যাবতীয় কর্মকাণ্ড, কথাবার্তা গোটা জীবনই মুসলিম উম্মাহর জন্য একান্ত অনুসরণীয় এক মহান আদর্শ। পবিত্র কুরআনের ভাষ্যে এর যথার্থতা প্রমাণিত হয়। যেমন আল্লাহ তায়ালার বাণী-

١ ـ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
٢ ـ وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ

১১. ইসলামী শিক্ষার গুরুত্বারোপ : ইসলামী শিক্ষাব্যবস্থার ওপরও হাদীস বিরাট প্রভাব বিস্তার করেছে। মানবজীবনের জন্য যে দীনিজ্ঞান অত্যাবশ্যক, হাদীসের মাধ্যমে তৎপ্রতি গুরুত্বারোপ করা হয়েছে। যেমন রাসূল (স) বলেন-

طَلَبُ العِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَمُسْلِمَةٍ

এ মর্মে আল্লাহ তায়ালার বাণী – هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ

১২. অন্ধকারে আলো : হাদীস মানবসম্প্রদায়কে যাবতীয় অন্ধকার থেকে উদ্ধার করে শান্তি ও মুক্তির মোহনায় নিয়ে যেতে সম্পূর্ণভাবে সক্ষম।

১৩. হাদীসের গুরুত্ব সম্পর্কে কুরআনের ব্যাখ্যা : মানবজীবনের জন্য হাদীস কতখানি গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তায়ালা কুরআনের মাধ্যমে দিয়েছেন। যেমন-

مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

১৪. হাদীস ইসলামী আইনের দ্বিতীয় উৎস : হাদীস ইসলামী ফিকহের দ্বিতীয় উৎস। ইসলামী আইন প্রণয়নের ক্ষেত্রে আল কুরআনের পরেই হাদীসের স্থান। ইসলামী আইন বিশেষজ্ঞগণ হাদীসের ওপর ভিত্তি করে অসংখ্য আহকাম বের করেছেন।

আরো দেখো : প্রশ্ন : ইলমে হাদিসের গুরুত্ব আলোচনা কর ।

১৫. জ্ঞানবিজ্ঞানের অনুপম উৎস : শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) বলেন, “ইলমে হাদীস সকল প্রকার জ্ঞানবিজ্ঞানের তুলনায় অধিক উন্নত, উত্তম এবং দীন ইসলামের সকল বিষয়ের ভিত্তি।’

১৬. আরবি সাহিত্যের বিকাশ : হাদীস প্রধানত জীবনী সাহিত্যের জন্মদান করে হাদীসের সত্যতা যাচাই করার জন্য অসংখ্য রাবীর জীবন ইতিহাস সংরক্ষিত হওয়ায় আরবি সাহিত্য ও ইতিহাস সমৃদ্ধ হয়েছে এবং আরবি সাহিত্যের ক্রমবিকাশের ইতিহাসে এক অভাবনীয় গতিবেগ সৃষ্টি করেছে।

পরিশেষে : মুসলমানদের দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক। হাদীসকে বর্জন করে ঈমানী জীবন গঠন করা অসম্ভব । সুতরাং মহান আল্লাহ ও রাসূল (স) সম্পর্কে সম্যক অবগত হওয়া এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে সঠিক জ্ঞানলাভ করার জন্যই হাদিস অপরিহার্য।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment