হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

গুরুত্বপূর্ণ সকল আরবি প্রবাদ বাক্য সমূহ

আরবী বাংলা
عَدُوٌّ عَاقِلٍ خَيْرٌ مِنْ صَدِيقٍ جَاهِلٍ মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম।
الْكَرِيمُ إِذَا وَعَدَ وَفَى সৎ লোক ওয়াদা পূরণকারী।
الدُّنْيَا مَزْرَعَةُ الْآخِرَةِ ইহকাল পরকালের ক্ষেত স্বরূপ।
الْإِنْسَانُ حَرِيصٌ فِيمَا مُنِعَ নিষিদ্ধ কাজে মানুষ আগ্রহী।
الْإِنْسَانُ عَبْيدُ الْإِحْسَانِ মানুষ অনুগ্রহের দাস।
الصِّدْقُ يُنْجِي وَالْكَذِبُ يُهْلِكُ সত্য মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে।
إِنَّ الْبَلَاءَ مُوَكَّلٌ بِالْمَنْطِقِ কথাই বিপদ ডেকে আনে।
الْحِفْظُ فِي الصِّغَرِ كَالنَّقْشِ فِي الْحَجَرِ ছোটকালের মুখস্থ যেন পাথরে খোদাই।
كَمَا تَدِينُ تُدَانُ যেমন কর্ম তেমন ফল।
مَنْ ضَحِكَ ضُحِكَ যে হেয় করে সে হেয় হয়।
مَنْ جَدَّ وَجَدَ যে চেষ্টা করে সে ফল পায়।
ثَمَرَةُ الْعُجْلَةِ النَّدَامَةُ তাড়াহুড়া লজ্জার কারণ।
سَيِّدُ الْقَوْمِ خَادِمُهُمْ জাতির নেতা তাদের সেবক।
خَيْرُ الْأُمُورِ أَوْسَطُهَا মধ্যম পন্থাই উত্তম পন্থা।
كُلُّ جَدِيدٍ لَذِيذٌ নতুনত্বেই আকর্ষণ।
آفَةُ الْعِلْمِ النِّسْيَانُ জ্ঞানের বিপদ ভুলে যাওয়া।
الْجَهْلُ مَوْتُ الْأَحْيَاءِ অজ্ঞতা জীবিতদের জন্য মৃত্যু তুল্য।
الْعَاقِلُ تَكْفِيهِ الْإِشَارَةُ জ্ঞানীর জন্য ইঙ্গিতই যথেষ্ট।
الْعُجْبُ آفَةُ أَلْلَبِ অহংকার জ্ঞানের প্রতিবন্ধক।
الْأَدَبُ جُنَّةُ النَّاسِ শিষ্টাচারিতা মানুষের জন্য ঢালস্বরূপ।
الْحِرْصُ مِفْتَاحُ الذُّلِّ লোভ অপমানের চাবিকাঠি।
الْقَنَاعَةُ مِفْتَاحُ الرَّاحَةِ স্বল্পে তুষ্টি শান্তির চাবিকাঠি
النَّاسُ بِاللِّبَاسِ মানুষ পোশাক দ্বারাই সমাদৃত হয়।
النَّاسُ عَلَى دِينِ مُلُوكِهِمْ যেমন রাজা তেমন প্রজা।
الْقَرْضُ مِقْرَاضُ الْمَحَبَّةِ ঋণ ভালবাসার কাঁচি।
الْجِنْسُ يَمِيلُ إِلَى الْجِنْسِ চোরে চোরে খালাত ভাই।
مَنْ تَوَاضَعَ وُقِّرَ وَمَنْ تَعَاظَمَ حُقِّرَ বিনয়ী সম্মানিত, অহংকারী অপমানিত।
مَنْ سَكَتَ نَجَا যে চুপ থাকে, সে মুক্তি পায়।
طَلَبُ الْكُلِّ فَوْتُ الْكُلِّ সব চাইলে সব হারাতে হয়।
الْإِحْسَانُ يَقْطَعُ اللِّسَانَ অনুগ্রহ মুখ বন্ধ করে দেয়।
تُعْرَفُ الْأَشْيَاءُ بِأَضْدَادِهَا বস্তু তার বিপরীত বস্তু দ্বারাই পরিচিত।
بَعْضُ الْأَقَارِبِ كَالْعَقَارِبِ কোন কোন আত্মীয় বিচ্ছুতুল্য।
رَأْسُ الْحِكْمَةِ مَخَافَةُ اللَّهِ খোদাভীতি আসল জ্ঞান।
زُرْ عبًّا تَرْدَدُ حُبًّا বিলম্বে সাক্ষাত ভালবাসা বৃদ্ধি পায়।
لَيْسَ الْخَبَرُ كَالْمُعَايَنَةِ শ্রুত দর্শনের মত নয়।
حُبُّ الشَّيْءِ يُعْمِي প্রেম মানুষকে অন্ধ করে দেয়।
مَنْ يَرْحَمْ يُرْحَمْ যে দয়া করে সে দয়া পায়।
مَنْ لَمْ يَقْنَعْ لَمْ يَشْبَعْ যে অল্পে তুষ্ট নয় সে পরিতৃপ্ত নয়।
حُبُّ الدُّنْيَا رَأْسُ كُلِّ خَطِيئَةٍ দুনিয়ার ভালবাসা সমস্ত অন্যায়ের মূল।
مَنْ قَلَّ صِدْقُهُ قَلَّ صَدِيقُهُ সত্য কথা কমে যার হ্রাস পায় বন্ধু তার।
كُلُّ إِنَاءٍ يَتَرَشَّحُ بِمَا فِيهِ যেমন বাপ তেমন বেটা।
مَنْ كَثرَ كَلَامُهُ كَثرَ خَطَاؤُه অধিক কথা যার ভুল বেশী তার।
مَنْ قَلَّ حَيَاؤُهُ كَثُرَ ذَنْبُهُ কম লজ্জা যার পাপ বেশী তার।
الْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ লজ্জাবোধ ঈমানের অঙ্গ।
مَنْ حَسُنَ خُلُقُهُ كَثُرَ أَحِبَّاؤُهُ সুসভাব আছে যার বন্ধু হয় অধিক তার।
يُعْرَفُ الصَّدِيقُ عِنْدَ الشَّدَائِدِ বিপদে বন্ধুর পরিচয়।
الضَّرُورَةُ تُبِيحُ الْمَحْظُورَاتِ প্রয়োজনে নিষিদ্ধ জিনিসও সিদ্ধ হয়।
الْفَقْرُ أَقْرَبُ إِلَى الْكُفْرِ অভাবে স্বভাব নষ্ট।
الْجِدُّ سُلَّمُ السَّعَادَةِ প্রচেষ্টা উন্নতির সোপান।
لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى মানুষ যা চেষ্টা করে তাই সে পায়।
اطْلُبُوا الْعِلْمَ مِنَ الْمَهْدِ إِلَى اللَّحْدِ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন কর।
الْقَلِيلُ خَيْرٌ مِنَ الْمَعْدُومِ নাই মামার চেয়ে কানা মামা ভাল।
الْمَالُ الْحَرَامُ لَا يَدُومُ অবৈধ সম্পদ বেশী দিন যায় না।
الْكَسَلُ يُورِثُ الْفَقْرَ অলসতা দারিদ্র্যতার কারণ।
الْوَقْتُ لَا يَنْتَظِرُ أَحَدًا সময় কারও জন্য অপেক্ষা করে না।
الْمَاضِي لَا يَرْجِعُ لِأَحَدٍ অতীত কারও জন্য ফিরে আসে না।
الْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيسِ السُّوءِ অসৎ সঙ্গের চেয়ে নিঃসঙ্গতাই উত্তম।
التَّقْدِيرُ لَا يُرَدُّ কপালের লিখন না হয় খণ্ডন।
الْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য।
فِعْلُ الْحَكِيمِ لَا يَخْلُو عَنِ الْحِكْمَةِ জ্ঞানীর কাজ হেকমত শূন্য নয়।
لَا يُعْرَفُ الشُّجَاعُ إِلَّا عِنْدَ الْحَرْبِ. যুদ্ধের ময়দানেই সাহসীর পরিচয়।
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ. অপচয়কারীরা শয়তানের ভাই।
جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ. সত্য সমাগত মিথ্যা অপসৃত।
الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ. মায়ের চরণ তলে বেহেস্ত।
التَّقْدِيرُ لَا يُرَدُّ. কপালের লিখন যায় না খণ্ডন।
الشُّرْبُ لِلصِّبْيَانِ كَالْمَاءِ فِي الْبُسْتَانِ. শিশুদের শাস্তি দেয়া বাগানে পানি সিঞ্চনের ন্যায়।
الْعَدُوُّ الْعَاقِلُ خَيْرٌ مِنَ الصَّدِيقِ الْجَاهِلِ. মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম
شَرَفُ الْمَكَانِ بِالْمَكِينِ. স্থানের মর্যাদা অবস্থানকারীর মর্যাদার ওপর নির্ভরশীল।
بِقَدْرِ الْكَدِ تَعْطَى مَا تَرُوحُ চেষ্টা অনুযায়ী কাঙ্খিত বস্তু পাওয়া যায়।
السِّرُّ إِذَا جَاوَزَ الِاثْنَيْنِ شَاعَ গোপনীয়তা যখন দুজনকে অতিক্রম করে, তখন গোপন থাকে না।
وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।
تَعْرَيفُ ا الشَّجَرَةِ بِثَمَرَتِهَا. বৃক্ষের পরিচয় তাঁর ফলে।
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ কর্ম নিয়্যতের ওপর নির্ভরশীল।
سُلْطَانٌ بِلَا عَدْلٍ كَنَهْرٍ بِلَا مَاءٍ ইনসাফবিহীন বাদশাহ পানি বিহীন নদীর ন্যায়।
وَتُعَاشِرُوا كَالْأَقَارِبِ وَتُعَامُوا كَالْأَجَانِبِ পরিচিতের ন্যায় বাস কর এবং অপরিচিতের ন্যায় লেনদেন কর।
اطْلُبُوا الْجَارَ قَبْلَ شِرَاءِ الدَّارِ বাড়ী ক্রয়ের পূর্বের প্রতিবেশী সম্বন্ধে অনুসন্ধান কর।
لَا يُعْرَفُ الْحَلِيمُ إِلَّا عِنْدَ الْغَضَبِ ক্রোধের সময় ব্যতীত ধৈর্যশীলের পরিচয় করা যায় না
قَدْرُ النِّعْمَةِ بَعْدَ الزَّوَالِ নেয়ামতের মূল্য পতনের পর।
فَكِّرِ الْخُرُوجَ قَبْلَ الْوُلُوجِ প্রবেশ করার পূর্বে বের হওয়ার চিন্তা কর।
الدُّنْيَا دَارُ الْفَنَاءِ وَالْآخِرَةُ دَارُ الْبَقَاءِ পৃথিবী ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী।
مَنْ حَفِرَ بِئْرًا لِأَخِيهِ فَقَدْ وَقَعَ فِيْهِ যে ভাইয়ের জন্য কূপ খনন করে সে ঐ কূপেই পতিত হয়।
مَنْ كَتَمَ سِرَّهُ بَلَغَ مُرَادَهُ যে গোপনীয়তা রক্ষা করে সে উদ্দেশ্য অর্জন করে।
إِذَا ذَهَبَ عَنْكَ الْحَيَاءُ فَافْعَلْ مَا شِئْتَ লজ্জা চলে গেলে তুমি যা ইচ্ছা করতে পার।
قَصَصُ الْأَوَّلِينَ مَوَاعِظُ الْآخِرِينَ পূর্ববর্তীদের কাহিনী পরবর্তীদের জন্য উপদেশ।
لَا تَنْظُرُوا إِلَى مَنْ قَالَ وَانْظُرُوا إِلَى مَا قَالَ কে বলল তা না দেখে কি বলল, তা দেখ।
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ অল্পদান করে হলেও দোযখ হতে আত্মরক্ষা কর।
مَنْ نَقَلَ إِلَيْكَ فَقَدْ نَقَلَ عَنْكَ যে তোমার নিকট অন্যের বিষয় বর্ণনা করে, সে তোমার বিষয়ও অন্যের নিকট বর্ণনা করতে পারে।
مَنْ أَحَبَّ شَيْئًا أَكْثَرَ ذِكْرَهُ যে যাকে ভালবাসে, সে তার স্মরণ অধিক করে।
الْمَرْءُ بِقَيْسُ عَلَى نَفْسِهِ মানুষ নিজের সত্ত্বানুযায়ী ধারণা করে।
الصَّبْرُ مِفْتَاحُ الْفَرَجِ ধৈর্য বিপদ মুক্তির পাথেয়।
إِذَا تَمَّ الْعَقْلُ نَقْصُ الْكَلَامُ বৃদ্ধির পরিপক্কতায় কথা হ্রাস পায়।
الدُّنْيَا بِالْوَسَائِلِ لَا بِالْفَضَائِلِ দুনিয়া মাধ্যমের ওপর নির্ভরশীল, মর্যাদার ওপর নয়।
جَزَاءُ سِينِمَارٍ সিনিম্মারের প্রতিদানের ন্যায়।
الضَّرُورَةُ أُمُّ الْاخْتِرَاعِ প্রয়োজন আবিষ্কারের মূল।
الْحَاجَةُ تَفْتَقِدُ الْحَيْلَةَ প্রয়োজন কৌশল উদ্ভাবন করে।
الْمِكْثَارُ كَخَاطِبِ اللَّيْلِ. অধিক কথাবার্তাকারী রাতে কাঠসন্ধানীর ন্যায়।
رُبَّ عَجْلَةٍ تَهَبُ رِيثَا অনেক তাড়াহুড়া বিলম্বের কারণ।
بَلَغَ السِّيلُ الزُّبَى. বন্যা পর্বত শৃঙ্গে পৌচেছে।
تَسْمَعُ بِالْمُعِيدِي خَيْرٌ مِنْ أَنْ تَرَاهُ মুয়াইদীকে দেখার চেয়ে তার কথা শুনা ভাল।
إِنَّكَ لَا تَجْنِي مِنَ الشَّوْكِ الْعِنَبَ নিশ্চয় তুমি কাঁটাযুক্ত হতে আঙ্গুর আহরণ করতে পারবে না।
أَنْ تَرُدَّ الْمَاءَ بِمَا أَكْبَسُ পানিসহ ঘাটে যাওয়া বুদ্ধিমানের কাজ
زَلَتْ بِهِ نَعْلَهُ জুতা মালিককে নিয়ে পিছলিয়ে গিয়েছে
الْحَدِيثُ ذُو شَجِدَن  কথা শাখা প্রশাখা বিশিষ্ট।
سَبْقُ السَّيْفِ الْعَذْلِ তরবারী তিরষ্কার হতে অগ্রগামী।
إِنَّ عَادَتَ الْعَقْرَبِ عُدْنَا لَهَا বিচ্ছু ফিরলে আমরা ফিরব।
أَسْمَعُ جَمْحَعَةً وَلَا أَرَى طِحَنًا কলের আওয়াজ শুনলেও আটা দেখছি না।
كَمُجِيرٍ أَمْ عَامِرٍ উম্মে আমেরের আশ্রয় দাতার ন্যায়।
كَلَامُ الرَّجُلِ مِيزَانُ عَقْلِهِ ব্যক্তির কথা তার জ্ঞানের পরিমাপক।
الصَّبْرُ حِيلَةٌ لِمَنْ لَا حِيلَةَ لَهُ যার কোন উপায় নেই ধৈর্যই তার উপায়।
كُلُّ شَيْءٍ يَرْجِعُ إِلَى أَصْلِهِ প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে।
لِكُلِّ مَن رِجَالٌ প্রত্যেক বিষয়ের জন্য পারদর্শী লোক বিদ্যমান
وَلَدُ الْيَوْمِ رَجُلُ الْغَدِ আজকের শিশু ভবিষ্যতের নাগরিক।
صَاحِبُ الْبَيْتِ أَدْرَى بِمَا فِيهِ ঘরের মালিক ঘরের বস্তু সম্বন্ধে অধিক জ্ঞাত।
النَّقْدُ خَيْرٌ مِنَ النَّسِيقَة বাকী হতে নগদ ভাল।
عِنْدَ الامْتِحَانِ يُكْرَمُ الرَّجُلُ أَوْ يُهَانُ পরীক্ষায় মানুষ সম্মানিত হয় বা অপমানিত হয়।
শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment