হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ইলাল (إِعْلَالُ)কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

ইলাল (إِعْلَالُ) এর আভিধানিক অর্থ : إِعْلَالُ শব্দটি ع – ل – ل শব্দমূল হতে বাবে إِفْعَالٌ-এর মাসদার। এর আভিধানিক অর্থ- ত্রুটিমুক্ত করা, রোগমুক্ত করা, চিকিৎসা করা, জটিলতা দূর করা ইত্যাদি।

পারিভাষিক সংজ্ঞা : উচ্চারণে সহজীকরণের উদ্দেশ্যে শব্দ হতে হরফে ইল্লতকে বিলুপ্ত বা পরিবর্তন কিংবা সাকিন প্রয়োগ করার প্রক্রিয়াকে ইলাল (إِعْلَالُ) বলে।

যেমন- قَوْلُ থেকে اِعْلَال করে قَالَ গঠিত হয়েছে। এখানে وَاﻭ কে أَلِف দ্বারা পরিবর্তন করা হয়েছে। এভাবে يُوَعِدُ -এর واو -কে বিলুপ্ত করে يَعِدُ করা হয়েছে।

ইলাল (إِعْلَالُ) কত প্রকার ও কি কি ?

ইলাল (إِعْلَالُ) তিন প্রকার। যথা-

১। إِعْلَالُ بِالْحَزْفِ .

২। إعْلَالُ بِالْقَلْبِ .

৩। إِعْلَالُ بِالتَّسْكِينِ

সম্পর্তিক পোস্ট  : আফয়ালে কুলুব কাকে বলে?কয়টি। এর আমল, প্রকারভেদ ও বৈশিষ্ট্য

১। إِعْلَالُ بِالْحَذْفِ তথা বিলুপ্ত করার দ্বারা ইলাল: হরফে ইল্লতকে حَذْف বা বিলুপ্ত করার দ্বারা যে ইলাল করা হয়, তাকে إِعْلَالُ بِالْحَذْفِ বলে। যেমন- قَوَمْتُ থেকে وَاو -কে حَذْف করে قُمْتُ করা হয়েছে।

২। إعْلَالُ بِالْقَلْبِ তথা পরিবর্তনের দ্বারা ইলাল : হরফে ইল্লতকে অন্য হরফে ইল্লত দ্বারা পরিবর্তন করাকে إعْلَالُ بِالْقَلْبِ বলে। । যেমন- قَوَلَ হতে قَالَ; এখানে وَاو হরফে ইল্লতকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে।

৩। إِعْلَالُ بِالتَّسْكِينِ তথা সাকিন করার দ্বারা ইলাল: হরফে ইল্লতকে সাকিন করে যে ইলাল করা হয় তাকে إِعْلَالُ بِالتَّسْكِينِ বলে। যেমন- يَقُولُ এর واو এর পেশকে সাকিন করে يَقُولُ করা হয়েছে।

হরফে ইল্লত (حَرْفُ عِلَّة)-কে বিলুপ্ত করার স্থানসমূহ:

১। যখন حَرْفُ عِلَّة টি سَاكِن হয় এবং এর পূর্বে এর مُرَافِق হরকত থাকে এবং এর পরের অক্ষর সাকিনযুক্ত হয়। যেমন-أُقُومُ থেকে خَافَ, قُمْ থেকে خَفْ এবং بِيعَ থেকে بِعَ .

২। مُضَارِعٌ- এর পাঁচটি সীগার শেষে যখন حَرْفُ عِلَّةٍ থাকে এবং জযমের অবস্থায় পতিত হয়। সীগাহগুলো হলো-

  • وَاحِدٌ مُذَكَّرٌ غَائِبٌ
  • وَاحِدَةٌ مُؤَنَّثٌ غَائِبَةٌ
  • وَاحِدٌ مُذَكَّرٌ حَاضِرٌ
  • وَاحِدٌ مُتَكَلِّمٌ
  • جَمْعُ مُتَكَلِّمٍ

যেমন- لَمْ يَدْعُ , لَمْ يَرْم মূলে ছিল لَمْ يَرْمی এবং لَمْ يَدْعُو .

৩।أَمْر-এর وَاحِدٌ مُذَكَّرٌ حَاضِرٌ এর لَام كَلِمَة টি যখন হরফে ইল্লাত হয়। যেমন- اِخش মূলে ছিল اِخْشَيُ এবং اِسْعَ মূলে ছিল اِسْعَيُ .

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment