হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আমেল(العَامِلُ) কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

আমেল (العَامِلُ) এর সংজ্ঞা : عَامِلٌ শব্দটি একবচন, বহুবচনে عَوَامِلُঅর্থ— আমলকারী। পরিভাষায় যার কারণে ইসমে مُعْرَبِ-এর শেষ অক্ষরের إِعْرَابُ (স্বরচিহ্ন ) পরিবর্তিত হয়, তাকে আমেল (عَامِلٌ) বলে।

যথা— قَامَ زَيْدٌ (যায়েদ দাঁড়িয়েছে)। এ বাক্যে قَامَ-এর কারণে زَيْدٌ শব্দের শেষ অক্ষরে ضَمَّةٌ হয়েছে। তাই قَامَ হচ্ছে عَامِلٌ।

আমেল (العَامِلُ)-এর প্রকারভেদ

عَامِلٌ দুই প্রকার। যথা—

১। العَامِلُ اللَّفْظِيُّ — প্রকাশ্য বা শাব্দিক আমেল।
২। العَامِلُ الْمَعْنَوِيُّ — অপ্রকাশ্য বা উহ্য আমেল।

১। العَامِلُ اللَّفْظِيُّ :

لَفْظٌ অর্থ— শব্দ। তাই العَامِلُ اللَّفْظِيُّ অর্থ— শাব্দিক আমেল। পরিভাষায় যে আমেল প্রকাশ্য শব্দ হয় বা প্রকাশ্য হয়, তাকে العَامِلُ اللَّفْظِيُّ (শাব্দিক বা প্রকাশ্য আমেল) বলে।

যথা— ذَهَبَ زَيْدٌ (যায়েদগিয়েছে)। ذَهَبْتُ إِلَى الْمَدْرَسَةِ (আমি মাদ্রাসায় গিয়েছি)। إِنْ تَضْرِبْ أَضْرِبْ (তুমি যদি প্রহার কর, আমিও প্রহার করব)। উপরোক্ত বাক্যগুলিতে ذَهَبَ، إِلَى ও إِنْ হচ্ছে প্রকাশ্য আমেল। উহারা যথাক্রমে زَيْدٌ-কে ضَمَّةٌ (পেশ), الْمَدْرَسَةَ-কে كَسْرَةٌ (যের) এবং تَضْرِبْ ও أَضْرِبْ-কে جَزْمٌ (সাকিন) প্রদান করেছে।

সম্পর্কিত পোস্ট : أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ কাকে বলে? কত প্রকার ও কি কি

العَامِلُ اللَّفْظِيُّ এর প্রকারভেদ :

العَامِلُ اللَّفْظِيُّ তিন প্রকার। যথা—

(ক) الْحُرُوفُ الْعَامِلَةُ — আমলকারী অব্যয়সূমূহ।
(খ) الْأَفْعَالُ الْعَامِلَةُ — আমলকারী ক্রিয়াসমূহ।
(গ) الْأَسْمَاءُ الْعَامِلَةُ — আমলকারী ইসমসমূহ।

(ক)حُرُوفُ : الْحُرُوفُ الْعَامِلَةُ শব্দটি বহুবচন, একবচনে حَرْفٌ। অর্থ— অক্ষর, অব্যয়। পরিভাষায় যে সব অব্যয় পরবর্তী ইসম বা ফি‘লের উপর আমল করে, তাদেরকে الْحُرُوفُ الْعَامِلَةُ বলা হয়। যথা— مِنْ، إِلَى، إِنْ، لم ইত্যাদি।

الْحُرُوفُ الْعَامِلَةُ এর প্রকারভেদ : الْحُرُوفُ الْعَامِلَةُ দুই প্রকার। যথা—

(ক) الْحُرُوفُ الْعَامِلَةُ فِي الِاسْمِ – ইসমের উপর আমলকারী অব্যয়সূমূহ।

(খ) الْحُرُوفُ الْعَامِلَةُ فِي الْفِعْلِ – ক্রিয়ার উপর আমলকারী অব্যয়সূমূহ।

সম্পর্কিত পোস্ট : আদাদ (الْعَدَدُ) কাকে বলে?কত প্রকার ও কি কি উদাহরণ সহ

الْحُرُوفُ الْعَامِلَةُ فِي الِاسْمِ এর প্রকারভেদ : উহা মোট পাঁচ প্রকার। যথা—

১। حُرُوفُ الْجَرِّ – জরদানকারী অব্যয়সূমূহ।
২। الْحُرُوفُ الْمُشَبَّهَةُ بِالْفِعْلِ – ক্রিয়া সদৃশ অব্যয়সূমূহ।
৩। لَيْسَ – مَا وَلَا الْمُشَبَّهَتَانِ بِـلَيْسَ সদৃশ مَا ওلَا-
৪। لَا النَّافِيَةُ لِلْجِنْسِ – না বোধক জাতিয় لَا-
৫। الْحُرُوفُ النِّدَائِيَّةُ -আহ্বানসূচক অব্যয়সূমূহ।

الْحُرُوفُ الْعَامِلَةُ فِي الْفِعْلِ এর প্রকারভেদ : উহা মোট দুই প্রকার। যথা—

১। فِعْلُ الْمُضَارِعِ – الْحُرُوفُ النَّاصِبَةُ لِلْفِعْلِ কে নসব দানকারী অব্যয়সূমূহ।
২। فِعْلُ الْمُضَارِعِ – الْحُرُوفُ الْجَازِمَةُ لِلْفِعْلِ কে জযম দানকারী অব্যয়সূমূহ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment