জীবন বিনিময় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (১-৪৭)
১. হুমায়ুনের রোগশয্যায় বাবরের কী প্রার্থনা ছিল?
উত্তর: পুত্রের জীবন ভিক্ষা
২. ‘জীবন বিনিময়’ কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কী পরাজয় মেনেছে?
উত্তর: মরণ
৩. জীবন বিনিময় কবিতার রচয়িতা কে?
উত্তর: গোলাম মোস্তফা
৪. কত সালে কবি গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৭ সালে
৫. জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: বুলবুলিস্থান
আরও পড়ুন : যাব আমি তোমার দেশে কবিতার MCQ (জ্ঞানমূলক–উচ্চতর দক্ষতা)
৬. ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গোলাম মোস্তফা
৭. কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ?
উত্তর: রক্তরাগ
৮. কবি গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৬৪ সালে
৯. ‘বুলবুলিস্তান’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
উত্তর: জীবন বিনিময়
১০. ‘প্রস্তুত আমি দিতে সেই কোরবানি’-কে এখানে কোরবানি দিতে প্রস্তুত?
উত্তর: বাদশাহ বাবর
আরও পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার mcq /বহুনির্বাচনি প্রশ্ন
১১. ‘নত মস্তকে রহিল সবাই, কারা কথা কহিল না? কহিল না কোন কথা।’- কারা?
উত্তর: ভিষকবৃন্দ
১২. ‘ভিষক’ শব্দের অর্থ কী?
উত্তর: চিকিৎসক
১৩. হুমায়ুনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন?
উত্তর: আকবর
১৪. “প্রস্তুত আমি দিতে সেই কোরবানি”- বাবর কী কোরবানি দিতে প্রস্তুত?
উত্তর: নিজ প্রাণ
১৫. ‘জীবন বিনিময়’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: পিতৃস্নেহের জয়
আরও পড়ুন : হামদ কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)
১৬. গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মন কেমন ছিল?
উত্তর: শান্ত অচঞ্চল
১৭. ‘ফুকারি’ শব্দের অর্থ কী?
উত্তর: চিৎকার করা
১৮. ‘খোশরোজ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গোলাম মোস্তফা
১৯. বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কী ছিল?
উত্তর: নিজের জীবন
২০. কার কাছে মরণের পরাজয় হয়েছে?
উত্তর: পিতার স্নেহের কাছে
২১. ‘চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার’-উদ্ধৃতাংশে কার মৃত্যু ঘনিয়ে এসেছে?
উত্তর: হুমায়ুনের
২২. দরবেশ বাদশাহ বাবরকে কী দান করতে বলেছিলেন?
উত্তর: সর্বশ্রেষ্ঠ ধন
২৩. ভিষকবৃন্দকে বাবর কীভাবে ডাকলেন?
উত্তর: ব্যগ্র কণ্ঠে
২৪. ‘মুখর হইয়া উঠিল তাঁদের-‘ ‘জীবন বিনিময়’ কবিতায় ভিষকবৃন্দের কী মুখর হয়ে উঠেছিল?
উত্তর: নিষ্ঠুর নীরবতা
২৫. তিমির রাতের তোরণে তোরণে কিসের পূর্বাভাস দেখা দিল?
উত্তর: উষার
২৬. ‘হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের’- কে এ শয্যা গ্রহণ করেন?
উত্তর: সম্রাট বাবর
২৭. ‘তিমির রাত’ বলতে কবি গোলাম মোস্তফা কী বুঝিয়েছেন?
উত্তর: হুমায়ুনের মুমূর্ষু অবস্থা
২৮. ‘নাই তার কোনো ক্ষয়’ কবির মতে ক্ষয় নেই-
উত্তর: পিতৃস্নেহের
২৯. ‘জীবন বিনিময়’ কবিতায় নিজের জীবনকে সর্বশ্রেষ্ঠ ধন মনে করেছেন-
উত্তর: সম্রাট বাবর
৩০. সম্রাট বাবরের পুত্রের নাম-
উত্তর: হুমায়ুন
৩১. ‘জীবন বিনিময়’ কবিতায় কোনটির ব্যবহার আছে?
উত্তর: হেকিম
৩২. ‘বিনিময়’ শব্দের অর্থ-
উত্তর: বদল
৩৩. ‘হেনকালে’ কথাটির শুদ্ধরূপ-
উত্তর: এমন সময়
৩৪. কাব্যচর্চার ক্ষেত্রে গোলাম মোস্তফার প্রেরণার উৎস হলো-
উত্তর: ইসলামী চেতনা
৩৫. কোন কবিতায় পিতৃস্নেহের জয় প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: জীবন বিনিময়
৩৬. ‘জীবন বিনিময়’ কবিতায় যে বিষয়টি প্রধান হয়ে উঠেছে তা হলো-
উত্তর: পিতৃস্নেহের জয়
৩৭. কবি গোলাম মোস্তফার কাব্যে কোন ধরনের বৈশিষ্ট্য লক্ষণীয়?
উত্তর: ইসলামী ঐতিহ্য
৩৮. হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসছে-
উত্তর: তারকার ক্ষীণ আলোর মতো
৩৯. ‘ভিষক’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
উত্তর: চিকিৎসক/কবিরাজ
৪০. ‘সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি’-কী সেই শ্রেষ্ঠ ধন?
উত্তর: নিজের প্রাণ
৪১. ‘হৃষ্টচিত্তে’ বলতে বোঝায়-
উত্তর: খুশি মনে
৪২. ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস।’-উদ্ধৃতাংশে কবি ‘উষার পূর্বাভাস’ দ্বারা বুঝিয়েছেন-
উত্তর: রোগ মুক্তির লক্ষণ
৪৩. কবিতাটির নাম ‘জীবন বিনিময়’ রাখা হয়েছে-
উত্তর: পিতার জীবনের বিনিময়ে পুত্রের জীবন লাভের কারণে
অনুধাবনমূলক প্রশ্ন (৪৪-৬১)
৪৪. বাবরের কাছে শ্রেষ্ঠ ধন কী ছিল?
উত্তর: নিজের জীবন
৪৫. “মুখর হইয়া উঠিল তাঁদের।” জীবন বিনিময় কবিতায় ভিষকবৃন্দের কী মুখর হয়ে উঠেছিল?
উত্তর: নিষ্ঠুর নীরবতা
৪৬. গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মন কেমন ছিল?
উত্তর: প্রশান্ত
৪৭. ‘তিমির রাতের তোরণে তোরণে’ কিসের পূর্বাভাস দেখা দিল?
উত্তর: উষার
৪৮. কার কাছে মরণের পরাজয় হয়েছে?
উত্তর: পিতৃস্নেহের কাছে
৪৯. বাবরের বুকে কিসের ব্যথা শেলসম বিঁধে?
উত্তর: ভিষকবৃন্দের নীরবতা
৫০. ‘মরিয়া বাবর অমর হয়েছে’ কোথায়?
উত্তর: ‘জীবন বিনিময়’ কবিতায়
৫১. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবরের জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে?
উত্তর: পিতৃসত্তা
৫২. কবিতার প্রধান বাহন কী?
উত্তর: ভাব ও ভাষা
৫৩. ‘নীরবতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
উত্তর: প্রত্যয়
৫৪. ‘জীবন বিনিময়’ কবিতায় কীভাবে জীবন বিনিময় হয়েছে?
উত্তর: বাবরের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন
৫৫. সম্রাট বাবর কেন তাঁর শ্রেষ্ঠ ধন উৎসর্গ করলেন?
উত্তর: পুত্রের জীবন রক্ষা
৫৬. নিচের কোন শব্দটি ব্যাকরণের উপসর্গের নিয়মে গঠিত?
উত্তর: দুর্ভোগ
৫৭. নিচের কোন শব্দটি সমাসের নিয়মে গঠিত?
উত্তর: কানাকানি
প্রয়োগমূলক প্রশ্ন (৫৮-৮০)
৫৮. “গভীর রজনী, সুপ্তি মগন নিখিল বিশ্বরাণী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি।” এটি কোন কবিতার অন্তর্গত উক্তি?
উত্তর: জীবন বিনিময়
৫৯. “খুশি হয়ে তবে বাঁচাবে আল্লা বাদশাজাদার প্রাণ।’-উক্তিটি কার?
উত্তর: দরবেশের
৬০. হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা হেন মরণের-কে শয্যা গ্রহণ করেছিলেন?
উত্তর: বাদশাহ বাবর
৬১. ‘জীবন বিনিময়’ কবিতার নামকরণ করা হয়েছে-
উত্তর: বিষয়বস্তুর ভিত্তিতে
৬২. কাব্য চর্চার ক্ষেত্রে কোন বিষয়টি গোলাম মোস্তফার প্রেরণা যুগিয়েছে?
উত্তর: ইসলামী ঐতিহ্য
৬৩. কিসের বিনিময়ে হুমায়ুন বেঁচে উঠল?
উত্তর: নিজের বাবার জীবনের বিনিময়ে
৬৪. জীবন বিনিময় কবিতায় বাবরকে দরবেশ কী বলেছিলেন?
উত্তর: তাঁর সেরা ধন দান করতে
৬৫. ডাকিলা বাবর ব্যগ্রকণ্ঠে ভিষকবৃন্দের ডাকি- বাবর কি শুধালেন?
উত্তর: বাদশাজাদার রোগমুক্তি হবে কিনা
৬৬. ‘জীবন বিনিময়’ কবিতায় ব্যবহৃত নিচের কোন শব্দটি প্রত্যয়ের পরিচয় বহন করে?
উত্তর: নীরবতা
৬৭. ‘জীবন বিনিময়’ কবিতার নামকরণে কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
উত্তর: মূল বক্তব্য
৬৮. কখন বাদশাহ বাবর শান্তি ও অচঞ্চল ছিলেন?
উত্তর: গভীর ধ্যানে বসে
৬৯. ‘জীবন বিনিময়’ কবিতার নামকরণ ‘জীবন বিনিময়’- এর পরিবর্তে ‘বাবর’ রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
উত্তর: মূল চরিত্র
৭০. ‘জীবন বিনিময়’ কবিতায় মুখ্য বিষয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
উত্তর: পিতার স্নেহবাৎসল্য
৭১. কাব্যচর্চার ক্ষেত্রে গোলাম মোস্তফা ইসলামি ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেছিলেন। এ বক্তব্য অনুসারে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
উত্তর: সব কটি
৭২. সন্তানের জীবন রক্ষার্থে পিতা কী করবেন?
উত্তর: জীবন উৎসর্গ করবেন
৭৩. ‘জীবন বিনিময়’ কোন সমাস?
উত্তর: তৎপুরুষ
৭৪. ‘জীবন বিনিময়’ কবিতা থেকে কোন আদর্শ লাভ করা যায়?
উত্তর: পুত্রের প্রতি পিতার দায়িত্বশীলতা
৭৫. ‘জীবন বিনিময়’ কবিতায় ব্যবহৃত ‘গৃহতল’ শব্দটির গঠন প্রক্রিয়া হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
উত্তর: সমাসের সাহায্যে গঠিত শব্দ
৭৬. ‘গোলাম মোস্তফা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে ১৮৯৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।’ চিত্রকল্প অনুসারে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?
উত্তর: কবির জন্ম উনিশ শতকে
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৭৭-৯৩)
৭৭. কাব্যচর্চার ক্ষেত্রে গোলাম মোস্তফা ইসলামী ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেছিলেন।’ এ বক্তব্য অনুসারে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
উত্তর: ইসলামী চেতনায় প্রভাবিত কবি
৭৮. ‘জীবন বিনিময়’ কবিতায় বাবরের ফুকারি উঠার কারণ-
উত্তর: অসম্ভবকে সম্ভব করার ফলে
৭৯. ‘জীবন বিনিময়’ কবিতায় পিতৃস্নেহের কাছে পরাজিত হয়েছে-
উত্তর: মৃত্যু
৮০. ‘জীবন বিনিময়’ কবিতার প্রতিপাদ্য বিষয় হলো-
উত্তর: পিতৃস্নেহের জয়
৮১. ‘জীবন বিনিময়’ কোন ধরনের কবিতা?
উত্তর: মানব প্রেমের
৮২. ‘জীবন বিনিময়’ কবিতায় মৃত্যুর পরাজয়কে ফুটিয়ে তোলার পেছনে কবি কোন ধরনের দক্ষতার পরিচয় দিয়েছেন?
উত্তর: নিবিড় ভাব ও ভাষা
৮৩. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। এই প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রধান?
উত্তর: পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান
৮৪. মরণের পরাজয় হয়েছে-
উত্তর: পিতৃস্নেহের কাছে
৮৫. ‘জীবন বিনিময়’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?
উত্তর: পিতার স্নেহবাৎসল্য
৮৬. ‘জীবন বিনিময়’ কবিতায় হুমায়ুনের নবজীবন লাভের পেছনে কোনটির সার্থকতা প্রকাশ পেয়েছে?
উত্তর: বাবরের জীবনদান
৮৭. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবরের শ্রেষ্ঠ ধন দানের মাধ্যমে কার কাছে মৃত্যুর পরাজয় হয়েছে?
উত্তর: স্নেহবাৎসল্যের কাছে
৮৮. ‘জীবন বিনিময়’ কবিতায় ব্যবহৃত কোন শব্দটিতে এ কবিতার নামকরণের সার্থকতা প্রকাশ পায়?
উত্তর: প্রতিদান
৮৯. ‘জীবন বিনিময়’ কবিতায় ব্যবহৃত কোন শব্দের মাধ্যমে উপসর্গের পরিচয় পাওয়া যায়?
উত্তর: পরাজয়
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন (৯০-১০৫)
৯০. জীবন বিনিময় কবিতায় পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৯১. গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মন ছিল-
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৯২. আকাশে বাতাসে গোপনে চলিতেছে-
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৯৩. সম্রাট বাবর ছিলেন-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৯৪. ‘জীবন বিনিময়’ কবিতার বিষয়বস্তুতে নিম্নলিখিত চিত্র পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
৯৫. ‘জীবন বিনিময়’ কবিতার চরিত্রগুলোর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
৯৬. কবি গোলাম মোস্তফার প্রকাশিত কয়েকটি গ্রন্থের নাম নিচে দেওয়া হল-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
৯৭. নিম্নলিখিত চরণগুলো পাঠ কর-
এখানে কোন চরণগুচ্ছ ‘জীবন বিনিময়’ কবিতার অংশ?
উত্তর: i ও ii
৯৮. ‘জীবন বিনিময়’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও iii
৯৯. জীবন বিনিময় কবিতায় কোন মহৎ বিষয়টি প্রতিফলিত হয়েছে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
১০০. হুমায়ুনের চিকিৎসা কিভাবে সম্পন্ন হল-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১০১. প্রার্থনা শেষে বাবর কি করলেন?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (১০২-১৪৩)
নিচের অংশটুকু পড়ে ১০২-১০৪নং প্রশ্নের উত্তর দাও:
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর! চারিধারে তাঁর ঘনায়ে আসিয়াছে মরণ-অন্ধকার।
১০২. বাদশা বাবরের চোখে ঘুম না থাকার কারণ-
উত্তর: অসুস্থ পুত্র হুমায়ুন বুঝি আর বাঁচে না
১০৩. উপরিউক্ত পঙ্ক্তিত্রয়ে উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে-
উত্তর: পিতৃহৃদয়ের
১০৪. শাহজাদা হুমায়ুনের চারধারে ঘনিয়ে আসছে-
উত্তর: মরণ অন্ধকার
নিচের অংশটুকু পড়ে ১০৫-১০৭নং প্রশ্নের উত্তর দাও:
শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি-তাই যদি হয়, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি।
১০৫. মানুষের কাছে শ্রেষ্ঠ ধন-
উত্তর: নিজের জীবন
১০৬. বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন ছিল-
উত্তর: নিজের জীবন
১০৭. ‘প্রস্তুত আমি দিতে সেই কোরবানি- এখানে কোরবানি’- কোন অর্থে ব্যবহার হয়েছে?
উত্তর: আত্মদান
নিচের অংশটুকু পড়ে ১০৮-১১০নং প্রশ্নের উত্তর দাও:
সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের।
১০৮. রোগের লক্ষণ দেখা দিল-
উত্তর: সম্রাট বাবরের
১০৯. মরণশয্যা গ্রহণ করিল-
উত্তর: বাবর
১১০. নতুন জীবনে ফের বাঁচিয়া উঠিল-
উত্তর: হুমায়ুন
উদ্ধৃতির আলোকে নিচের ১১১-১১২ প্রশ্নের উত্তর দাও:
“প্রস্তুত আমি দিতে সেই কোরবানি”-
১১১. ‘কোরবানি’ শব্দের প্রকৃত অর্থ কি?
উত্তর: ত্যাগ
১১২. “প্রস্তুত আমি দিতে সেই কোরবানি”-বাবর কী কোরবানি দিতে প্রস্তুত?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
উদ্ধৃতির আলোকে নিচের ১১৩-১১৪ প্রশ্নের উত্তর দাও:
সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পার দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লা শাহজাদার প্রাণ।
১১৩. কার প্রাণ বাঁচবে?
উত্তর: শাহজাদার প্রাণ
১১৪. সম্রাট বাবর উপলব্ধি করলেন, নিজের প্রাণের চেয়ে আর কিছু প্রিয় নেই- বাবরের কাছে প্রিয় হচ্ছে-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
উদ্ধৃতির আলোকে নিচের ১১৫-১১৬ প্রশ্নের উত্তর দাও:
গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দু’টি তাঁর নয়নে অশ্রুজল।
১১৫. ‘ধ্যানে’ শব্দের প্রকৃত অর্থ কী?
উত্তর: ধ্যানমগ্ন হওয়া
১১৬. নিচের কোন চরণটি ‘জীবন বিনিময়’ কবিতার-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
উদ্ধৃতির আলোকে নিচের ১১৭-১১৮ প্রশ্নের উত্তর দাও:
তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস
১১৭. ‘তোরণ’ শব্দের অর্থ কি?
উত্তর: মূল কপাট
১১৮. ‘ঊষার পূর্বাভাস’ দ্বারা বুঝায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
উদ্ধৃতির আলোকে নিচের ১১৯-১২১ প্রশ্নের উত্তর দাও:
নতমস্তকে রহিল সবাই, কহিল না কোন কথা, মুখর হইয়া উঠিল তাঁদের সে নিষ্ঠুর নীরবতা শেলসম আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা।
১১৯. উদ্ধৃতাংশটুকু কোন কবিতার অংশ?
উত্তর: জীবন বিনিময়
১২০. ‘নতমস্তকে রহিল সবাই’ কেন?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
১২১. উদ্ধৃতাংশের ‘নীরবতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
উত্তর: প্রত্যয়
উদ্ধৃতির আলোকে নিচের ১২২-১২৪ প্রশ্নের উত্তর দাও:
হেনকালে এক দরবেশ উঠি কহিলেন- সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পার দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লা বাদশাজাদার প্রাণ।
১২২. উদ্ধৃতাংশের বাদশাহজাদা কে?
উত্তর: শাহজাদা হুমায়ুন
১২৩. ‘খুশি হয়ে তবে বাঁচাবে আল্লা’ কাকে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
১২৪. উদ্ধৃতাংশের ‘সুলতান’ কে?
উত্তর: সম্রাট বাবর
উদ্ধৃতির আলোকে নিচের ১২৫-১২৭ প্রশ্নের উত্তর দাও:
কহিল কাঁদিয়া- হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।
১২৫. উদ্ধৃতাংশটি একটি-
উত্তর: কবিতার অংশ
১২৬. উদ্ধৃতাংশে উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
১২৭. ‘তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।’- কী নিয়ে?
উত্তর: আমারি আপন প্রাণ