তাৎক্ষণিক দ্রুতি,বেগ।গড়দ্রুতি,বেগ।পার্থক্য সুষম দ্রুতি ও অসম দ্রুতির

তাৎক্ষণিক দ্রুতি :

গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে ।

তাৎক্ষণিক বেগ :

গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে।

গড়দ্রুতি :

উত্তর : বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। একে গড় দ্রুতি বলে ।

গড়বেগ :

উত্তর : যেকোনো সময় ব্যবধানে কোন বস্তুর মোট সরণকে ঐ সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকেই বস্তুটির গড় বেগ বলে। 

গড়বেগ ব্যাখ্যা :

উত্তর : মনে করি, কোন বস্তু u আদিবেগ নিয়ে a সুষম ত্বরণে চলে t সময়ে v শেষ বেগ প্রাপ্ত হয়। ধরা যাক, উক্ত সময়ে বস্তুটি ও দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ s, তাহলে, বস্তুটির গড়বেগ v হলে, v=st 

বা, s = vt

আবার, বস্তুটি সুষম ত্বরণে চলে বলে, এর গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান ।

সুষম দ্রুতি ও অসম দ্রুতির পার্থক্য :

সুষম দ্রুতি অসম দ্রুতি
১। কোন বস্তুর গতিকালে যদি কখনও দ্রুতির মানের কোন পরিবর্তন না হয় অর্থাৎ বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ঐ বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। ১। বস্তুটি যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে সে দ্রুতিকে অসম দ্রুতি বলে।
২। সুষম দ্রুতিতে চললে বস্তুর ত্বরণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ২। অসম দ্রুতিতে চললে বস্তুর ত্বরণ অবশ্যই থাকবে।
৩। সুষম দ্রুতিতে চললে বস্তুর গড় দ্রুতি নির্ণয়ের প্রয়োজন পড়ে না। গড় দ্রুতি সুষম দ্রুতির সমান। ৩। অসম দ্রুতিতে চললে বস্তুর গড় দ্রুতি = মোট দূরত্ব /সময়।
৪। সুষম দ্রুতির ক্ষেত্রে দূরত্ব—সময় লেখ সরলরেখা হয়। ৪। অসম দ্রুতির ক্ষেত্রে দূরত্ব-সময় লেখ সরলরেখা হয় না।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!