বাংলাদেশ,ডিজিটাল বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ সম্পর্কে: ১০টি বাক্য

সুজলা-সুফলা ও শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশ। এখানে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ১০টি করে বাক্য তৈরী করে দেখানো হলো : 

বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য :

  • প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সোনার বাংলাদেশ। 
  • ধানের দেশ, গানের দেশ, নদীর দেশ, পাখির দেশ, ঋতুর দেশ আমাদের এদেশ।
  • দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। 
  • বাংলাদেশের ভূমির আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
  • এদেশের জনসংখ্যা প্রায় ১৭কোটি। জনসংখ্যার বেশির ভাগই মুসলিম। 
  • হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ,  জৈন সম্প্রদায়ের লোক মিলেমিশে এদেশে বসবাস করে। 
  • বাংলাদেশে মোট ৮টি বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫ টি উপজেলা রয়েছে। 
  • ১৯৭১সালে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যমে অর্জিত হয়েছে সোনার বাংলাদেশ। 
  • বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্তে ভারতের পাহাড়ি অঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। 
  • বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ বাস করে। তবে এদেশের মানুষের প্রধান পেশা কৃষি। 

আরো পড়ুন  : শীতকাল ও  শীতের সকাল সম্পর্কে : ১৫টি করে বাক্য

ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য :

  • ব্যক্তি ও জাতীয় পর্যায়ে সর্বক্ষেত্রে কম্পিউটার জ্ঞান ও ব্যবহারের নতুন এক প্রত্যয় হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। 
  • প্রযুক্তি ব্যবহার করে জীবন মান উন্নত করাই হচ্ছে এর মূল লক্ষ। 
  • ১২ডিসেম্বর ২০০৮সালে নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ধারনা অন্তর্ভুক্ত করা হয়।
  • এটি স্বাধীনতার ৫০বছরে ২০২১ সালে বাস্তবায়নের লক্ষে কাজ শুরু হয়।
  • দেশকে ডিজিটাল করার মূল অর্থ হলো  দেশটির শাসন ব্যবস্থা,  শিক্ষা,  বানিজ্য ইত্যাদি পরিচালনায় ইন্টারনেট ও কম্পিউটারের ব্যবহার নিশ্চিত করা।
  • তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষা,  স্বাস্থ্য,  অর্থনীতি, কৃষি এসবের সেবা প্রদান সহজ করা হয়েছে।
  • ডিজিটাল বাংলাদেশের মৃল লক্ষ হচ্ছে বাংলাদেশকে একটি জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।
  • ডিজিটাল বাংলাদেশের অন্যতম সফলতা হচ্ছে  অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রসার।
  • ডিজিটাল কৃষি তথ্য সেবা কৃষকদের জন্য চালু করা হয়েছে। 
  • বিশ্বমঞ্চের দরবারে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে এই ডিজিটাল বাংলাদেশ। 

আরো পড়ুন  : পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য 

স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য :

  • ২০৪১ সালের মধ্যে  বাংলাদেশকে একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর গড়াই হলো স্মার্ট বাংলাদেশের লক্ষ। 
  • বর্তমানে রয়েছে ডিজিটাল বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ হলো ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ। যেটা আরও আধুনিক। 
  • স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি এই ৪টি হলো স্মার্ট বাংলাদেশের মূল দিক।
  • নাগরিকদের আধুনিক প্রযুক্তিতে সক্ষম করে তোলা এর লক্ষ। 
  • বিষেশ ভূমিকা প্রদান করা হবে শিক্ষা খাতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। 
  • স্মার্ট বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সবার জন্য। 
  • অন্যতম আরেকটি স্মার্ট বাংলাদেশের বৈশিষ্ট্য হলো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার।
  • প্রযুক্তি সুবিধা পৌঁছে দিতে গ্রামীন এলাকায় স্মার্ট গ্রাম প্রকল্প চালু হবে।
  • কৃষকদের আয় বাড়ানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধি হবে স্মার্ট কৃষির মাধ্যমে।
  • এদেশ একটি  আধুনিক উন্নত রাষ্ট্রে পরিনত হবে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে।

আরো পড়ুন  : ইবাদত,আকাইদ,আখলাকে যামিমাহ ,আল্লাহর সৃষ্টি সম্পর্কে: ১০টি বাক্য 

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!