বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন
১২ ফেব্রুয়ারি, ২০২….
বরাবর,
প্রধান শিক্ষক
পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা ।
বিষয়: বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ৷
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বনভোজনে যেতে চাই । এ জন্য আমরা সবাই মিলে পরিকল্পনা করে ঠিক করেছি আগামী ১৭ই ফেব্রুয়ারি নাটোরের জমিদারবাড়িতে বনভোজনে যাব। আমরা প্রত্যেকেই বনভোজনের ব্যাপারে উৎসুক। শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতিও নিয়েছি।
অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের বনভোজন আয়োজনের অনুমতি প্রদান করে বাধিত করবেন ।
বিনীত নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীর পক্ষে
রানা
রোল নং-০৭
আরও জানুন : শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে আবেদন
বনভোজনের অনুমতি চেয়ে আবেদন
২০ জুলাই, ২০২….
বরাবর,
প্রধান শিক্ষক,
পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
পলাশকান্দি, গাজীপুর ।
বিষয় : বনভোজন আয়োজনের অনুমতির জন্য আবেদন ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। তাই পড়াশোনা থেকে আপাতত মুক্তি। এ সময়টা কাজে লাগাতে আমরা বিদ্যালয় চত্বরে বনভোজনের আয়োজন করতে চাই।
অতএব, জনাবের নিকট আবেদন এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করে অনুমতি প্রদান করে বাধিত করবেন।
বিনীত
পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে
রানা
রোল-২