মনে কর, তুমি মাহফুজ/মাহফুজা। তুমি কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার বাবা না থাকায় পড়াশোনার খরচ চালাতে বেশ কষ্ট হচ্ছে। তাই ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ ৷
তারিখ : ৭ মার্চ, ২০২…
বরাবর,
প্রধান শিক্ষক
কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল ।
বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আমার বাবা নেই। বড় ভাই আমাদের সংসার চালানোর ভার বহন করছেন। তার একার পক্ষে আমাদের সাংসারিক ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
অতএর, মহোদয় সমীপে প্রার্থনা, দয়া করে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আমাকে এককালীন কিংবা মাসিক ভিত্তিতে কিছু সাহায্য প্রদানপূর্বক আমার লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করতে আপনার আজ্ঞা হয়।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মাহফুজ
পঞ্চম শ্রেণি
রোল নং ০২
আরও জানুন : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন( Class 4 – HSC )
তোমার বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন সাহায্যের জন্য আবেদন পত্র লেখ।
তারিখ : ৭ মে, ২০১…
বরাবর,
প্রধান শিক্ষক
ধানমন্ডি বালিকা বিদ্যালয়
ঢাকা।
বিষয় : কল্যাণ-তহবিল থেকে সাহায্যের আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে এক বছর থেকে নির্ধারিত বেতন পরিশোধ করে অধ্যয়ন করে আসছি। আমার আব্বা চাকরি থেকে অবসরে যাওয়ায় আমরা আর্থিক অসচ্ছলতায় পড়েছি। এই মুহূর্তে আব্বার পক্ষে আমার লেখাপড়ার খরচ যোগানো অসম্ভব। তাই আমার লেখাড়ার জন্য বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্যের জন্য বিনীত প্রার্থনা করছি।
অতএব, জনাব সমীপে আকুল আবেদন, আমি যাতে কল্যাণ-তহবিল থেকে এককালীন কিছু সাহায্য পেতে পারি তার সুব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
চম্পা আকতার
ষষ্ঠ শ্রেণি-শাখা-খ
ক্রমিক নং-৭