আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপলক্ষে স্কুল ছুটির জন্য আবেদন

আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপভোগ উপলক্ষে স্কুল ছুটির জন্য আবেদন।

তারিখ : ৫ মার্চ ২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
জিগাতলা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
বিষয় : ফুটবল ম্যাচ উপলক্ষে ছুটির আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ অপরাহ্নে ধানমন্ডি মাঠে এক আকর্ষণীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী দল দুটোতে দেশের খ্যাতনামা খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন। আমরা নিরপেক্ষ দর্শক হিসেবে খেলার আনন্দ উপভোগ করতে চাই।

অতএব, অনুগ্রহপূর্বক ৪র্থ ঘণ্টার পর ছুটি মঞ্জুর করে আমাদেরকে বাধিত করবেন।

আপনার অনুগত
জিগাতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ

আরও দেখুন : প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

এই পত্রের অন্য আরেকটি প্রতিলিপন

তারিখ : ৫ এপ্রিল ২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়
নয়াবাজার, ঢাকা।
বিষয় : আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপলক্ষে স্কুল ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ সকাল ১০টায় আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করছি। আমরা এই গুরুত্বপূর্ণ খেলাটি দর্শক হিসেবে উপভোগ করতে চাই।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, প্রথম ঘণ্টার পর খেলা দেখার অনুমতি দিয়ে কাঙ্ক্ষিত ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
ছাত্রছাত্রীর পক্ষে
মো. তানজিম হাসান
দশম শ্রেণি, রোল নং-১

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment