প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র

একটি বেসরকারি কলেজে প্রভাষক পদে চাকরির জন্য একটি দরখাস্ত লেখ।

তারিখ : ২০.০৬.২০২..ইং
বরাবর
অধ্যক্ষ
বেগম নূরজাহান কলেজ
ঢাকা-১০০০।
বিষয় : ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপ্রদর্শনপূর্বক বিনীত আরজ এই যে, গত ১০.০৪.২০২… তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার কলেজে ইংরেজি প্রভাষকের পদ খালি আছে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য উপস্থাপন করলাম :

১. নাম : মোঃ শাহ জালাল
২. পিতার নাম : মিরাজ আলী খন্দকার।
৩. মাতার নাম : মোমেহেরুন্নেছা খন্দকার।
৪. বর্তমান ঠিকানা : গ্রাম : ৩৩ তোপখানা রোড, পল্টন, ঢাকা-১০০০।
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম- স্বর্ণপুর, ডাকঘর- বিড়ালি, নরসিংদী।
৬. জাতীয়তা : বাংলাদেশি।
৭. জন্ম তারিখ : ০৫. ০৩. ১৯৯৪।
৮. মোবাইল : ০১৮১………
৯. ধর্ম : ইসলাম
১০. বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
১১. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০০৮ GPA +5.00 ঢাকা বোর্ড
এইচএসসি ২০১০ GPA +5.00 ঢাকা বোর্ড
বিএ অনার্স ইংরেজি ২০১৪ CGPA + 4.00 ঢাকা বিশ্ববিদ্যালয়
এম এ ইংরেজি ২০১৪ CGPA +3.50 ঢাকা বিশ্ববিদ্যালয়
১২.অভিজ্ঞতা : হযরত শাহ আলী (র) কলেজে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে।

অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমাকে আপনার কলেজে ইংরেজি প্রভাষক পদে নিয়োগদানে বাধিত করবেন।
বিনীত
আপনার বিশ্বস্ত
মিরাজ আলী খন্দকার

সংযুক্তি :
১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি – ৪ কপি
২. সদ্য তোলা ছবি – ২ কপি।
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি – ১ কপি ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!