নিজের যোগ্যতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্যাবলি দিয়ে একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ ।
১০ই মে ২০২..ইং
বরাবর
প্রধান শিক্ষক
উচ্চবিদ্যালয় ।
কালুখালী, রাজবাড়ি ।
বিষয় : সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন ।
জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ৮ই মে ২০১৯ তারিখে ‘দৈনিক কালের কণ্ঠ’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে দুজন সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক নিয়োগ দেওয়া হবে । উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্ত নিচে উপস্থাপন করা হলো :
নাম | : মো : বাহারুল ইসলাম |
পিতার নাম | : মো : আরশেদ আলী |
মাতার নাম | : হেনা বেগম |
বর্তমান ঠিকানা | : গ্রাম : কালিবাড়ি, পো. + উপজেলা : কালুখালী, জেলা : রাজবাড়ি |
স্থায়ী ঠিকানা | : ঐ |
জাতীয়তা | : বাংলাদেশি |
জন্ম তারিখ | : ২২শে জুলাই ১৯৯১ |
ধর্ম | : ইসলাম |
বৈবাহিক অবস্থা | : বিবাহিত |
মোবাইল/ফোন নম্বর | : +৮৮০১……… |
ই-মেইল | : ………..@……….com |
শিক্ষাগত যোগ্যতা | : |
পরীক্ষার নাম | শাখা | পাসের বছর | প্রাপ্ত গ্রেড/শ্রেণি | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ২০০৬ | ‘এ’ গ্রেড | ঢাকা |
এইচএসসি | বিজ্ঞান | ২০০৮ | ‘এ’ গ্রেড | ঢাকা |
বিএসসি (পাস কোর্স) | বিজ্ঞান | ২০১১ | দ্বিতীয় শ্রেণি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএসসি | রসায়ন বিদ্যা | ২০১৩ | প্রথম শ্রেণি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা | : একটি উচ্চবিদ্যালয়ে ৬ মাস যাবৎ সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত । |
অতএব জনাবের সমীপে নিবেদন, উপরিউক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হলে আমি আমার দায়িত্ব সুচারুরূপে পালন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে সচেষ্ট হব ।
নিবেদক
মো : বাহারুল ইসলাম
কালুখালী, রাজবাড়ি ।
সংযুক্তি
১. পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি ।
২. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ।
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি ।
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ ।
৫. সদ্যতোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবি ।
আরও দেখুন : প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র
কোন মাদ্রাসায় প্রভাষক/সহকারী শিক্ষকের শূন্য পদে পার্থীরুপে মাদ্রাসা অধ্যক্ষের নিকট একখানি আবেদন পত্র লিখ :
তারিখ : ০৭জানুয়ারি ২০২…ইং
বরাবর
অধ্যক্ষ সাহেব
মিসবাহুল উলুম কামিল মাদরাসা, ঢাকা।
বিষয় : প্রভাষক/সহকারী শিক্ষক পদে নিয়োগের নিমিত্ত আবেদন ৷
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, বিগত ২০ ডিসেম্বর ২০২…তারিখে দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, মিসবাহুল উলুম কামিল মাদরাসায় অনতিবিলম্বে একজন প্রভাষক/সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উল্লিখিত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্তের একটি বিবরণী আপনার সহৃদয় বিবেচনার জন্য প্রদত্ত হলো-
নাম | : মোহাম্মদ গোলাম জাকারিয়া |
পিতার নাম | : মো: জালাল আহমদ |
মাতার নাম | : নূর জাহান বেগম |
বর্তমান ঠিকানা | : গ্রাম- আলামপুর, ডাকঘর- সিলোনীয়া বাজার, থানা- দাগনভূঁঞা, জিলা- ফেনী। |
স্থায়ী ঠিকানা | : ঐ |
জেলা | : গাজীপুর |
জন্ম তারিখ | : ১ জানুয়ারি, ১৯৮৫ |
জাতীয়তা | : বাংলাদেশি |
ধর্ম | : ইসলাম |
বৈবাহিক অবস্থা | : বিবাহিত |
শিক্ষাগত যোগ্যতা | : |
পরীক্ষার নাম | ফলাফল | পাসের বছর | প্রাপ্ত গ্রেড/বিভাগ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
দাখিল | প্রথম | ১৯৯৯ | মানবিক | মাদরাসা |
আলিম | প্রথম | ২০০৬ (অনুষ্ঠিত ২০০৮) | মানবিক | মাদরাসা |
বি এ (অনার্স) | দ্বিতীয় | ২০০৭ (অনুষ্ঠিত ২০১০) | বাংলা | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এম এ | দ্বিতীয় | ২০১২ | বাংলা | জাতীয় বিশ্ববিদ্যালয় |
শিক্ষক নিবন্ধন | পাশ | ২০০৯ | প্রভাষক (বাংলা) | NTRCA |
অভিজ্ঞতা | : বিগত ১/১২/২০১০ ইং থেকে ১৫/১২/২০১১ ইং পর্যন্ত বাদশাহ ফাহাদ কলেজে, প্রভাষক (বাংলা) পদে কর্মরত ছিলাম। বর্তমানে আল ফাতাহ পাবলিকেশন্সে এক্সিকিউটিভ/ লেখক ও সম্পাদক (গবেষণা ও উন্নয়ন বিভাগ) পদে কর্মরত আছি। |
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরিউক্ত তথ্যের নিরিখে আমাকে প্রার্থিত পদে নিয়োগদানের ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি হয় ।
আপনার বিশ্বস্ত
মোহাম্মদ গোলাম জাকারিয়া
সংযুক্তি :
১. সকল পরীক্ষার সত্যায়িত সনদপত্রের অনুলিপি ।
২. প্রথম শ্রেণির গেজেটেড অফিসার প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
৩. অভিজ্ঞতার সনদপত্র।
৪. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।