জীব ও জড় কাকে বলে? জীব ও জড়ের পার্থক্য ও উদাহরণ

সংজ্ঞা :-  যাদের জীবন আছে, জৈবিক কাজ সম্পন্ন করতে পারে এবং প্রজননের মাধ্যমে নিজের অনুরূপ জীবের জন্ম দিয়ে থাকে ও বংশ সংরক্ষণ করতে পারে তাদেরকে জীব বলে। 

সংজ্ঞা :- যাদের জীবন নেই , জৈবিক কার্যাদি সম্পন্ন করতে পারে না এবং প্রজননের মাধ্যমে নিজের অনুরূপ জীবের জন্ম দিয়ে থাকে না  ও বংশ সংরক্ষণ করতে পারে না তাদেরকে জড় বলে।

জীব ও জড়ের পার্থক্য :-

জীব জড়
জীবদেহ সংগঠিত। জীবদেহের গঠন ও কার্যের একক কোষ। বহুকোষী জীবদেহ বিশেষ কাজের জন্য কলা, অঙ্গ-প্রত্যঙ্গ ইত্যাদি গঠিত হয়। জড় বস্তুর দেহে এরূপ সংগঠন অনুপস্থিত।
প্রোটোপ্লাজম বা প্রাণপংক জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটি জেলীর ন্যায় একপ্রকার অর্ধতরল, স্বচ্ছ, সজীব, জটিল পদার্থ । জড় বস্তুতে প্রোটোপ্লাজম বা প্রাণপংক থাকে না ৷
প্রত্যেক জীব তার নিজের মত অনুরূপ শিশুজীবের জন্ম দিতে পারে। এ প্রক্রিয়াকে প্রজনন বলে । জড় বস্তুর বংশবিস্তার বা প্রজনন ক্ষমতা নেই ।
জীবদেহে সবসময় উপচিতি বা অপচিতিমূলক রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া সংগঠিত হয়। জড় বস্তুর দেহে কোন বিপাক ক্রিয়া হয় না ।
খাদ্যগ্রহণ ও আত্তীকরণের ফলে জীবদেহের বৃদ্ধি ও বিকাশ ঘটে
জড়বস্তুতে কোন বৃদ্ধি বা বিকাশ ঘটে না । ।
জীবের অনুভূতি শক্তি থাকায় উদ্দীপনায় সাড়া দেয়।
জড়বস্তুর অনুভূতি শক্তি নেই, তাই উদ্দীপনায় সাড়া দেয় না ।
জীবদেহে নিজস্ব চলন ক্ষমতা বা গতিশক্তি বিদ্যমান।
জড়দেহের নিজস্ব কোন চলন ক্ষমতা বা গতিশক্তি নেই ।
জীব পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম ।
জড় বস্তুর অভিযোজন ক্ষমতা নেই, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে না ।

জীব ও জড়ের পার্থক্য : Class – 3

জীব
জড়
১। জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে । ১। জড়ের কোনো বৃদ্ধি বা পরিবর্তন নেই ।
২। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়।
২। জড় কোনো নতুন জড়ের জন্ম দিতে পারে না ।
৩। জীব খাদ্য গ্রহণ করে।
৩। জড় খাদ্য গ্রহণ করে না ।

জীব ও জড়ের বৈশিষ্ট্য  Classs – 3

জীব
জড়
১। বৃদ্ধি পায়। ১। বৃদ্ধি পায় না।
২। শরীরের পরিবর্তন ঘটে। ২। শরীরের পরিবর্তন ঘটে না।
৩। নতুন জীবের জন্ম দেয় । ৩। নতুন কিছুর জন্ম দেয় না।
৪। বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ুর প্রয়োজন হয়।
৪। বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ুর প্রয়োজন নেই ।

জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ :-

জীব :-  মানুষ, গাছপালা, গরু , ছাগল, পশুপাখি। 
জড় :- চেয়ার, টেবিল, বই , খাতা, কলম। 

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!