পুকুর সংস্কারের জন্য আবেদন পত্র চেয়ারম্যানের নিকট

মনে কর, তুমি হারদী গ্রামের অধিবাসী। এই এলাকায় একটি পুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১৬/০৩/২০২…ইং
বরাবর,
চেয়ারম্যান
হারদী ইউনিয়ন
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ।
বিষয় : পুকুর সংস্কারের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা হারদী গ্রামের অধিবাসী। এ গ্রামে কোনো নদী বা পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়ার তেমন ক্ষেত্র নেই। একটিমাত্র বড় পুকুর রয়েছে। তাও আবার দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রচন্ড গরমের সময় গ্রামের সর্বস্তরের মানুষ এই পুকুরে এসে গোসল করা, কাপড় কাচা, থালা-বাসন পরিষ্কারসহ বিভিন্ন কাজে এ পানি ব্যবহার করত। কিন্তু বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটি ময়লা-আবর্জনা ও কচুরিপানায় জঙ্গলে পরিণত হয়েছে। এমতাবস্থায় জনস্বার্থে হারদীগ্রামের পুকুরটি আশু সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, পুকুরটি সংস্কার করে এলাকাবাসীর পরিষ্কার পানি ব্যবহারের সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত
এলাকাবাসীর পক্ষে,
হেলাল বিশ্বাস

আরও দেখুন: বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন(২টি)

তোমার এলাকায় একটি মজা পুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখ :

১৬ই জুলাই ২০২..ইং
বরাবর,
চেয়ারম্যান
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ
ময়মনসিংহ ।
বিষয় : মজাপুকুর সংস্কারের জন্য আবেদন ।

জনাব
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা । আপনি অবগত আছেন যে, আমাদের গ্রাম সংলগ্ন একটি বিরাট সরকারি পুকুর রয়েছে । বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটি ময়লা-আবর্জনা ও কচুরিপানার জঙ্গলে পরিণত হয়েছে । ফলে এটি যেমন মশা, মাছি, সাপখোপের আখড়ায় পরিণত হয়েছে তেমনই এলাকায় বাতাসে দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে । অথচ পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে তেমনই এলাকার পরিবেশও নির্মল হবে ।

অতএব, জনস্বার্থ বিবেচনা করে পুকুরটি আশু সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি ।

বিনীত
এলাকাবাসীর পক্ষে
আপনার বিশ্বস্ত
মো: সাকিবুল হাসান
ফুলবাড়িয়া, ময়মনসিংহ

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!