Our Madrasah (আমাদের মাদরাসা)
The name of our madrasah is MM Dakhil Madrasah. It is situated in the city of Dhaka. It is a brickbuilt house. There are sixteen rooms in it. There is a nice play- ground in front of our madrasah. There are eight hundred students and thirty five teachers in our madrasah. All the teachers are highly qualified. We love our madrasah and respect our teachers.
অনুবাদ : আমাদের মাদরাসার নাম এম এম দাখিল মাদরাসা। এটি ঢাকা শহরে অবস্থিত। এটি ইটের তৈরি গৃহ। এর ষোলটি কামরা আছে। আমাদের মাদরাসার সামনে একটি সুন্দর খেলার মাঠ আছে। আমাদের মাদরাসায় আটশত ছাত্রছাত্রী এবং পঁয়ত্রিশজন শিক্ষক আছেন। সকল শিক্ষকগণই সুযোগ্য। আমরা আমাদের মাদরাসাকে ভালোবাসি এবং শিক্ষকগণকে শ্রদ্ধা করি।
Write a paragraph on “Your Madrasah ” your paragraph should include the answers to the following question.
(a) What is the name of your madrasah? (তোমার মাদ্রাসার নাম কি?)
(b) How is your madrasah? (তোমার মাদ্রাসাটি কেমন?)
(c) What is the qualification of your Principal? (তোমাদের অধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতা কি?)
(d) How many teachers does your madrasah have? (তোমার মাদ্রাসায় কতজন শিক্ষক রয়েছে?)
(e) How are your teachers? (তোমার শিক্ষকরা কেমন?)
(f) Where is your playground? (তোমার খেলার মাঠটি কোথায়?)
Your Madrasah (তোমার মাদ্রাসা)
The name of our madrasah is Rahmatia Islamia Senior Madrasah. It is situated on the bank of the river Rahmatkhali. The madrasah is two storied building with many spacious rooms and a big hall. The Principal’s room, the library room and the laboratory are on the first floor. On the north-east corner, there is the madrasah mosque. There is also a nice playground by its south side attached with a lovely garden. Five hundred students read in this madrasah. There are sixteen qualified teachers in our madrasah. Most of them are trained and highly experienced in teaching. They love us very much. The result of our madrasah is good. I am really proud of my madrasah.
অনুবাদ : আমাদের মাদ্রাসার নাম রহমতিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। এটি রহমতখালী নদীর তীরে অবস্থিত। অনেকগুলো সুপ্রসস্ত কক্ষ এবং একটি সুবৃহৎ হল । মিলনায়তন সমেত এটি একটি দ্বিতল ভবন। অধ্যক্ষ এর কক্ষ, গ্রন্থাগার এবং বিশ্রামাগার দ্বিতীয় তলায় অবস্থিত। উত্তর-পূর্ব কোণে মাদ্রাসা অবস্থিত। এর দক্ষিণ পাশে একটি সুদৃশ্য বাগান লাগোয়া একটি খেলার মাঠ রয়েছে। এই মাদ্রাসায় ৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে । আমাদের মাদ্রাসায় ১৫ জন যোগ্যতাসম্পন্ন শিক্ষক রয়েছেন। তাদের অধিকাংশই শিক্ষকতায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুবই অভিজ্ঞতাসম্পন্ন। তারা আমাদের ভালোবাসে। আমাদের মাদ্রাসার ফলাফল সন্তোষজনক । আমার মাদ্রাসার জন্য আমি সতিই গর্বিত।