Computer Paragraph : For Class 6 – 12

Write a paragraph on ‘Computer’ by answering the following questions. (নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে “কম্পিউটার” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।)

(a) What is a computer? (কম্পিউটার কি ?)

(b) What can it do? (এটা কি করতে পারে ?)

How does it help us? (এটা আমাদের কীভাবে সাহায্য করে?)

(d) Where is it used? (এটা কোথায় ব্যবহৃত হয় ?)

(e) How is internet related with a computer? (ইন্টারনেট কীভাবে কম্পিউটারের সাথে সম্পর্কিত?)

COMPUTER (কম্পিউটার)

Computer is a wonder of modern science. It is a machine that can perform many complex tasks. It has brought a great change in the present world. It can do any difficult calculation within seconds. It can also store records of millions of information. Nowadays, computer is used in all sectors of life such as medical science, education, commerce, industry, offices, etc. 

It is widely used in the field of space administration, telecommunication, air traffic, etc. Nowadays, we can use Internet through computer. Computer has lessened our work-loads. It has also made our life easy and comfortable. It saves our time and energy. We cannot move a single day without it.

Read More :- Shusong Durgapur Paragraph – Sikkhagar

Write a paragraph in about 100-125 words on ‘Computer’. You have to use the following questions in writing this paragraph: 

a. Do you know what is computer? (তুমি কী জান কম্পিউটার কী?) 

b. Who invented this? ( কে এটা আবিষ্কার করেছিলেন?)

What is the role of computer in communication? (যোগাযোগের ক্ষেত্রে এটার ভূমিকা কী?)

d. How does it help the world business? (বিশ্ব ব্যবসায় এটা কিভাবে সাহায্য করে?)

e. What is the function of it in education? (শিক্ষার ক্ষেত্রে এটার কাজ কী?)

Computers

Computer is a kind of electronic machine which can store and analyze data fed into it. Although the true ancestor of the modern computer was first designed by the English Mathematician Charles Babbage in the 1830′s, his dream came into being by professor Howard Aiken of Harvard University in 1944. Now it has become an essential part of modern life. It has brought about revolutionary changes in almost every sphere of our life. 

In the arena of global communication, computer based digital telephone, mobile phone, e-mail and satellite communication have contributed a lot. Modern business is almost impossible without computer. It is widely used in education sector also. In Business administration, Medical science, Bio-technology and in other sectors, computer is essential for research and training. In a word, modern life is simply unthinkable without computer .

কম্পিউটার

কম্পিউটার হলো এক প্রকার বৈদ্যুতিক যন্ত্র যেটি ডাটা ফেডের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং ব্যাখ্যা করে। ১৮৩০ সালে, যদিও আধুনিক কম্পিউটারের প্রকৃত পূর্ব অংশের নকশা তৈরি করেছিলেন ইংরেজ গণিতবিদ চার্লস বেভেজ, তার স্বপ্ন বাস্তবায়িত হয় ১৯৪৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাউয়ার্ড এইকিনের মাধ্যমে। এখন এটা আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এটা আমাদের জীবনে প্রায় প্রত্যেক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল টেলিফোন, মোবাইল ফোন, ইমেইল, এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটার অনেক অবদান রেখেছে। আধুনিক ব্যবসা কম্পিউটার ছাড়া প্রায় অসম্ভব । শিক্ষা ক্ষেত্রেও এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবসা পরিচালনা, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রের গবেষণা এবং প্রশিক্ষণের জন্য কম্পিউটার প্রয়োজনীয়। এক কথায় বলা যায় কম্পিউটার ছাড়া আধুনিক জীবন একেবারেই অচিন্তনীয়।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!