The Cat (বিড়াল)
The cat is a small-sized domestic animal. It is our pet animal. It has four legs, two bright eyes and two ears. It’s body is covered with fur. The cat kills rats, worms and insects. It has soft pad under its feet. So it can walk, silently. It is very fond of milk, fish and flesh. It looks like a tiger. So, it is called the ‘tiger’s aunt’. The cat does good to us. So we should take care of it.
অনুবাদ : বিড়াল ছোট আকৃতির গৃহপালিত জন্তু। এটা আমাদের পোষা প্রাণী। এর চারটি পা, দুটি উজ্জ্বল চোখ এবং দুটি কান আছে। এর শরীর কোমল লোম দিয়ে আবৃত। বিড়াল ইঁদুর, পোকামাকড় এবং কীটপতঙ্গ মারে। এর পায়ের নিচে নরম প্যাড আছে তাই এটা নিঃশব্দে হাঁটতে পারে। এটা দুধ, মাছ ও মাংস পছন্দ করে। একে বাঘের মতো দেখায়। তাই তাকে ‘বাঘের মাসী’ বলা হয়। বিড়াল আমাদের উপকার করে থাকে । তাই আমাদের উচিত এর যত্ন নেয়া।