রচনা : শিল্পী কামরুল হাসান

সূচনা  

বাংলাদেশে এমন অনেক গুণী ব্যক্তি আছেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে স্মরণীয় ও বরণীয় হয়েছেন । তাঁদের মধ্যে শিল্পি কামরুল হাসান অন্যতম ।

শৈশবকাল  

কামরুল হাসানের শৈশবকাল কেটেছে তাঁর নিজ গ্রামে । গ্রামে মডেল স্কুলে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন। এ স্কুলে ছবি আঁকা ও মডেল তৈরির নিয়মিত ক্লাস হতো ।

মিস্টার বেঙ্গল উপাধি লাভ  

কামরুল হাসান ছোটবেলা থেকেই ব্যায়াম ও শরীরচর্চা করতেন। ১৯৪৫ সালে আন্তঃবাংলা ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি মিস্টার বেঙ্গল উপাধি লাভ করেন । 

গঠনমূলক কাজে সংশ্লিষ্টতা  

কামরুল হাসান দেশের নানা ধরনের গঠনমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন । গ্রাফিক্স ডিজাইন ও বইপুস্তক অলংকরণ করে তিনি বিশেষ ক্ষেত্র তৈরি করে গেছেন।

ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা  

কামরুল হাসান ১৯৬০ সালে সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থায় যোগ দেন । এরপর ডিজাইন সেন্টার নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

উপসংহার  

শিল্পী কামরুল হাসান অন্যায়ের বিরুদ্ধে ছবি এঁকে প্রতিবাদ করতেন। জীবনের শেষ মুহূর্তেও তিনি প্রতিবাদের ছবি এঁকেছেন। আমরা এ শিল্পীকে চিরদিন স্মরণ করব।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!