বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে বাবাকে পত্র :-
এলাহী ভরসা
শ্রদ্ধেয় আব্বা,
আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেলাম। আপনি আসতে পারছেন না জেনে মনটা ভীষণ খারাপ হয়েছিল।
গতকাল আমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আপনার চিঠি পাওয়ার পর স্কুলে ফলাফল জানার জন্যে গিয়েছিলাম। ফল আনতে যাওয়ার সময় বারবার আপনার কথা মনে পড়েছিল। আমি এবারও প্রথম হয়েছি। ফল পেয়ে ভীষণ খুশি হয়েছি। জানি, আপনি আমার চেয়েও বেশি খুশি হবেন এ চিঠি পেয়ে ।
চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই একদিনের জন্যে হলেও বাড়িতে আসবেন। আমরা সবাই আপনার জন্যে অপেক্ষা করব। বাড়ির সবাই ভালো আছে। আমার জন্যে দোয়া করবেন।
প্রেরক নাম – জান্নাত গ্রাম – ফুলতলা , ডাক ঘর- সুহলী জেলা – টাঙ্গাইল । |
ডাকটিকেট
প্রাপক
নাম – শহিদুল ইসলাম
গ্রাম – ভাবুনচুরা
ডাক ঘর- অনন্তরামপুর |
আরও পড়ুন :- বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবা, মা এবং বন্ধুকে পত্র লিখন
বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুর নিকট পত্র :-
এলাহী ভরসা
প্রিয় আশিক,
পত্রের প্রথমে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কেমন আছো তুমি। অনেক দিন হলো তোমার সাথে কথা হয়না। অনেক মিস করি তোমায়। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধু, তুমি শুনে খুশি হবে যে, গতকাল আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি এবার ও প্রথম স্থান অধিকার করেছি।
তুমি থাকলে অনেক মজা করতে পারতাম। চাচা -চাচি ওনারা কেমন আছেন? ওনাদেরকে আমার সালাম জানায়ো। আমার জন্য দোয়া করতে বলবে। যেন সামনের সমস্ত পরীক্ষায় এমন ভালো ফলাফল অর্জন করতে পারি। আজ এ পর্যন্তই। সময় পেলে বেড়াতে এসো। অপেক্ষায় থাকবো।
প্রেরক নাম – সাকিব গ্রাম – নোন্দাপুর , ডাক ঘর- আড়ানী জেলা – রাজশাহী । |
ডাকটিকেট
প্রাপক
নাম – আশিক
গ্রাম – কান্দিপাড়া
ডাক ঘর- শিকারপুর |
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট
পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে বাবা, দিদি, মা, এবং বন্ধুকে পত্র লিখন
পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র [ ২টি ]
তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বড় ভাই,বাবা,মা,ও বন্ধুর নিকট পত্র