দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ ব্যাখ্যা

সংজ্ঞা :- যে সমাসে সমান বিভক্তি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় এবং প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। 

দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ :

দ্বন্দ্ব সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায় । যথা-

১. সমার্থক দ্বন্দ্ব :

যে দ্বন্দ্ব সমাসে ভিন্নার্থক শব্দের সংযোগ না বুঝিয়ে অনুরূপ অর্থবোধক শব্দের সংযোগ বুঝায়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে । অর্থাৎ যে সমাসে পূর্বপদ ও উত্তরপদ সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যে.মন- হাট ও বাজার = হাটবাজার, খাতা ও পত্র = খাতাপত্র ইত্যাদি।

২. সহচর দ্বন্দ্ব : 

এ জাতীয় সমাসের পূর্বপদ ও পরপদ প্রায় সমার্থক হয়। যেমন- কাপড় ও চোপড় = কাপড়-চোপড়, পোকা ও মাকড় = পোকা-মাকড় ইত্যাদি ।

৩. মিলনার্থক দ্বন্দ্ব : 

মা ও বাপ = মা-বাপ, জিন ও পরী = জিন-পরী ইত্যাদি ।

৪. বিরোধার্থক দ্বন্দ্ব :

বিরোধার্থক দ্বন্দ্ব সমাসকে দু’ভাগে ভাগ করা যায় । যথা-

ক. বিরোধার্থক শব্দ যোগে : যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান শব্দ বা পদ দুটি পরস্পর বিরোধী বিষয় বুঝায়, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে । যেমন- স্বর্গ ও নরক = স্বর্গ-নরক, পাপ ও পুণ্য = পাপ-পুণ্য ইত্যাদি।

খ. বিপরীত শব্দ যোগে : আয় ও ব্যয় = আয়-ব্যয়, জমা ও খরচ = জমা-খরচ ইত্যাদি।

৫. অঙ্গবাচক দ্বন্দ্ব : 

হাত ও পা = হাত-পা, হাড় ও মাংস = হাড়-মাংস, মাথা ও মুণ্ডু = মাথা-মুণ্ডু, ইত্যাদি।

৬. সংখ্যাবাচক দ্বন্দ্ব : 

সাত ও পাঁচ = সাত-পাঁচ, নয় ও ছয় = নয়-ছয়, উনিশ ও বিশ = উনিশ-বিশ ইত্যাদি

৭. সর্বনাম যোগে দ্বন্দ্ব : 

যা ও তা = যা-তা, যে ও সে = যে-সে, তুমি ও আমি = তুমি-আমি ইত্যাদি ৷

৮. ক্রিয়াবাচক দ্বন্দ্ব : 

যাওয়া ও আসা = যাওয়া-আসা, চলা ও ফেরা = চলা-ফেরা ইত্যাদি।

৯. দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব : 

ধীরে ও সুস্থে = ধীরে-সুস্থে, আগে ও পিছে = আগে-পিছে ইত্যাদি।

১০. বিশেষণ বাচক দ্বন্দ্ব : 

ভালো ও মন্দ = ভালো-মন্দ, আসল ও নকল = আসল-নকল ইত্যাদি ।

১১. বহুপদী দ্বন্দ্ব : 

তিন বা ততোধিক পদে দ্বন্দ্ব সমাস সাধিত হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন- আগা, পাছা এবং তলা 

= আগা পাছা তলা; সাহেব, বিবি এবং গোলাম = সাহেব বিবি গোলাম; রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ = রূপ-রস-শব্দ-গন্ধ- স্পর্শ ইত্যাদি।

১২. অলুক দ্বন্দ্ব : 

যে সমাসে পূর্বপদ ও উত্তর পদের বিভক্তি চিহ্ন লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- ঘরে ও বাইরে = ঘরে বাইরে, হাতে ও কলমে = হাতে-কলমে, মায়ে ও ঝিয়ে = মায়ে-ঝিয়ে, কোলে ও পিঠে = কোলে-পিঠে, ইত্যাদি

১৩. একশেষ দ্বন্দ্ব : 

যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয়, তখন তাকে একশের দ্বন্দ্ব সমাস বলে। যেমন- সে, তুমি ও আমি = আমরা ইত্যাদি ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!