মস বর্গীয় উদ্ভিদ এরা থ্যালোফাইটা দলের উদ্ভিদের চেয়ে কিছুটা উন্নত। পৃথিবীতে মসবর্গীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় তেইশ হাজার। আর ফার্ণ বর্গীয় উদ্ভিদ হলো প্রথম ভাস্কুলার উদ্ভিদ (যাদের পরিবহণ টিস্যু আছে) । এ জাতীয় উদ্ভিদের প্রজাতির সংখ্যা প্রায় দশ হাজার। একমাত্র দক্ষিণ আমেরিকা ও সুমেরু অঞ্চল ব্যতীত বিশ্বের সর্বত্রই এরা বিদ্যমান।
মসবর্গীয় উদ্ভিদ কাকে বলে?
সংজ্ঞা : যে সকল অপুষ্পক উদ্ভিদের দেহে সত্যিকারের মূল, কাণ্ড বা পাতা নেই এবং কোনো সংবহনতন্ত্র ও থাকে না তাদেরকে মসবর্গীয় উদ্ভিদ বলে।
আরও শিখুন : মস ও ফার্ন : সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং পার্থক্য
মস বর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য :
- এরা প্রধানতঃ স্থলে বাস করে ৷
- দেহে কাণ্ড, পাতার মত অঙ্গ নেই ।
- ব্রায়োফাইটার মূল সর্বদা অবর্তমান ।
- মূলের পরিবর্তে চুলের মতো সূক্ষ্ম রাইজয়েড থাকে ।
- দেহে কোন পরিবহণ টিস্যু নেই।
- স্ত্রী ও পুরুষ উদ্ভিদ ভিন্ন ।
- পুরুষ মস উদ্ভিদ সৃষ্ট নিশ্চল ডিম্বাণুর সাথে মিলিত হয়ে স্পেরোফাইটের সূচনা করে ।
- স্ত্রী মস উদ্ভিদের মাথায় স্পোরোফাইট সৃষ্টি হয় ।
- ক্যাপসুলের ভিতরে সৃষ্ট স্পোর অংকুরিত হয়ে শৈবালের ন্যয় সবুজ সূত্রাকার প্রোটোনেমা গঠন করে।
- প্রোটোনেমা হতে মস উদ্ভিদ সৃষ্টি হয়।
- সালোকসংশ্লেষণে এরা শর্করা তৈরি করে।
- মসবর্গের উদ্ভিদেরা অঙ্গজ, অযৌন ও যৌন প্রক্রিয়ায় জনন কার্য সম্পাদন করে ।
মসবর্গীয় উদ্ভিদের উদাহরণ : মসবর্গীয় উদ্ভিদের প্রতিনিধি হিসাবে Bryum বিশেষভাবে উল্লেখযোগ্য ।
ফার্নবর্গীয় উদ্ভিদ কাকে বলে ?
সংজ্ঞা : টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত যে সকল অপুষ্পক উদ্ভিদের দেহকে সত্যিকারের মূল, কাণ্ড বা পাতা বিভক্ত করা যাই এবং সংবহনতন্ত্র ও রয়েছে তাদেরকে ফার্নবর্গীয় উদ্ভিদ বলে।
আরও শিখুন : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা- সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য
ফার্ণ বর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য :
- Pteris উদ্ভিদ স্পোরোফাইটিক।
- এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত ।
- কাণ্ড রাইসোম জাতীয়। এর গায়ে শুল্কপত্র থাকে ।
- পাতা চিরসবুজ ও পক্ষল যৌগিক ।
- পাতার মুকুল, পত্রবিন্যাস কুণ্ডলাকৃতির।
- পরিণত পত্রকের কিনারা বরাবর স্পোরোঞ্জিয়াম উৎপন্ন হয়। স্পোরোঞ্জিয়ামের স্ফীত অংশকে ক্যাপসুল বলে। ক্যাপসুলের ভিতরে স্পোর উৎপন্ন হয় ।
- স্পোর অংকুরিত হয়ে প্রোথ্যালাস নামক সবুজ হৃৎপিণ্ডাকার গ্যামোটোফাইট সৃষ্টি করে ।
- প্রোথ্যালাসে পুং ও স্ত্রী জননাঙ্গ মিলিত হয় এবং স্ত্রী ও পুংজনন কোষের মিলনের মাধ্যমে নতুন Pteris উদ্ভিদের সৃষ্টি হয়।
- এদের ক্লোরোফিল আছে।
- এরা সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে।
ফার্ণবর্গীয় উদ্ভিদের উদাহরণ : ফার্ণবর্গীয় উদ্ভিদের প্রতিনিধি হিসাবে Pteris ফার্ণ বিশেষভাবে উল্লেখযোগ্য । Pteris ফার্ন সানফার্ন নামেও পরিচিত।
আরও শিখুন :
প্রোথ্যালাস কি? ফার্ন প্রোথ্যালাস এর বৈশিষ্ট্য ও গঠন
প্রজনন, যৌন ও অযৌন জনন সংজ্ঞা, প্রকারভেদ, পার্থক্য