সংক্ষিপ্ত পরিচিতি : নিডারিয়া (Cnidaria) পর্বভুক্ত প্রাণীরা একদিকে যেমন অরীয় প্রতিসম, ঠিক তেমনি অন্যদিকে কোষ-টিস্যুর মাত্রারগাঠনিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি প্রাণী । প্রাণিগুলোর মধ্যে অধিকাংশই হলো নিশ্চল, কিছু প্রজাতি রয়েছে মুক্ত সাঁতারু ।
সমুদ্র উপকূলে পড়ে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণিগুলো জেলিফিশ, নিডারিয়া পর্বেরই মুক্ত সাঁতারু সদস্য । শুধুমাত্র গাঠনিক দিক থেকে নয়, বিচিত্র বর্ণময়তার কারণেও সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে নিডারিয়া পর্বের সদস্যরা। প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরাও এ পর্বেরই সদস্য ।
পৃথিবীর যে প্রবাল প্রাচীরগুলো রয়েছে সেগুলোতে সামুদ্রিক প্রজাতির ২৫% জীব বাস করে । সে জন্যই প্রবাল প্রাচীর পৃথিবীর অন্যতম মূল্যবান রত্নভান্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের Rain Forest নামে অভিহিত ।
আরও জানুন : পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, মনে রাখার উপায়
নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য :
১। এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী; এসব প্রাণীর ভ্রূণদেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে । স্তর দুটির মধ্যবর্তী স্থানে মেসোগ্লিয়া উপস্থিত ।
২। দেহ অরীয় প্রতিসম । পলিপ ও মেডুসা নামক দু’ধরনের আঙ্গিক গঠন দেখা যায় ।
৩। দেহের অভ্যন্তরে সিলেন্টেরণ বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর রয়েছে যা একটিমাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত; ছিদ্রটি একাধারে মুখ ও পায়ু হিসেবে কাজ করে ।
৪। দেহত্বকে বিপুলসংখ্যক নিডোব্লাস্ট কোষ থাকে যা নিমাটোসিস্ট বহন করে ।
৫। এদের খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয় ভাবেই পরিপাক হয় ।
নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ :
| হাইড্রা | Hydra viridis |
| জেলি ফিশ | Aurelia aurita |
| নীল বুতাম | Porpita porpita |
| সমুদ্রের পাখা | Gorgonia ventalina |
| ভাসমান সন্ত্রাস | Physalia physalis |
| টিউব অ্যানিমন | Cerianthus filiformis |
| সমুদ্রের কলম | Pennatula sulcata |
| সমুদ্র পালক | Pennatula aculeata |
আরও জানুন : প্লাটিহেলমিনথিস পর্ব: বৈশিষ্ট্য, উদাহরণ,মনে রাখার উপায়
নিডারিয়া পর্বের আবাস্থল ও স্বভাব :
বাসস্থান : এ পর্বের প্রাণী নালা, খাল, পুকুর, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদি স্বাদু পানির জলাশয়ে বাস করে। তবে এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক ।
স্বভাব : এ পর্বের প্রাণী সাধারণত ভাসমান কাঠ, পাতা বা অন্য কোন কিছুর সঙ্গে লেগে থাকে বা মুক্তভাবে সাঁতার কাটে। বহু প্রজাতি এককভাবে এবং বহু প্রজাতি দলবদ্ধভাবে উপনিবেশ গঠন করে বাস করে।
নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন?
যে সকল প্রাণীর ভ্রূণে দুটি মাত্র কোষস্তর এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক স্তর থাকে তাদেরকে দ্বিস্তরীপ্রাণী বলা হয়। Cnidaria পর্বের প্রাণীদের দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর বিদ্যমান। এই দুই স্তরের মাঝে অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া নামক স্তর থাকে। যেহেতু Cnidaria পর্বের প্রাণীদের দেহে দুটি স্তর থাকে সে কারণে সকল নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলা হয়।
আরও জানুন : নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, প্রাণীর উদাহরণ ও বাসস্থান
