হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

মাশহুর,আযীয ও গারীব হাদিসের: অর্থ, সংজ্ঞা, হকুম ও উদাহরণ

সনদের দিক থেকে সর্বাধিক শক্তিশালী হাদীস হলো মুতাওয়াতির(مُتَوَاتِرٌ) তারপর মাশহুর (مَشْهُورٌ) তারপর (আযীয) عَزِيزٌ আর সর্বশেষ (গারীব )غَرِيبٌ; নিম্নে প্রশ্নালোকে এদের পরিচয় হুকুমসহ উপস্থাপন করা হলো ।

মাশহুর হাদিস অর্থ কি ও কাকে বলে ?

আভিধানিক অর্থ :

مَشْهُورٌ শব্দটি سَهْرَةٌ মাসদার থেকে اِسْمُ مَفْعُولٍ -এর সীগাহ। এর আভিধানিক অর্থ –

  • প্রসিদ্ধ।
  • পরিচিত।
  • বিখ্যাত।
  • খ্যাত।
  • ঘোষণাকৃত।
  • প্রকাশিত ইত্যাদি।

পারিভাষিক সংজ্ঞা :

১। যে হাদীসের বর্ণনাকারীর সংখ্যা দুয়ের অধিক, তবে তা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছেনি, তাকে মাশহুর হাদীস বলে ।

২। ইবনে হাজার আসকালানী (র) বলেন-

هُوَ مَا رَوَاهُ أَكْثَرُ مِنِ اثْنَيْنِ وَلَمْ يَبْلُغْ حَدَّ التَّوَاتُرِ

উদাহরণ : রাসূল (স)-এর বাণী- إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ উক্ত হাদীসের রাবী প্রত্যেক স্তরে দুয়ের অধিক।

আরো দেখো : মুরসাল হাদিস: অর্থ , সংজ্ঞা, হুকুম, উদাহরণ ও গ্রহণযোগ্যতা

মাশহুর হাদিসের হুকুম :

ক. خَبَرٌ مَشْهُورٌ দ্বারা عِلْمُ الطُّمَأْنِينَةِ তথা প্রশান্তিমূলক জ্ঞান অর্জিত হয় ।
খ. এ হাদীস দ্বারা কিতাবুল্লাহর ওপর زِيَادَة করা বৈধ।
গ. এর অস্বীকারকারীকে কাফের বলা যাবে না ।
ঘ. তবে অস্বীকারকারীকে পথভ্রষ্ট বলা যাবে।

হাদিসে আযীয অর্থ কি ও কাকে বলে ?

আভিধানিক অর্থ : আভিধানিক দৃষ্টিকোণ থেকে عَزِيزٌ শব্দটি صِفَةٌ مُشَبَّهَةٌ সীগাহ। এর অর্থ-

  • মযবুত বা শক্তিশালী ।
  • দুর্বল বা কম। কেননা হাদীসে আযীয সংখ্যায় কম ।
  • বিজয়ী হওয়া বা প্রাধান্য লাভ করা ৷

পারিভাষিক সংজ্ঞা :

১। যে হাদিসের রাবীর সংখ্যা কোনো স্তরে দুয়ের কম হয় না ওই সমস্ত আহাদ হাদীসকে আযীযে বলে।

২। আল্লামা ইবনে হাজার আসকালানী (র) বলেন-

العَزِيزُ هُوَ أَنْ لَا يُرْوَى أَقَلَّ مِنْ اِثْنَيْنِ عَنْ اِثْنَيْنِ

উদাহরণ : যেমন হাদীসে এসেছে- لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ অত্র হাদীস হযরত আবু হোরায়রা ও আনাস (রা) থেকে দু’জন করে রাবী বর্ণনা করেছেন।

আরো দেখো : মুতাওয়াতির হাদিস:অর্থ,সংজ্ঞা,প্রকারভেদ,শর্ত,হুকুম,উদাহরণ

আযীয হাদিসের এর হুকুম :

ক.حَدِيثٌ عَزِيز দ্বারা عِلْمٌ ظَنِّي তথা ধারণাপ্রসূত জ্ঞান অর্জিত হয় ।
খ. এর ওপর আমল করা ওয়াজিব।
গ. অস্বীকারকারী কাফের হবে না ।
ঘ. এর দ্বারা কুরআনের ওপর زِيَادَة বা কুরআনকে রহিত করা যাবে না।

হাদিসে গারীব অর্থ কি ও কাকে বলে ?

আভিধানিক অর্থ : غَرِيب শব্দটি صِفَةٌ مُشَبَّهَة -এর সীগাহ। এর আভিধানিক অর্থ-

  • একাকী।
  • অপরিচিত।
  • দুষ্প্রাপ্য ইত্যাদি ।

পারিভাষিক সংজ্ঞা :

১। যখন কোনো হাদীসের বর্ণনাকারী একজন হয়, তখন তাকে হাদিসে গারীব বলে ।

২। ইবনে হাজার আসকালানী (র)-এর ভাষায়-

الغريب هو ما ينفرد بروايته شخص واحد في اي موضع

উদাহরণ : যেমন হাদীসে এসেছে- نَهَى عَنْ بَيْعِ الوَلَاءِ উক্ত হাদীসটি শুধু আবদুল্লাহ ইবনে দীনার হযরত ইবনে ওমর (রা) থেকে বর্ণনা করেন।

হাদিসে গারীব এর হুকুম :

এ হাদীস অন্য হাদীসের বিরোধী না হলে এর ওপর আমল করা ওয়াজিব; অন্যথা পরিত্যাজ্য হবে।

আরো দেখো : হাদিস কাকে বলে? হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment