দ্বন্দ্ব সমাস mcq 2024 - Sikkhagar

১. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

(ক) নিত্য সমাস । 
(খ ) দ্বন্দ্ব সমাস। 
(গ) বহুব্রীহি । 
(ঘ ) তৎপুরুষ সমাস । 


২.যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলা হয়?

(ক) দ্বন্দ্ব সমাস। 
(খ ) নিত্য সমাস । 
(গ) প্রাদি সমাস । 
(ঘ ) অলুক সমাস । 



৩. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয় পদ ব্যবহৃত হয়?

(ক) একটি 
(খ ) দুটি 
(গ)  তিনটি 
(ঘ ) চারটি 



৪.কোনটি দ্বন্দ্ব সমাস?

(ক) বেতাল 
(খ ) মাতা-পিতা 
(গ) রাতকানা 
(ঘ ) অঘাট 


৫.কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

(ক) বিলাতফেরত 
(খ ) অহি-নকুল  
(গ) শশব্যস্ত 
(ঘ ) পদ্মনাভ 


৬.‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

(ক) বিপরীতার্থক দ্বন্দ্ব।
(খ ) মিলনার্থক দ্বন্দ্ব 
(গ) বিরোধার্থক দ্বন্দ্ব।
(ঘ ) সমার্থক দ্বন্দ্ব 


৭.‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

(ক) বিরোধার্থক 
(খ ) বিপরীতার্থক 
(গ) সমার্থক 
(ঘ ) মিলনার্থক।



৮. ‘স্বর্গ-নরক' কোন শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস?

(ক) বিপরীতার্থক 
(খ ) মিলনার্থক। 
(গ) বিরোধার্থক 
(ঘ ) 
সমার্থক 


৯.বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটি?

(ক) বনজঙ্গল।
(খ ) জমা খরচ। 
(গ) হাটবাজার। 
(ঘ ) চিঠিপত্র। 



১০.‘জমা-খরচ' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) জমার খরচ। 
(খ ) জমাকে খরচ। 
(গ) জমা হতে খরচ। 
(ঘ ) জমা ও খরচ। 



১১.'জমা-খরচ' কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস?

(ক) সমার্থক। 
(খ ) বিরোধার্থক। 
(গ) বিপরীতার্থক।
(ঘ ) মিলনার্থক। 



১২. ‘হাট-বাজার' কোন সমাস?

(ক) তৎপুরুষ। 
(খ ) কর্মধারয়
(গ)  বহুব্রীহি। 
(ঘ ) দ্বন্দ্ব। 


১৩. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

(ক) মিলনার্থে। 
(খ ) সমার্থে। 
(গ) বিরোধার্থে। 
(ঘ ) বিপরীতার্থে। 


১৪. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?

(ক) 
মা-বাবা। 
(খ ) অহি-নকুল। 
(গ) আয়-ব্যয়। 
(ঘ ) মোল্লা-মৌলভি। 



১৫. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?

(ক) 
দুধে-ভাতে। 
(খ ) কাগজ-পত্ৰ। 
 
(গ) ভাই-বোন। 
(ঘ ) জমা-খরচ। 



১৬: খাতা-পত্র কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

(ক) 
মিলনার্থক। 
(খ ) সমার্থক। 
(গ) বিপরীতার্থক। 
(ঘ ) বিরোধার্থক। 
 


১৭. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

(ক) অলুক।  
(খ ) নিত্য। 
(গ) প্রাদি। 
(ঘ) উপপদ। 


১৮. কোনটি কর্মধারয় সমাসের বাইরে?

(ক) 
রূপক।  
(খ ) উপমান। 
(গ) উপমিত। 
(ঘ) অলুক। 


১৯. ‘মায়েঝিয়ে' কোন সমাস?

(ক) অলুক দ্বন্দ্ব। 
(খ ) অলুক বহুব্রীহি। 
(গ) অলুক তৎপুরুষ। 
(ঘ ) উপমিত কর্মধারয়। 



২০. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?

(ক)  একটি। 
(খ ) দুটি 
। 
(গ) তিনটি।  
(ঘ ) চারটি। 



Post a Comment

0 Comments