সংজ্ঞা :- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণসম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মাইটোসিস বলে।
- মাইটোসিস কোষ জীবের দেহ কোষে অবস্থান করে ।
মাইটোসিসের বৈশিষ্ট্য :-
- ১। এ প্রক্রিয়ায় প্রতিটি ক্রোজোসোম লম্বালম্বিভাবে তথ্য অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়।
- ২। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোজোসোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোজোসোম সংখ্যা সমান থাকে ।
- ৩। অপত্য কোষগুলো মাতৃকোষের সমান গুণসম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোজোসোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায় ।
- 8। অপত্য কোষের ক্রোজোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোজোসোম সংখ্যার সমান থাকে ।
- ৫. অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মোটামুটি মাতৃকোষের সমান আয়তনের হয়।
আরও পড়ুন :- মাইটোসিস এর ধাপ এবং মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য
মাইটোসিস এর গুরুত্ব :-
মাইটোসিস কোথায় ঘটে :-
সকল উদ্ভিদ এবং প্রাণির বর্ধনশীল অঙ্গে মাইটোসিস সংগঠিত হয়। ইহা ব্যতীত এককোষী শৈবাল কিংবা আদ্য প্রাণী হতে আরম্ভ করে সপুষ্পক উদ্ভিদ এবং মেরুদণ্ডী প্রাণিদেহে মাইটোসিস দেখতে পাওয়া যায় ।
উদ্ভিদের কান্ড ও মূলের অগ্রভাগ, পত্র ও পুষ্পমুকুল, অগ্রমুকুল, ভ্রূণমূল, মৃদ্গত কাল্ডের মুকুল প্রভৃতি সজীব দেহকোষে মাইটোসিস সংগঠিত হয়। উচ্চতর প্রাণিদেহে সংগঠিত ভ্রুণের পরিস্ফূটন ও বৃদ্ধিকাল হতে জন্মের পর নির্দিষ্ট বয়ঃসীমা পর্যন্ত মাইটোসিস হয় । প্রসংগতঃ নিউরোন জন্মগ্রহণের পর বিভাজিত হয় না ।
ও অপত্য কোষ (Daughter Cell) গঠনের সময় মাতৃকোষটি (Mother Cell) চারটি দশা বা ফেস (Phase) বা অবস্থা (Stage) অতিক্রম করে।
- ১. প্রোফেজ বা প্রথম অবস্থা (Prophase)
- ২. মেটাফেজ বা দ্বিতীয় অবস্থা (Metaphase)
- ৩. অ্যানাফেজ বা তৃতীয় অবস্থা (Anaphase)
- ৪. টেলোফেজ বা চতুর্থ অবস্থা (Telophase)
সমীকরণিক কোষ বিভাজন
মাইটোসিস কে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন ?
মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষ গুলো নিউক্লিয়াস ও ক্রোমোজোম সংখ্যা ও গুনাগুন মাতৃকোষের মতো হয়। এ কারণেই মাইটোসিস বিভাজন কে সমীকরণিক বিভাজন বলা হয়।
আরও পড়ুন
মাইটোসিস কোষ বিভাজন এর ধাপ এবং মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য
মাইটোসিস কোষ এর বিভিন্ন পর্যায়- মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য