বাবার কাছে টাকা চেয়ে পত্র :
আল্লাহু আকবার
শ্রদ্ধেয় আব্বাজান,
প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন হলো আপনার কোন চিঠি পাইনি। এদিকে আমার কাছে একেবারেই টাকা নেই। আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ আমার প্রথম পরীক্ষা শুরু হবে। স্কুলের বকেয়া বেতন ও পরীক্ষার ফ্রী পরিশোধ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে যদি আমি ফি জমা দিতে না পারি তাহলে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
তাই যত তাড়াতাড়ি সম্ভব ২৫০০ টাকা আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমার জন্য কোন চিন্তা করবেন না। দোয়া করবেন আমার জন্য যাতে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পারি। আপনারা সকলেই ভালো থাকবেন। আর নিজের শরীরের প্রতি যত্নবান হবেন।
প্রেরক মোঃ হাবিব ২. মিরপুর ঢাকা। |
ডাকটিকেট
প্রাপক
নাম – মোঃ আমির
গ্রাম – শালিয়াবহ
ডাক ঘর- পেঁচারআটা |
বাবার কাছে বই কেনার টাকা চেয়ে পত্র :
আল্লাহু আকবার
প্রেরক মোঃ রাকিব ২. মিরপুর ঢাকা। |
ডাকটিকেট
প্রাপক
নাম – মোঃ আমির
গ্রাম – শালিয়াবহ
ডাক ঘর- পেঁচারআটা |