প্রিয় বন্ধু,
পত্রের শুরুতেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল তোমার পত্র পেয়েছি। পত্রে তুমি জানিয়েছ যে ,তোমার বার্ষিক পরীক্ষায় সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে তুমি প্রথম স্থান অধিকার করেছো। সত্যি কথা বলতে তোমার এ সাফল্য দেখে আমি অনেক আনন্দ হয়েছি।
শুধু আমি নই আমার পরিবারবর্গ সকলেই অনেক আনন্দিত হয়েছে এবং তোমার জন্য দোয়া করেছে। আমরা আশাবাদী যে, তুমি তোমার এই সাফল্য অব্যাহত রাখবে এবং এই সাফল্যের মধ্য দিয়ে তোমার জীবনকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। তোমার বাবা-মা ও শিক্ষকদের আমার কৃতজ্ঞতা জানিও যাদের প্রচেষ্টায় তোমার এ সাফল্য নিশ্চিত হয়েছে।
প্রেরক মোঃ জামিল রুম নং :২০ মমিনপুর উচ্চ বিদ্যালয় |
ডাকটিকেট
প্রাপক
নাম – মোঃ জাকির
গ্রাম – রসুলপুর
ডাক ঘর- রসুলপুর |
এই পত্রের অন্য আর একটি প্রতিলিপন
এলাহী ভরসা
প্রেরক মোঃ আবদুল হালিম কাজলা রাজশাহী। |
ডাকটিকেট
প্রাপক
নাম – মোঃরফিক
ডাক ঘর- সদর |
আপনার পছন্দ হতে পারে এমন আরো
কুমিল্লা,
তাং – ১০/০১/২০১৫ইং
প্রিয় সিয়াম,
আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল তােমার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আমি যেনে খুবই খুশি হয়েছি যে, সব বিষয়ে কৃতিত্বপূর্ণ নম্বর পেয়ে তুমি বিজ্ঞান বিভাগে গােল্ডেন এ+ পেয়েছ। এ সাফল্যের জন্য তােমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তােমার এ কৃতিত্ব আমাদের সকলের কাছে গৌরবের। তােমার এ সাফল্যে আব্বা ও আম্মা খুশি হয়ে তােমাকে প্রাণভরে দোয়া করছেন। পরম করুণাময় আল্লাহকে অশেষ ধন্যবাদ, তিনি তােমার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক করেছেন। এখানেই তােমার শেষ নয়। মনে রাখবে, আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে সামনে এগােতে পারবে না। আশা করি তোমার এ ধরনের কৃতিত্ব জীবনের পরবর্তী পরীক্ষাগুলােতে এবং জীবনের সর্বক্ষেত্রে বহাল থাকবে। দেশ ও জাতি তােমার কাছে অনেক আশা করে। আজ আর নয়।
ইতি
তোমারই গুণমুগ্ধ,
মুনিম।