হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

বাংলাদেশের ফল – বাংলা প্রবন্ধ রচনা

উপস্থাপনা : 

ফল-মূলের দেশ বাংলাদেশ। পলিময় এদেশের মাটি। অতি সহজেই এখানে গাছপালা জন্মে। তাই গ্রাম বাংলার ছোট ছোট বাড়ি-কুঁড়ে ঘর ঘিরে গাছ-গাছালি, আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে ইত্যাদি ফলের বাগান। শহরেও এখন লেকের পাড়ে, বাড়ির পাশে, বারান্দার টবে পর্যন্ত ফলের চাষাবাদ চলছে।

ফলের প্রকার : 

বিভিন্ন ঋতুতে প্রকৃতি আমাদের বিভিন্ন ফল উপহার দেয়। তাই বাংলাদেশে আমরা বিভিন্ন ঋতুতে দেখতে পাই বিভিন্ন ফলের সমরোহ। কলা, পেঁপে, নারকেল, লেবু, বৈচি প্রভৃতি বছরের প্রায় সব সময়ই পাওয়া যায়। অন্যান্য ফল মৌসুমী ।

গ্রীষ্মের ফল : 

গ্রীষ্মকালে বাংলাদেশে তাপ বাড়ে। সন্ধ্যায় দক্ষিণা বাতাসে গরম কিছুটা কমলেও রাতে দরজা জানালা বন্ধ করে ঘরে কিছুতেই ঘুমানো যায় না। তবে গ্রীষ্মকাল আমাদের উপহার দেয় নানা রকমের ফল। তখন আম, জাম, কাঁঠাল, লিচু, বেল প্রভৃতি ফল আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি ।

বর্ষাকালের ফল : 

বর্ষায় এখানে প্রচুর বৃষ্টি হয়। পুকুর-ডোবা, খাল-বিল, নদী-নালা পানিতে ভরে যায়। এ সময় আমড়া, পেয়ারা, আনারস ও বাতাবী লেবু পাওয়া যায় ।

আরও পড়ুন :-  বাংলা প্রবন্ধ রচনা – বাংলাদেশের ফুল  | Sikkagar

শরৎকালের ফল : 

বাংলাদেশের শরৎ শান্ত, স্নিগ্ধ ও মধুর। আকাশে ভেসে বেড়ায় জলহারা সাদা খণ্ড খণ্ড মেঘ। এ সময় তাল, নারকেল প্রভৃতি ফল আমাদের উৎসবকে আরো জীবন্ত করে তোলে। ধনী-গরিব সবার ঘরেই তখন তৈরি হয় নারকেলের সন্দেশ ও তালের পিঠা।

হেমন্তের ফল : 

হেমন্তে বিস্তৃত সবুজ ধানক্ষেত ধীরে ধীরে সোনালি বর্ণ ধারণ করে। তখন ঘরে ঘরে পড়ে নবান্নের সাড়া। আর এ দুই ঋতুতে প্রকৃতি আমাদের উপহার দেয় তাল, নারকেল, বাতাবী লেবু, জলপাই, জামরুল, পেয়ারা ইত্যাদি ফল। ভাদ্র মাসে ঘরে ঘরে তালের পিঠা ও নারকেল পুলির মৌ মৌ গন্ধে সকলের মন আনন্দে ভরে যায় ।

শীতকালের ফল : 

এদেশে শীতকালীন ফলের মধ্যে কমলা উল্লেখযোগ্য। এ ছাড়া বেদানা, পেঁপে, কুল, পেয়ারা ও কলা প্রচুর পরিমাণে পাওয়া যায়। শীতকালে বাংলাদেশে পাওয়া যায় প্রচুর শাক-সবজি ও তরিতরকারি। তখন আলু, মুলা, কপি, শিম, গাজর, বীট, পালং প্রভৃতি মৌসুমী সবজিতে বাজার ছেয়ে যায় ৷

বসন্তকালের ফল : 

বসন্তকালে গাছ-পালা সজীব হয়ে ওঠে। বনে বনে ফোটে নানা রকমের ফুল। এ সময় আম, জাম প্রভৃতি গাছ মুকুলিত হয় এবং ব্যাকুল হয়ে মৌমাছিরা ছুটে আসে। তাদের গুঞ্জনে চারদিকের প্রকৃতি মুখরিত হয়ে ওঠে। এ সময় আমরা ফুটি, তরমুজ, বেল, ডাব, কলা, পেঁপে প্রভৃতি ফল প্রচুর পরিমাণে পাই ।

উপসংহার : 

আমাদের এ দেশ ধানের দেশ, ফলের দেশ। তাই একে সুফলা বলা হয়ে থাকে। আমাদের দেশের মাটি ফলের চাষের জন্য খুবই উপযোগী। ফলের চাষের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং বাড়ির উঠানে যেখানেই খালি জায়গা আছে, সেখানেই ফলের গাছ লাগাতে হবে ।

Leave a Comment

error: Content is protected !!