বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে পত্র – খাম আঁকা সহ

এলাহী ভরসা 

নারায়ণগঞ্জ

২৭ – ১১ – ২০২৩

প্রিয় শাহীন, 

প্রীতি ও শুভেচ্ছা নিও।  আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। পরীক্ষার আগে তোমাকে লিখেছিলাম পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে বনভোজনে যাব।  আজ সেই আনন্দের সংবাদ জানিয়ে তোমাকে লিখছি। আমরা ১০ জন বন্ধু মিলে মাইক্রোবাস নিয়ে আগামী ১০ জানুয়ারি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি বনভোজনে যাচ্ছি। 

তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ। একদিন আগেই আমাদের এখানে চলে আসবে। তুমি থাকলে সবাই মিলে আমরা এ বনভোজন উপভোগ করবো।  আজ এখানেই শেষ করছি। তোমার আব্বা এবং আম্মাকে আমার সালাম দিও। 


প্রেরক

নাম – কাওসার
গ্রাম – কাশীপুর
ডাক ঘর- কাশীপুর
জেলা – নারায়ণগঞ্জ ।
ডাকটিকেট
 প্রাপক 
 নাম – শাহীন
 গ্রাম – চান্দশী

 ডাক ঘর- নগর
 জেলা – কুমিল্লা

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!