আল্লাহু আকবার
প্রিয় ফাহিম,
প্রথমে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন হলো তোমার সাথে কথা হয় না। প্রিয় বন্ধু, তুমি শুনলে খুশি হবে যে, গত সপ্তাহে আমরা ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে একটি বনভোজনের আয়োজন করেছিলাম। সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণও ছিলেন।
স্থানটি ছিল জাতীয় উদ্যান। পূর্বেই আমরা একটি বাস ঠিক করে রেখেছিলাম। খুব ভোরেই আমরা রওয়ানা দিয়েছিলাম। বেশ আনন্দের মধ্য দিয়েই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যস্থানে পৌঁছালাম। পৌঁছেই সবাই এক একটা নির্দিষ্ট কাজে ব্যস্ত হয়ে গেলাম। রান্নার কাজ আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দুপুরে সবাই একত্রিত বসে হাসিখুশির মধ্য দিয়ে খাওয়া দাওয়া সেরেছি।
খাওয়ার মধ্যে ছিল পিঠা, পায়েস, কোরমা, পোলাও, গোস্ত। তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ ঘুরে ফিরে বিকেলবেলা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলাম। সত্যিই বনভোজন খুবই আনন্দের বিষয়। এ সময় যদি তুমি আমাদের মাঝে উপস্থিত থাকতে তাহলে আরো মজা হতো। ছাত্র শিক্ষক সবাই বন্ধুর মতো। এটাই বুঝি বনভোজনের সার্থকতা। আজ এ পর্যন্তই।
প্রেরক নাম – রাকিব গ্রাম – সৈয়দপুর ডাক ঘর- সৈয়দপুর জেলা – নারায়ণগঞ্জ । |
ডাকটিকেট
প্রাপক
নাম – ফাহিম
গ্রাম – চান্দশী
ডাক ঘর- নগর |
আপনার পছন্দ হতে পারে এমন আরো