লিঙ্গ নির্ধারণে এবং কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা

লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা :-

লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম অগ্রণী ভূমিকা পালন করে। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা নিচে আলোচনা করা হলো- 

মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে ২২ জোড়া দেহের জৈবিক কাজ ও গঠনপ্রণালি নিয়ন্ত্রণ করে এদেরকে অটোসোম বলে। বাকী একজোড়া সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এদের সেক্স ক্রোমোজোম বলে। 

স্ত্রীর ডিপ্লয়েড কোষে ২টি লিঙ্গ নির্ধারিত ক্রোমোজোমই x ক্রোমোজোম (XX)। কিন্তু পুরুষের বেলায় একটি X এবং অপরটি Y ক্রোমোজোম (XY) । স্ত্রীর ডিম্বাণু গঠনের সময় প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে X ক্রোমোজোম লাভ করে। কিন্তু পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শুক্রাণু X ক্রোমোজোম ও অপর অর্ধেক Y ক্রোমোজোম লাভ করে।

পিতামাতার মিলনে গর্ভধারণকালে X ক্রোমোজোমবাহী শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তবে নিষিক্ত ডিম্বে ক্রোমোজোম হবে XX এবং সন্তান হবে কন্যা। অপরপক্ষে Y ক্রোমোজোম বহনকারী পিতার শুক্রাণুতে যদি মাতার ডিম্বাণ নিষিক্ত হয় তবে নিষিক্ত ডিম্বে ক্রোমোজোম হবে XY, ফলে ভূমিষ্ঠ হবে পুত্র সন্তান । এভাবে মানব শিশুর লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করে।

আরও পড়ুন :- ক্রোমোজোম কাকে বলে? কয় প্রকার। ক্রোমোজোমের গঠন, কাজ 

কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা :-

ক্রোমোজোম কোষ বিভাজনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজ সম্পাদনে সহায়তা করে । যেমন- 

১. মাইটোসিসের ফলে একটি থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় যেখানে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে । সুতরাং ক্রোমোসোমের কার্যকারিতা সঠিকভাবে সম্পন্ন না হলে সমস্ত প্রক্রিয়াই বাধাগ্রস্ত হতো।

২. ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ছাড়া কোষ বিভাজন সঠিকভাবে সম্পন্ন হয় না ।

৩. ক্রোমোসোমে অবস্থিত জিনের মাধ্যমেই বংশগত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় ।

৪. প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে ক্রোমোসোম কোষের গঠন, কোষ বিভাজন ও নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে ।

৫. কোষ বিভাজনে ক্রসিং ওভার ও মিউটনের বিবর্তনে সাহায্য করে । 

৬. কোষ গঠনের সময় এর বিভাজনের নির্দেশনা প্রদান করে । 

৭. সেক্স ক্রোমোসোম লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৮. স্যাট ক্রোমোসোম কোষে বিভাজনের সময় অপত্য কোষের নিউক্লিওলাস গঠন করে।

সুতরাং কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোসোম সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোসোম ছাড়া কোন বিভাজন সম্ভব নয় ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!