বই পড়ার প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে চিঠি

 আল্লাহ মেহেরবান 

টঙ্গী, গাজিপুর

৫ জুলাই, ২০২…..ইং 

প্রিয় তিব্বত,

আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমার কোনো পত্রাদি ও খোঁজখবর পাচ্ছি না। আশা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় ভালোই আছো। আমিও সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো আছি। প্রিয় তিব্বত, তুমি নিশ্চই জানো, বই আমাদের পরম বন্ধু। এখন হয়তো তোমার অনেক বন্ধু-বান্ধব ও সঙ্গী আছে। কিন্তু এক সময় দেখা যাবে তোমার পাশে কেউ নেই। কিন্তু বই সবসময় তোমার সঙ্গী হয়ে থাকবে। নীরবে নিবৃতে বই তোমাকে হাসি কান্নায় ভরে দেবে। তোমায় একাকীত্ব থেকে রক্ষা করবে। এছাড়া বই পাঠে অনেক জ্ঞানী-গুণীর লেখা পড়ে অনেক কিছু জানা যায়। এমনিভাবে বই পাঠে অনেক উপকার হয়। তাই সব সময় বই পাঠ করার অভ্যাস করবে।

আজ আর নয়। তোমার সর্বাঙ্গিন উন্নতি কামনা করছি।

ইতি

তোমার প্রিয় বন্ধু

সৈকত



প্রেরক
সৈকত

টঙ্গী
গাজিপুর
ডাকটিকেট
প্রাপক 
তিব্বত
মুরাদনগর

কুমিল্লাী

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!