আল্লাহ মেহেরবান
প্রিয় তিব্বত,
আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমার কোনো পত্রাদি ও খোঁজখবর পাচ্ছি না। আশা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় ভালোই আছো। আমিও সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো আছি। প্রিয় তিব্বত, তুমি নিশ্চই জানো, বই আমাদের পরম বন্ধু। এখন হয়তো তোমার অনেক বন্ধু-বান্ধব ও সঙ্গী আছে। কিন্তু এক সময় দেখা যাবে তোমার পাশে কেউ নেই। কিন্তু বই সবসময় তোমার সঙ্গী হয়ে থাকবে। নীরবে নিবৃতে বই তোমাকে হাসি কান্নায় ভরে দেবে। তোমায় একাকীত্ব থেকে রক্ষা করবে। এছাড়া বই পাঠে অনেক জ্ঞানী-গুণীর লেখা পড়ে অনেক কিছু জানা যায়। এমনিভাবে বই পাঠে অনেক উপকার হয়। তাই সব সময় বই পাঠ করার অভ্যাস করবে।
আজ আর নয়। তোমার সর্বাঙ্গিন উন্নতি কামনা করছি।
প্রেরক সৈকত টঙ্গী গাজিপুর |
ডাকটিকেট
প্রাপক
তিব্বত
মুরাদনগর
কুমিল্লাী |
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
বাবার কাছে টাকা চেয়ে অথবা বই কেনার টাকা চেয়ে পত্র লিখন [২টি ]
ছোট ভাইকে উপদেশ দিয়ে চিঠি – খাম আঁকা সহ (২টি)
হোস্টেল/ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতার কথা জানিয়ে পিতা এবং মাকে পত্র