প্যারেনকাইমা,কোলেনকাইমা।প্যারেন,কোলেন,স্ক্লেরেনকাইমা পার্থক্য

প্যারেনকাইমা ও কোলেনকাইমা টিস্যুর পার্থক্য :-


প্যারেনকাইমা কোলেনকাইমা
১। কোষগুলো প্রস্থচ্ছেদে প্রায় গোলাকৃতির বা বহুভুজাকৃতির । ১। কোষগুলো প্রস্থচ্ছেদে গোলাকৃতি ।
২। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত। ২। কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোষগুলো অধিক পুরু।
৩। কোষগহ্বর বড় । ৩। কোষগহ্বর অপেক্ষাকৃত ছোট।
৪। ক্লোরোপ্লাস্ট থাকতে পারে । ৪। কখনও কখনও ক্লোরোপ্লাস্ট থাকে ।
৫। খাদ্য তৈরি ও সঞ্চয় এর প্রধান কাজ । ৫। খাদ্য তৈরি, সঞ্জয় ও অঙ্গকে অংশিক দৃঢ়তা প্রদান এর কাজ।

প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা পার্থক্য:-


প্যারেনকাইমা কোলেনকাইমা স্কেরেনকাইমা
১। কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় মোটামুটিভাবে একই রকম। ১। কোষগুলো কিছুটা লম্বাকৃতির । ১। কোষগুলো লম্বাকৃতির এবং প্রান্তদুটো সরু থাকে।
২। কোষগুলো সজীব এবং এতে প্রচুর প্রোটোপ্লাজম থাকে । ২। কোষগুলো সজীব এবং প্রোটো-প্লাজম যুক্ত। ২। পরিপক্ক কোষগুলো মৃত এবং নিউক্লিয়াস ও প্রোটোপ্লাজম বিহীন ।
৩। কোষ প্রাচীর সমভাবে পুরু। ৩। কোষ প্রাচীর অসমভাবে পুরু । ৩। কোষ প্রাচীর লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয় এবং প্রাচীর সমান পুরুত্ব বিশিষ্ট হয়।
৪। প্রস্থচ্ছেদে কোষগুলোকে গোলাকার ও বহুভূজাকৃতির দেখায় । ৪। প্রস্থচ্ছেদে কোষগুলোকে বহুভূজাকৃতির ভূজাকৃতির দেখায় । ৪। প্রস্থচ্ছেদে কোষগুলোকে বহুভূজাকৃতির ভূজাকৃতির দেখায় ।
৫। কোষে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ৫। কখনও কখনও ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ৫। ক্লোরোপ্লাস্ট থাকে না ।
৬। পাশাপাশি কোষের মাঝে আন্তঃ কোষীয় ফাঁক থাকতে পারে। ৬। পাশাপাশি কোষের মাঝে আন্তঃ কোষীয় ফাঁক থাকতে পারে। ৬। পাশাপাশি কোষের মাঝে আন্তঃ কোষীয় ফাঁক থাকে না ।
৭। খাদ্য তৈরি, সঞ্চয় ও পরিবহন হল এ টিস্যুর কাজ । ৭। খাদ্য প্রস্তুত এবং বর্ধিষ্ণু অঙ্গকে দৃঢ়তা দান করা এ টিস্যুর প্রধান কাজ । ৭। উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করাই এ টিস্যুর প্রধান কাজ ৷

Post a Comment

0 Comments

Bottom Post Ad