ট্রাকিড ও ভেসেল এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, অবস্থান, কাজ ও পার্থক্য

সংজ্ঞা :- পরিবহন টিস্যুর যে আংশ লম্বা, প্রান্তদ্বয় সরু ও সুচালো এবং কোষ-গহ্বর বেশ বড় ও শূন্য হয় তাকে ট্রাকিড বলে। 

 ট্রাকিড এর বৈশিষ্ট্য :-

(১ দীর্ঘ মৃত কোষ, কিন্তু অগ্রভাগ সূক্ষ্ম নহে।

(২) অধিকাংশ ক্ষেত্রে কোষপ্রাচীর লিগনিনযুক্ত, শক্ত, সমস্থূল।

(৩) সপাড় কূপ ব্যতীত বলয়াকার (Annular) পরিলক্ষিত হয় ।

(৪) এদের কোষ-গহ্বর বেশ বড় ও শূন্য হয় ।

ট্রাকিড এর অবস্থান বা বিস্তার :- 

ব্যক্তবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদের কান্ডে ও মূলে; এছাড়া ফার্ণ জাতীয় উদ্ভিদে ট্র্যাকাইডের অবস্থান ।

ট্রাকিড এর কাজ :-

(১) ট্রাকিড শারীরবৃত্তিয় এবং যান্ত্রিক এ দু’প্রকার কার্যই করে থাকে।

(২) মূল হতে পানি ও অজৈব লবণ ট্রাকিডের মাধ্যমে পত্রে নীত হয় । অর্থাৎ পানি-সংবহনই এর প্রধান কাজ ৷

(৩) ট্রাকিড প্রয়োজনে পানি সঞ্চয়ও করে থাকে ।

(৪) অত্যাধিক স্থুল হওয়ায় ট্রাকিড উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে ।

আরও পড়ুন :- জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সংজ্ঞা, গঠন, কাজ ও পার্থক্য 

সংজ্ঞা :- পরিবহন টিস্যুর যে আংশ  মোটা ও খাটো, ভেতরে ফাঁপা এবং এর মাথায় মাথায় একটির সাথে অন্যটি যুক্ত হয়ে লম্বা ফাঁপা নলের ন্যায় গঠন তৈরি করে তাকে ভেসেল বলে। 

ভেসেল এর বৈশিষ্ট্য

১। ভেসেল এর কোষগুলো সাধারণত মোটা ও খাটো, ভেতরে ফাঁপা। 

২। ভেসেল এর মাথায় মাথায় একটির সাথে অন্যটি যুক্ত হয়ে লম্বা ফাঁপা নলের ন্যায় গঠন তৈরি করে। 

৩। ভেসেল এর প্রাচীর পুরু ও লিগনিনযুক্ত। 

৪। ভেসেল এর ভেতরে যেসব মোটা ভেসেল থাকে তাকে মেটাজাইলেম এবং সরু ভেসেলগুলোকে প্রোটোজাইলেম বলে ।

ভেসেল এর অবস্থান বা বিস্তার :- 

গুপ্তবীজি উদ্ভিদের জাইলেমে (ব্যতিক্রম ঃ চম্পক মনসাগোত্রীয় গুপ্তবীজী ) এবং নিটাম (Gnetum) নামক ব্যক্তিবীজী উদ্ভিদে ট্র্যাকিয়ার অবস্থান। প্রসঙ্গতঃ টেরিডিয়াম ও নেফ্রোডিয়াম ব্যতীত ফার্ণজাতীয় উদ্ভিদে ট্র্যাকিয়া থাকে না ।

ভেসেল এর কাজ :-

০১। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা । 

০২। মূল হতে পাতায় পানি উপাদান পরিবহন করা।

৩।  খাদ্য সঞ্চয়েও এদের ভূমিকা রয়েছে। 

ট্রাকিড ও ভেসেল এর পার্থক্য :-

ট্রাকিড ভেসেল
১। ট্রাকিড কোষ অপেক্ষাকৃত লম্বা ও সরু । ১। ভেসেল কোষ অপেক্ষাকৃত খাটো ও মোটা ।
২। কোষের উভয় প্রান্ত তির্যক এবং সরু ।
২। কোষের উভয় প্রান্ত দেহের মতই প্রশস্ত এবং তির্যক নয় ।
৩। কোষাভ্যন্তর অপেক্ষাকৃত সরু ।
৩। কোষাভ্যন্তর ফাঁপা নলের ন্যায় ।
৪। উপর-নিচ দুটি কোষের প্রস্থ প্রাচীর সম্পূর্ণ বিগলিত হয় না ।
৪। উপর-নিচ দুটি কোষের প্রস্থপ্রাচীর সম্পূর্ণ বিগলিত হয়ে সরাসরি নলের সৃষ্টি হয় ।
৫। ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ট্রাকিড উপস্থিত ।
৫। কেবল গুপ্তবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল উপস্থিত ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!