শীতের সকালের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র – খাম আঁকা সহ

আল্লাহু আকবার 

চৌরাস্তা, সিরাজগঞ্জ
৫ জানুয়ারি, ২০২৪ ইং

প্রিয় শরীফ,

আমার শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি গ্রামের শীতের সকাল সম্পর্কে জানতে চেয়েছ। তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি।

গ্রামে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন ও ঠাণ্ডা। মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে, সূর্যরশ্মি একে ভেদ করতে পারে না। সবকিছু ঝাপসা দেখায়। ছেলেমেয়েরা খড়-কুটা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম করে। সকল বয়সের লোকেরা সকালে চাদর গায়ে জড়িয়ে রোদ পোহায়। তখন লোকজন চিড়া, মুড়ি, খই এবং বিভিন্ন ধরনের পিঠা ক্ষেতে পছন্দ করে। বেলা বেশি হওয়ার সাথে সাথে কুয়াশা দূরীভূত হয় এবং লোকেরা তাদের নিজ নিজ কাজে যায়। শীতের সকালে বস্ত্রহীন গরিব ছেলেমেয়েরা খুবই কষ্ট পায় । আজ আর নয়। তোমার পত্রের অপেক্ষায় রইলাম ।

ইতি-
তোমারই বন্ধু
বাদল

প্রেরক
বাদল
চৌরাস্তা
সিরাজগঞ্জ
ডাকটিকেট
প্রাপক 
শরীফ
মোহাম্মদপুর

ঢাকা

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!