সংজ্ঞা : এক বা একাধিক টিস্যু সমন্বয়ে গঠিত এবং প্রাণিদেহের নির্দিষ্ট কাজ সম্পাদনে সক্ষম অংশ বিশেষকে অঙ্গ বলে। উদাহরণ – চক্ষু, কর্ণ, পাকস্থলী ইত্যাদি ।
মানবদেহের প্রধান কয়েকটি অঙ্গের নাম :
মানবদেহের প্রধান কয়েকটি অঙ্গের নাম হলো-
(১) চক্ষু, (২) কর্ণ, (৩) হাত, (৪) পা, (৫) হৃৎপিণ্ড, (৬) পাকস্থলী, (৭) যকৃত, (৮) বৃক্ক, (৯) ডিওডেনাম, (১০) ইলিয়াম, (১১) মলাশয়, (১২) অগ্নাশয় ইত্যাদি।
তন্ত্র :
সংজ্ঞা : কতগুলো অঙ্গের পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে একটি সম্পূর্ণ শারীরবৃত্তীয় কাজ সম্পাদিত হলে তা তন্ত্র বলে।
উদাহরণ – পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্তসংবহনতন্ত্র ইত্যাদি ।
আরও পড়ুন : ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদপেশি কাকে বলে।এদের গঠন, কাজ, বৈশিষ্ট্য
অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য :
অঙ্গ (eargan) | তন্ত্র (System) |
---|---|
১। একই ধরনের কাজের জন্য প্রাণিদেহে কতগুলো কলা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত হলে তাকে অঙ্গ বলে । |
১। একাধিক অঙ্গ মিলিতভাবে একই ধরনের কাজ করলে তাকে তন্ত্র বলে । |
২। পাকস্থলী, বৃক্ক, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি। |
২। রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহী নালী নিয়ে তৈরি রক্তসংবহন তন্ত্র । |
৩। বিশেষ কার্য সম্পাদনের জন্য দেহের কোন অংশ বিশেষ গঠনের জন্য অঙ্গ তৈরি হয়। |
৩। প্রাণীর জীবন ধারা বজায় রাখার জন্য তন্ত্র গঠিত হয় । |
৪। অঙ্গ সাধারণত বাহ্যিক বা অভ্যন্তরীণ হয়ে থাকে। | ৪। তন্ত্র, মূলত অভ্যন্তরীণ হয়ে থাকে। |
কয়েকটি বহিঃস্থ অঙ্গের নাম :
কয়েকটি অন্তঃস্থ অঙ্গের নাম :
উত্তর : কয়েকটি প্রধান অন্তঃস্থ অঙ্গ হলো- পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃত, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক ইত্যাদি ।