Ads Area

পহেলা বৈশাখ, ইলিশ মাছ ও বৈশাখী মেলা সম্পর্কে ১০টি বাক্য

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য:

  • বাংলা নববর্ষের প্রথম দিনই হলো পহেলা বৈশাখ।
  • পহেলা বৈশাখের দিনটিতে দেশের বিভিন্ন স্থানে ভোর থেকেই মেলা বসে।
  • মেলায় পুতুল, মাটির হাড়ি পাতিল ও বিভিন্ন জিনিস বিক্রি হয়। 
  • এদিনটিতে মানুষ নতুন নতুন পোশাক পড়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 
  • পহেলা বৈশাখ উপলক্ষ করে গ্রাম ও শহর সব জায়গাতেই উৎসবের বন্যা বয়ে যায়।
  • বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন এদেশের প্রাচীনতম ঐতিহ্য। 
  • পহেলা বৈশাখের এক অন্যতম ঐতিহ্য হলো পান্তাভাত আর ইলিশ মাছ খাওয়া। 
  • এ দিনটিতে বিভিন্ন জায়গায় মেলা বসে যা বৈশাখী মেলা নামে পরিচিত। 
  • এদিন শুধুমাত্র আনন্দের দিন নয়। এদিন বাঙালিদের ঐক্যের প্রতীক।
  • পহেলা বৈশাখ আমাদের সবার জীবনে এক নতুন শক্তি ও উদ্দীপনা এনে দেয়।

আরো জানুন : আমাদের বিদ্যালয়, কক্সবাজার ও নিজের(myself) সম্পর্কে ১০টি বাক্য

ইলিশ মাছ সম্পর্কে ১০টি বাক্য :

  • সকল মাছের মধ্যে সেরা মাছ হলো ইলিশ। 
  • ইলিশ মাছকে আমাদের দেশে 'মাছের রাজা' বলা হয়। 
  • ইলিশ মাছ সাধারণত সাগরে থাকে। তবে ডিম পাড়ার জন্য এরা নদীতে আসে।
  • ইলিশ মাছ লম্বায় ২২ইঞ্চি পর্যন্ত হয় ও গায়ে সাদা আশ আবৃত থাকে।
  • ইলিশ মাছকে জাতীয় মাছ হিসেবে গন্য করার কারন হলো এর প্রচুর প্রাপ্তি এবং অতুলনীয় স্বাদ।
  • ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি।
  • ইলিশের জন্য বিখ্যাত জেলা হলো চাঁদপুর। 
  • ইলিশের গুরুত্ব এত বেশি হওয়ায় সরকার ডিম পাড়ার সময় এ মাছটি ধরা নিষিদ্ধ করেছেন
  • বাঙালিদের এক ঐতিহ্য হলো পান্তা-ইলিশ খেয়ে বছর শুরু করা।
  • ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও এর সুনাম বিশ্বজুড়ে। 

আরো জানুন : মুক্তিযুদ্ধ,একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য

 বৈশাখী মেলা সম্পর্কে ১০টি বাক্য:

  • বৈশাখী মেলা হলো আমাদের দেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলা।
  • বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
  • বৈশাখী মেলা মূলত গ্রামীন জনগোষ্ঠীর একত্রে মিলে আনন্দে মেতে ওঠার এক উপলক্ষ।
  • মেলার জন্য কোন খোলা মাঠ, বড় কোন গাছের নিচ বা নদীর তীর ইত্যাদি স্থান বেছে নেয়া হয়।
  • মেলায় নানা ধরনের জিনিসপত্র বিশেষ করে কুটির শিল্পজাত জিনিসপত্রের প্রচুর আমদানি হয়।
  • বৈশাখী মেলার আশেপাশের এলাকার বহু মানুষের সমাগম ঘটে।
  • কোন কোন মেলায় নাগরদোলায় চড়ার ব্যবস্থাও থাকে।
  • মেলায় নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়। যা অন্য সময় পাওয়া যায় না।
  • বৈশাখী মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় তার সঙ্গে বাংলার প্রাচীন ঐতিহ্য জড়িত।
  • বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা আমাদের গর্ব।

আরো জানুন :  কাজী নজরুল, রবীদ্রনাথ ঠাকুর ও বেগম রোকেয়া সম্পর্কে ১০টি বাক্য

Post a Comment

0 Comments