Ads Area

কাজী নজরুল, রবীদ্রনাথ ঠাকুর ও বেগম রোকেয়া সম্পর্কে ১০টি বাক্য

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১০টি বাক্য:

  • যে কবির কাব্যে রয়েছে চিরযৌবনের জয়ধ্বনি, অগ্নিবীণার সুর ঝংকার তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 
  • ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 
  • ছোটবেলায় তার বাবা মা তাকে দুখ মিয়া বলে ডাকতেন। 
  • ১৯৭১ সালে তিনি পড়াশোনার পাঠ শেষ করে সৈনিক জীবন বরণ করেন। 
  • তার প্রথম কবিতা 'মুক্তি' ১৯১৮ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ছাপা হয়। 
  • তার রচিত মোট গ্রন্থের সংখ্যা ৫৮ এবং গানের সংখ্যা প্রায় ৪ হাজার।
  • ১৯৭৪সালে তাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • তার বিখ্যাত কবিতা 'বিদ্রোহী' ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলা পত্রিকায় প্রকাশিত হয়। 
  • ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তিনাকে চির নিদ্রায় শায়িত করা হয়। 

আরো জানুন :  বঙ্গবন্ধু, জয়নুল আবেদীন ও মাদার তেরেসা সম্পর্কে ১০টি বাক্য

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ১০টি বাক্য:

  • বিশ্বের এক বিরল প্রতিভার অধিকারী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহন করেন ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭মে কলকাতার ঠাকুর পরিবারে।
  • তিনার পিতার নাম ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং মাতার নাম হলো সারদা দেবী।
  • তিনি এশিয়া মহাদেশের মধ্যে হতে সর্বপ্রথম নোবেল পুরষ্কার পান ১৯১৩ সালে।
  • তিনি ছিলেন একজন মুক্তমনের এবং উদার প্রকৃতির মানুষ। 
  • মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম কবিতার বই 'বনফুল' প্রকাশিত হয়।
  • তিনি প্রায় আড়াই হাজারের মতো গান রচনা করেছেন, যা রবীন্দ্র সংগীত নামে পরিচিত। 
  • গীতাঞ্জলি কাব্য রচনার জন্য তিনি সারাবিশ্বে পরিচিত লাভ করেন।
  • রবীন্দ্রনাথ শুধু  কবিই ছিলেন না, তিনি একজন শ্রেষ্ঠ কর্মী পুরুষও ছিলেন।
  • ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭আগস্ট এ মহান মনিষী মৃত্যুবরন করেন।

আরো জানুন : মুক্তিযুদ্ধ,একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য

বেগম রোকেয়া সম্পর্কে ১০টি বাক্য:

  • বেগম রোকেয়া  বাঙালি মুসলিম নারী জাগরনের  অগ্রদূত হিসেবে পরিচিত। 
  • তিনি  ৯ডিসেম্বর ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 
  • বেগম রোকেয়ার শৈশব কাল কেটেছে চার দেয়ালের মধ্যে থেকে।
  • বেগম রোকেয়ার বিয়ে হয়েছিল মাত্র ষোল বছর বয়সে।
  • তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
  • কলকাতায় স্বামীর নামে ১৯১১সালে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
  • বর্তমানে সেই স্কুলটি এখন 'সাখাওয়াত মেমোরিয়াল গালর্স স্কুল অ্যান্ড কলেজ' নামে পরিচিন।
  • তিনার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন ইত্যাদি। 
  • স্বামীর নাম অনুসারে তার নাম হয়েছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 
  • বেগম রোকেয়া ১৯৩২ সালের ডিসেম্বর মাসে মৃত্যু বরন করেন।

আরও জানুন : পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য 

Post a Comment

0 Comments