রাস্তা নির্মাণ/সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র

তোমার এলাকার একটি রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ।

তাংঃ ১০/০৮/২০… ইং ‘
বরাবর,
জেলা প্রশাসক,
নোয়াখালী ।
বিষয় : রাস্তা নির্মাণের জন্য আবেদন ।

জনাব,
আমরা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার অন্তর্গত বীজবাগ গ্রামের দরিদ্র অধিবাসী। আমাদের গ্রামখানি জেলা শহর অপেক্ষা নিম্নাঞ্চলে অবস্থিত । গ্রামবাসীর নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে শহর-বন্দর বা বাজার বলতে একমাত্র উপজেলা সদর। উপজেলা সদর থেকে আমাদের গ্রামটির দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। উপজেলা সদরের সাথে গ্রামটির যোগাযোগ স্থাপন করা হয়েছিল বহু পূর্বে। কিন্তু অদ্যাবধি রাস্তাটির কোন রূপ সংস্কার সাধিত না হওয়ায় বর্তমানে পায়ে চলা মেঠো পথের চিহ্ন ছাড়া কোন অস্তিত্ব নেই। বর্ষাকালে রাস্তাটির তিনটি স্থান মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় চলাচলে খুবই অসুবিধার সৃষ্টি হয়। অনিতিবিলম্বে রাস্তাটি পুনঃনির্মাণ করা এবং বর্ষা ও বন্যার পানি চলাচলের জন্য তিনটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। আমরা পূর্বে এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ বহুবার আবেদন জানিয়েছি, কিন্তু এ পর্যন্ত কোনরূপ ফল পাওয়া যায় নি।

অতএব মেহেরবাণীপূবর্ক বিষয়টি গভীর সহানুভূতি ও গুরুত্ব সহকারে বিবেচনা করে রাস্তাটি পাকা করে পুনঃনির্মাণের আশু ব্যবস্থা গ্রহণ করতে জনাবের মর্জি হয় ।

নিবেদক-
বীজবাগ গ্রামের অবহেলিত অধিবাসীবৃন্দ,
উপজেলা : সেনবাগ, নোয়াখালী ।

আরও দেখুন : বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন(২টি)

তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট একখানা আবেদন পত্র লেখ ৷ 

তারিখ : ০৫-০৪-২০২…ইং
বরাবর,
নির্বাহী প্রকৌশলী
সড়ক ও জনপথ বিভাগ, কিশোরগঞ্জ ।
বিষয় : রাস্তা সংস্কারের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব-কিশোরগঞ্জ সড়কটি এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সাথে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। গত কয়েক বছরের উপর্যুপরি বন্যায় এমনিতেই রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল। এবারের ভয়াবহ বন্যায় রাস্তাটির স্থানে স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার আশু সংস্কারের ব্যবস্থা না হলে যাতায়াতে এ এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না।

এ অবস্থায় আপনার কাছে আকুল আবেদন, অবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে এ এলাকার জনগণের দুর্দশা লাঘব করতে আপনার মর্জি হয়।

বিনীত
এলাকাবাসীর পক্ষে
মোঃ আযহারুল ইসলাম

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

Advertisement Advertisement
error: Content is protected !!