কোম্পানির চাকরির জন্য আবেদন পত্র – নমুনা সহ

মনে কর, একটি কোম্পানিতে একজন হিসাবরক্ষক আবশ্যক। উক্ত পদের জন্য নিজের যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ২০.০৬.২০..ইং
বরাবর
মহাপরিচালক
……কোম্পানি লি.
ঢাকা।
বিষয় : হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১৩ জুন, ২০১৮ ইং তারিখে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম যে, আপনার কার্যালয়ে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য উপস্থাপন করলাম :

নাম : মো. রাশিদুল ইসলাম
পিতার নাম : মো. জমির উদ্দীন
মাতার নাম : আঞ্জুমান আরা বেগম
বর্তমান ঠিকানা : গ্রাম : নিউ সেনপাড়া, পোস্ট : আলমনগর, থানা : সদর, জেলা : রংপুর।
স্থায়ী ঠিকানা : ঐ
জন্ম তারিখ : ২০. ০৯. ১৯৯১
জাতীয়তা : বাংলাদেশি
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি বিজ্ঞান ২০০৬ ‘এ’ গ্রেড রাজশাহী বোর্ড
এইচএসসি বিজ্ঞান ২০০৮ ‘এ’ গ্রেড জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিএ মানবিক ২০১১ দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়
অভিজ্ঞতা : আজিজ গ্রুপ অ্যান্ড কোম্পানিতে হিসাবরক্ষক পদে কর্মরত আছি।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, উল্লিখিত তথ্যাবলির প্রেক্ষিতে আমাকে উক্ত পদে নিয়োগ করলে স্বীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

বিনীত
মো. রাশিদুল ইসলাম

সংযুক্তি :
১. পরীক্ষার মূল সনদের সত্যায়িত অনুলিপি-৩ কপি
২. নাগরিকত্ব, সনদের ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি
৩. অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি
৪. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি-৩ কপি ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!