মাদ্রাসা থেকে ছাড়পত্রের জন্য আবেদন

মাদ্রাসা থেকে ছাড়পত্র (টি.সি) প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ।

তারিখ : ৩০ জানুয়ারি ২০২… ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা, ঢাকা ।
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার একজন ৯ম শ্রেণির ছাত্র। বিগত দু’বছর ধরে আমি এই মাদরাসায় অধ্যয়ন করছি। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী। বর্তমানে তাঁকে ঢাকা থেকে সিলেটে বদলি করা হয়েছে। কাজেই পরিবারের সবার সঙ্গে আমাকেও সিলেট অবস্থান করে পড়াশোনা করতে হবে।

অতএব, সবিনয় প্রর্থনা এই যে, আমাকে আপনার মাদরাসা পরিত্যাগের একখানা ছাড়পত্র প্রদান করে বাধিত করতে আপনার মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
আমিনুল ইসলাম
দাখিল নবম শ্রেণি, রোল নং ৫

আরও পড়ুন : মাদ্রাসার ছুটির দরখাস্ত লেখার নিয়ম(সবগুলো একসাথে)

মনে কর, তোমার বাবা সরকারি কর্মকর্তা। তার চাকরির নিয়ম অনুযায়ী স্থান পরিবর্তনের কারণে, তোমারও মাদ্রাসা পরিবর্তন করা প্রয়োজন। এ অবস্থায় মাদ্রাসা থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৫/০৮/২০২..ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
পেচারআটা মাটিআটা দাখিল মাদ্রাসা ।
বিষয় : ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। চাকরির নিয়ম অনুযায়ী হঠাৎ তিনি চুয়াডাঙ্গা জেলা সদরে বদলি হয়েছেন। এ কারণে আমাদের পরিবারের সবাইকে চুয়াডাঙ্গা চলে যেতে হচ্ছে। এ অবস্থায় আমার পক্ষে এই মাদ্রাসায় লেখাপড়া করা সম্ভব হচ্ছে না।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমাকে মাদ্রাসার ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত
আপনার অনুগত ছাত্রী
ফরিদা ইয়াসমিন,
দাখিল অষ্টম শ্রেণি
ক্রমিক নম্বর -২

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!