প্রশংসা পত্রের জন্য আবেদন স্কুল, কলেজ ও মাদ্রাসা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক সময় প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র লেখার প্রয়োজন হয়ে। কিন্তু অনেকেই হয়তো জানোনা প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। আজ আমি তোমাদের সামনে কয়েকটি আবেদনা পত্র লিখে দেখাবো। আশা করি এগুলো দেখলে তোমাদের প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র লিখতে আর কোনো সমস্যা হবেনা। চলো শুরু করা যাক –

তোমার পিতার অন্যত্র বদলিজনিত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তোমার বর্তমান বিদ্যালয় থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে। তুমি প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ ।

তারিখ : ০৭/০৯/২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়,
নিকলী, কিশোরগঞ্জ ।
বিষয় : বদলিজনিত কারণে প্রশংসাপত্রের জন্য আবেদন ।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত চার বছর যাবৎ নিয়মিতভাবে আপনার বিদ্যালয়ে পড়ালেখা করে আসছি। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। তিনি গত মাসে কিশোরগঞ্জ জেলাসদরে বদলি হয়েছেন। কাজেই আমাকেও পরিবারের সঙ্গে থাকতে হবে বিধায়— সেখানকার কোনো একটি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। এমতাবস্থায় আমাকে একটি প্রশংসাপত্র প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা যে, বাস্তবতার আলোকে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করতে আপনার মর্জি হয় ।

নিবেদক-
আপনার একান্ত অনুগত
সাগর রায়
নবম শ্রেণি, রোল নং ০২

তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রশংসাপত্র প্রার্থনা করে একটি আবেদন পত্র লেখ।

তারিখ : ২/৭/২০—-ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কানকিরহাট উচ্চ বিদ্যালয় ।
সেনবাগ, নোয়াখালী
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র । অত্র মাদ্রাসা হতে ২০—- সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। আমি বিদ্যালয়ের ফুটবল দলের একজন সক্রিয় সদস্য ছিলাম। বর্তমানে আমি স্থানীয় সরকারি কলেজে ভর্তি হতে ইচ্ছুক। তদুদ্দেশ্যে আমার প্রশংসাপত্র প্রয়োজন ।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে একটি চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদানে বাধিত করবেন ।

আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মোঃ আরিফুর রহমান
রোল নং-৩

আরও পড়ুন : স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক

মনে কর, তোমার নাম পলাশ। তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছ, প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।

তারিখ : ০৫/০৭/২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
শিমুলতলী উচ্চ বিদ্যালয়
সিলেট।
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর কৃতিত্বের সাথে একজন অনুগত ছাত্র হিসেবে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় হতে ২০১৮ সালে অনুষ্ঠিত সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি ঢাকায় একটি খ্যাতিসম্পন্ন কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আমার একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন ।

অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন, অনুগ্রহপূর্বক আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
পলাশ মণ্ডল
পরীক্ষার ক্রমিক নম্বর : ১০
রেজিস্ট্রেশন নম্বর : ১৪১৫

প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ

তারিখ : ২৭শে জুন ২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
আইডিয়াল উচ্চ বিদ্যালয়
নীলক্ষেত, ঢাকা ।
বিষয় : প্রশংসাপত্র চেয়ে আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র । ২০১৭ সালে ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি । স্কুলে পাঁচ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। কোনো আইনশৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি এখানেই কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক । তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন ।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন ।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মো : নিলয় তালুকদার
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র
পরীক্ষার ক্রমিক নম্বর – ০৩
রেজিস্ট্রেশন নম্বর- ১৪২৬
বিজ্ঞান শাখা- আইডিয়াল উচ্চ বিদ্যালয়

আরও পড়ুন : ছুটির জন্য আবেদন পত্র-১০টি।স্কুল,চাকরি,অফিস,শিক্ষক,নৈমিত্তিক

কলেজে প্রশংসা পত্রের জন্য আবেদন :

তারিখ : ০৬/০৮/২০২..ইং
বরাবর
প্রধান শিক্ষক
হয়বতনগর সরকারি কলেজ।
বিষয় : প্রশংসাপত্রের জন্যে আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি এ বছর আপনার কলেজ হতে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় A গ্রেড পেয়ে পাস করেছি। বর্তমানে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য প্রশংসাপত্র আমার বিশেষ প্রয়োজন। এ কলেজে আমার সর্বশেষ রোল নম্বর ছিল ৪। উল্লেখ্য, কলেজে অধ্যয়নকালে আমি সর্বদাই সদাচারী ও নিয়মানুবর্তী ছিলাম। কলেজের পাঠ্যক্রম বহির্ভূত বিষয়েও আমার যথেষ্ট কৃতিত্ব ছিল। সাহিত্য-সংস্কৃতিতেও যোগ্যতা ছিল। আমি ছিলাম আপনার কলেজের একজন কৃতী ফুটবলার। এছাড়াও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বরাবরই আমি শীর্ষস্থানীয় ছিলাম এবং দেশের আইন-শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডেও আমার সম্পৃক্ততা ছিল না।

অতএব, উল্লিখিত বিষয়গুলোর ভিত্তিতে আমাকে একখানা প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মো : আঃ লতিফ

প্রশংসা পত্রের জন্য আবেদন মাদ্রাসা

তারিখ : ৪ জানুয়ারি ২০২…ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
ইসলামিয়া আলিয়া মাদরাসা, চকবাজার, কুমিল্লা।
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি এ বছর আপনার মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে পাস করেছি। বর্তমানে ঢাকায় ভর্তি হওয়ার জন্য একখানা প্রশংসাপত্র আমার বিশেষ প্রয়োজন। এ মাদরাসায় আমার সর্বশেষ রোল নম্বর ছিল-৩। মাদরাসায় অধ্যয়নকালে আমি সর্বদাই সদাচারী ও নিয়মানুবর্তী ছিলাম। আমি ছিলাম আপনার মাদরাসার একজন কৃতি ফুটবলার। এছাড়াও মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বরাবরই আমি শীর্ষস্থানে ছিলাম ।

অতএব, উল্লিখিত বিষয়গুলোর ভিত্তিতে আমাকে একখানা প্রশংসাপত্র প্রদানে বাধিত করবেন।

বিনীত
আপনার অনুগত ছাত্র
লোকমান হোসেন

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!