জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র – ক্লাস ৩ থেকে কলেজ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্যই জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র শ্রেণীভিত্তিক আকারে সুন্দর করে সাজিয়ে লিখা হয়েছে। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্ট করতে ভুলবেনা। তোমাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়।

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ক্লাস – ৩

তারিখ : ২২-০১-২০২…
বরাবর,
        প্রধান শিক্ষক
        বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ।

বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গতকাল ২১ জানুয়ারি শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি নি ।

অতএব, সবিনয় প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত দিনের জরিমানা মাফ করতে মর্জি হবেন।

বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মোঃ লিমন
তৃতীয় শ্রেণি, শাখা-ক, রোল নং-৩

 

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ক্লাস – ৪, ৫

মনে করো, তুমি সাইদুর রহমান। তোমার বাবার অসুস্থতার কারণে দেরিতে বেতন পরিশোধে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো ।

১০ জানুয়ারি, ২০২…
বরাবর,
        প্রধান শিক্ষক
        সেনপাড়া কিন্ডারগার্টেন স্কুল
        বেগমগঞ্জ, নোয়াখালী ।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দশ দিন ধরে অসুস্থ থাকার কারণে অফিসে যেতে পারেননি। ফলে এ মাসের বেতন পেতে দেরি হওয়ায় আমি স্কুলের নির্ধারিত সময়ে বেতনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছি। তাই আমি জরিমানা ছাড়া আজ বকেয়া বেতনের টাকা পরিশোধ করতে চাই ।

অতএব, অনুগ্রহপূর্বক বিষয়টি বিবেচনা করে জরিমানা মওকুফ করে আমাকে বকেয়া বেতন পরিশোধের অনুমতি দিতে জনাবের মর্জি হয় ।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সাইদুর রহমান
পঞ্চম শ্রেণি
রোল নং-১০

আরও দেখুন : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন (ক্লাস ৩ থেকে কলেজ-মাদ্রাসা)

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ক্লাস – ৬

তারিখ : ০৪. ০৫. ২৫
বরাবর,
        প্রধান শিক্ষক
        নিউ মডেল উচ্চ বিদ্যালয় কলাবাগান, ঢাকা-১০০০
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত ছাত্র। আমি বরাবরই বেতনসহ স্কুলের অন্যান্য ফিসসমূহ সময়মতো পরিশোধ করে আসছি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী তিনি হঠাৎ বদলি হয়ে ঢাকা থেকে যশোর চলে যাওয়ায় আমি এ মাসের বেতন আপনাদের নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে পারিনি।

অত্রএব, জনাব সমীপে বিনীত প্রার্থনা, আমার এই অনিচ্ছাকৃত অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনাপূর্বক জরিমানা মওকুফ করে বেতন পরিশোধের সুযোগ দানে আপনার মর্জি হয়।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মো: আরিফ হাসান
৬ষ্ঠ শ্রেণি, ক-শাখা, রোল নং – ৬

 

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ক্লাস – ৭, ৮

তাং ২০/০৪/২০… ইং
বরাবর
        প্রধান শিক্ষক,
        শালিবহ চৌরাস্তা উচ্চ বিদ্যালয়, ফেনী ।
বিষয় : বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মওকুফের আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মানপূবর্ক আরজ এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ভর্তি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের পাওনাদি আমি যথাসময়ে পরিশোধ করে আসছি। কিন্তু গত মাসে বাড়ি থেকে আমার টাকা নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেনি। তাই গত মাসের বেতন আমি যথাসময়ে পরিশোধ করতে পারিনি। এ জন্য আমার ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানা ধার্য করা হয়েছে ।

অতএব জনাবের নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমার জরিমানা মওকুফ করে বেতন প্রদানের অনুমতি দানে বাধিত করতে জনাবের মর্জি কামনা করছি।

বিনীত-
আপনার অনুগত ছাত্র
আরাফাত মুহাম্মদ
অষ্টম শ্রেণী, রোল- ১।

আরও দেখুন : স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ক্লাস – ৯, ১০

তারিখ, ২০/৬/২০২
মাননীয়,
        অধ্যক্ষ
        উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা, ঢাকা।
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

মুহতারাম,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমার পিতা ব্যবসায় উপলক্ষে দীর্ঘ ১৫ দিন ধরে বাড়ির বাইরে থাকায় আমি জুন মাসের বেতন ঠিক সময়ে জমা দিতে পারিনি। গতকাল তিনি বাড়িতে আসায় আজ আমি বেতন নিয়ে এসেছি।

অতএব, হুজুরের নিকট অনুরোধ ঠিক সময়ে বেতন না দেয়ার কারণে জরিমানা মওকুফ করে আমার বেতন গ্রহণ করে বাধিত করবেন।

বিনীত নিবেদিকা
আপনার অনুগত
খাদীজা আক্তার
৯ম শ্রেণি, রোল নং-৪

কলেজের জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র

তাং ২০-৪-২০২–ইং

মাননীয়,
        প্রধান শিক্ষক
        গোপালপুর সরকারি কলেজ।
বিষয় : বিলম্বে জরিমানা মাফের আবেদন ।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক আরজ এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি গত মাসের বেতন যথাসময়ে পরিশোধ করতে পারিনি। কারণ বাড়ি থেকে আমার টাকা নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেনি। এখন বেতন প্রদানের সময় আমাকে বিলম্বের জন্য জরিমানা দিতে হবে।

অতএব, বিনীত নিবেদন এই যে, আমার জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দানে বাধিত করবেন ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment