জ্বর থাকায় মাদরাসায় উপস্থিত হতে না পারার জন্য সুপার/অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।
তারিখ: ২০মে, ২০২…ইং
বরাবর,
সুপার সাহেব
ফেরুয়া কাদেরীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, গত ১৫ মে থেকে ১৯ মে ভীষণ জ্বর থাকায় আমি মাদরাসায় উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয় সমীপে সদয় প্রার্থনা, আমাকে উল্লিখিত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদিকা
আপনার অনুগত ছাত্রী
মোসাঃ রাবেয়া আক্তার
দাখিল অষ্টম শ্রেণি ক্রমিক নং-২
দু’দিনের ছুটি চেয়ে সুপার/ অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখ।
তারিখ : ২৪ মে, ২০২….ইং
বরাবর,
অধ্যক্ষ
কলতাপাড়া, ফাযিল (ডিগ্রী) মাদরাসা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
বিষয় : ছুটির জন্য আবেদন ।
মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে, বাড়িতে বিশেষ কাজ থাকার দরুন আমি আগামীকাল ২৫ ও ২৬ মে মাদরাসায় উপস্থিত থাকতে পারছি না।
অতএব, মহোদয় সমীপে সদয় নিবেদন আমাকে উক্ত দু’দিনের ছুটিদানে বাধিত করবেন।
বিনীত নিবেদিকা
আপনার অনুগত ছাত্রী
মোসাঃ ফাতেমা আক্তার
দাখিল সপ্তম শ্রেণি, ক্রমিক নং – ২
আরও পড়ুন : মাদ্রাসা থেকে ছাড়পত্রের জন্য আবেদন
তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট দরখাস্ত লেখ।
তারিখ : ১৩ মে, ২০২… ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
তালজাঙ্গা ইউ. সিনিয়র আলিম মাদরাসা
তাড়াইল, কিশোরগঞ্জ ।
বিষয় : ছুটির জন্য আবেদন ৷
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আগামী ১৫ মে আমার বড় বোনের বিয়ে আমাদের বাড়িতে সম্পন্ন হবে। সেজন্য আমি ১৪ মে হতে ১৭ মে পর্যন্ত চারদিন মাদরাসায় উপস্থিত থাকতে পারব না ।
অতএব, বিনীত নিবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত চারদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত
আপনা র অনুগত ছাত্রী
মোসাঃ ইশরাত জাহান
দাখিল নবম শ্রেণি
মাদরাসায় উপস্থিত হওয়ার পর হঠাৎ অসুস্থতা বোধ করায় অবশিষ্ট সময়ের জন্য ছুটি প্রার্থনা করে মাদরাসা প্রধানের নিকট একটি দরখাস্ত পেশ কর।
তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২…. ।
বরাবর,
অধ্যক্ষ সাহেব
সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা, কুমিল্লা ।
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ দ্বিতীয় ঘণ্টার পর থেকে ক্লাসে সহসা আমি পেটে ব্যথা অনুভব করছি। এমনিতে সেরে যাবে এই আশায় তৃতীয় ঘণ্টায় অনেক কষ্টে ক্লাস করেছি। কিন্তু ব্যথার কোনো উপশম না হওয়ায় এখন আর স্থির থাকতে পারছি না।
অতএব, বিনীত আরজ অনুগ্রহপূর্বক আমাকে এই ঘণ্টা (অর্থাৎ, চতুর্থ ঘণ্টা) থেকে আজকের বাকি সময়ের জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
আবির হোসেন
দাখিল নবম শ্রেণি, ক শাখা, রোল নং-৬