হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

মাত্রা সমীকরণ নির্ণয় – বল, ক্ষমতা, কাজ, শক্তি ও পীড়ন

যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে। মাত্রা সমীকরণের মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী [] ব্যবহার করা হয়।

বলের মাত্রা সমীকরণ নির্ণয়

আমরা জানি,
বল = ভর x ত্বরণ

      = ভর x 
বেগ
সময়

      = ভর x 
সরণ
(সময়)2

∴ F = \( M \times \frac{L}{T^2} \) = MLT-২

ক্ষমতার মাত্রা সমীকরণ নির্ণয়

আমরা জানি,

    ক্ষমতা = 
কাজ
সময়

              = 
বল x সরণ
সময়

                = 
ভর × ত্বরণ x সরণ
সময়


ভর × সরণ x সরণ
(সময়) x সময় 

∴ P = \( \frac{M \times L^2}{T^3} \) = \( ML^2T^{-3} \)

আরও দেখুন : মাত্রা সমীকরণ : সংজ্ঞা, প্রয়োজনীয়তা ও v = u + at যাচাই

কাজের মাত্রা সমীকরণ নির্ণয়

আমরা জানি,

কাজ = বল X সরণ

= ভর × ত্বরণ X সরণ

= ভর x 
সরণ
(সময়)2
X সরণ

= ভর x 
(সরণ)2
(সময়)2

∴ W = \( \frac{ML^2}{T^2} \) = \( ML^2T^{-2} \)

শক্তির মাত্রা সমীকরণ নির্ণয়

আমরা জানি,
শক্তি = কাজ = বল x সরণ
= ভর x ত্বরণ × সরণ

= ভর x 
সরণ
(সময়)2
X সরণ

= ভর x 
(সরণ)2
(সময়)2

∴ W = \( \frac{ML^2}{T^2} \) = \( ML^2T^{-2} \)

আরও দেখুন : লব্ধ রাশি কাকে বলে,কয়টি।বল,কাজ,ক্ষমতা,ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা

পীড়নের মাত্রা সমীকরণ নির্ণয়

পীড়ন = 
বল
ক্ষেত্রফল


ভর × ত্বরণ
(দৈর্ঘ্য)2


ভর × বেগ/সময়
(দৈর্ঘ্য)2


ভর × দৈর্ঘ্য/সময়2
(দৈর্ঘ্য)2


ভর × দৈর্ঘ্য
(দৈর্ঘ্য)2× (সময়)2


ভর 
দৈর্ঘ্য× (সময়)2

∴ পীড়ন = \( \frac{M }{LT^2} \) = \( ML^{-1}T^{-2} \)

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment