সাইকাস হলো Cycadales বর্গের একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। এটি নগ্নবীজি উদ্ভিদের মধ্যে অন্যতম। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। সাইকাস উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এর ফুল হয়, বীজ হয় কিন্তু ফল হয় না ।
সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য :
- এ উদ্ভিদ স্পোরোফাইট। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
- এ উদ্ভিদের পরিবহণ টিস্যু আছে।
- এদের পাতা যৌগিক, কতকটা নারিকেল পাতার মত। কাণ্ডের অগ্রভাগে সর্পিলাকারে সজ্জিত থাকে ।
- মুকুল অবস্থায় এদের পাতাগুলো কুণ্ডলিত থাকে।
- এ উদ্ভিদে প্রধান মূল ও কোরালয়েডের ন্যায় দু’ ধরনের মূল দেখতে পাওয়া যায়। চিঠি
- স্ত্রী উদ্ভিদ ও পুরুষ উদ্ভিদ ভিন্ন।
- স্ত্রী উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র এবং পুরুষ উদ্ভিদের মাথায় পুংরেণুপত্র জমে । পুংরেণুপত্র দেখতে অনেকটা মোচার মত দেখায় ।
- পরাগায়ন ও নিষেকের পর বীজ তৈরি হয়। বীজ হতে নতুন গাছ জন্মে।
আরও পড়ুন : মালভেসি(malvaceae)গোত্রের বৈশিষ্ট্য,গুরুত্ব ও শনাক্তকরণ ব্যবহারিক
সাইকাস কোন ধরনের উদ্ভিদ :
Cycas (সাইকাস) একটি নগ্নবীজি উদ্ভিদ। কারণ এ উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের ফুল হয়, বীজও হয় কিন্তু ফল হয় না। ফল হয় না বলে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহের ভিতর পরিবহন টিস্যু আছে তাই সাইকাস নগ্নবীজি উদ্ভিদ।
সাইকাস কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন ?
বর্তমানে জীবন্ত কোন উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ প্রাগৈতিহাসিক যুগে বিদ্যমান উদ্ভিদ তথা বর্তমানে জীবাশ্মের পরিণত হয়েছে এমন উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলে বর্তমানে জীবন্ত উদ্ভিদ হল জীবন্ত জীবাশ্ম। Cycas (সাইকাস) উদ্ভিদ যে Cycadales বর্গের অন্তর্গত তাদের অধিকাংশ উদ্ভিদই বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে এখন শুধুমাত্র জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এ বর্গের Cycas (সাইকাস) উদ্ভিদটি এখনো বেঁচে আছে। এজন্য Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
সাইকাসের পাতা কয় ধরনের ?
Cycas উদ্ভিদের পাতা মোট দুই ধরনের–
১. যৌগ পত্র বা পর্ণপত্র (foliage leaves)
২. বাদামি বর্ণের সল্কপত্র (scale leave)
আরও পড়ুন : Poaceae গোত্রের বৈশিষ্ট্য,পুষ্প সংকেত,অর্থনৈতিক গুরুত্ব,উদ্ভিদ সমূহ
সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন?
সাইকাস উদ্ভিদের প্রধান মূল স্বল্পস্থায়ী। সে কারণে গোড়ায় অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল থেকে কিছু শাখামূল মাটির উপরের দিকে উঠে আসে এবং খুব ঘনভাবে দ্ব্যাগ্র শাখা বিন্যাস গড়ে তোলে। এমন মূলগুলো এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এ ছাড়া সেখানে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কোরালের মতো দেখায়। তাই সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় ।
সাইকাসকে পাম ফার্ন বলা হয় কেন?
Cycas (সাইকাস) উদ্ভিদ হল স্পোরোফাইট। সাইকাস উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। পাম জাতীয় উদ্ভিদ এবং ফার্ন এর পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল রয়েছে। এ এজন্য Cycas (সাইকাস) কে পাম ফার্ন বলা হয়।
সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব :
শুভ বর্ধনকারী উদ্ভিদ হিসেবে সাইকাস প্রায় সব বাগানেই লাগানো হয়। সাইকাসের পাতা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানের গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। Cycas revoluta এর বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। Cycas pectinata উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস এর কোন কোন প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়।
আরও পড়ুন : নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ,আবৃত ও নগ্নবীজী পার্থক্য
FAQs
১। জীবন্ত ফসিল কোন উদ্ভিদকে বলা হয়?
উত্তরঃ সাইকাস ।
২। কোরালয়েড মূল পাওয়া যায় কোন উদ্ভিদে?
উত্তরঃ সাইকাস ।
৩। সাইকাস এর কোরালয়েড মূল সহাবস্থানকারী শৈবাল কোনটি?
উত্তরঃ Anabaena .
৪। সাইকাস এর মূলের ভিতরে জন্মায় –
উত্তরঃ Nostoc এবং Anabaena .
৫। বাংলাদেশে সাইকাস উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্ম –
উত্তরঃ চট্টগ্রামের বাড়িয়াডালা বনে।
৬। সার্কাসের উদ্ভব ঘটে কবে?
উত্তরঃ ২৯০ মিলিয়ন বছর আগে।
৭। সাইকাস এর আর্কিগোনিয়ামে কতটি ডিম্বানু থাকে?
উত্তরঃ ১টি।
৮। প্রবালমূল পাওয়া যায় কোথায়
উত্তরঃ Cycas .
৯। Cycas উদ্ভিদের শুক্রানু কিরূপ?
উত্তরঃ বহু ফ্লাজেলাযুক্ত।