মালভেসি (malvaceae) গোত্রের উদ্ভিদ প্রজাতি পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত। তবে উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এদের সংখ্যা বেশি দেখা যায়। ৮৮টি গণ এবং প্রায় ১৫০০ প্রজাতি নিয়ে এই গোত্র গঠিত। বাংলাদেশে এই গোত্রের ১৪টি গণ এবং ৪৪টি প্রজাতি রয়েছে ।
মালভেসি (malvaceae) গোত্রের বৈশিষ্ট্য :
- কচি অঙ্গ পিচ্ছিল পদার্থযুক্ত ।
- সাধারণত মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে ।
- পাপড়ির বিন্যাস টুইস্টেড ।
- পুংকেশর বহু, একগুচ্ছ, পুংকেশরীয় নালিকা গঠন করে ।
- পরাগধানী বৃক্কাকার ও ১ প্রকোষ্ঠ বিশিষ্ট ।
- পরাগরেণু বড় ও কণ্টকিত ।
- অমরাবিন্যাস অক্ষীয় ।
আরও পড়ুন : Poaceae গোত্রের বৈশিষ্ট্য,পুষ্প সংকেত,অর্থনৈতিক গুরুত্ব,উদ্ভিদ সমূহ
মালভেসি (malvaceae) গোত্রের অর্থনৈতিক গুরুত্ব :
Malvaceae গোত্রের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব অনেক। ঢেঁড়সের কচি ফল প্রধানত সবজি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া স্যুপ তৈরিতেও ব্যবহৃত হয়। এটি বহুমূত্র রোগে উপকারি। ঢেঁড়সে লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা দূর হয়। জবা প্রধানত ফুলের জন্য বাগানে বা বাড়ির আঙিনায় লাগানো হয়, জবা ফুলের রস চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায়, চুল কালো হয় এবং মাথা ঠাণ্ডা রাখে।
জবা ফুল অর্শ ও রক্ত আমাশয় রোগে উপকারি। কার্পাসের ফল তথা বীজত্বক থেকে কার্পাস তুলা পাওয়া যায়। এ তুলা টেক্সটাইল শিল্পের প্রধান কাঁচামাল। এছাড়া জীবাণুমুক্ত করে শৈল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। এর বীজ থেকে তেল পাওয়া যায়। মেস্তাপাটের আঁশ দিয়ে দড়ি, চট প্রভৃতি তৈরি হয়। কেনাফ মেস্তার বাকল থেকে আঁশ পাওয়া যায় যা দিয়ে রশি, চট, ব্যাগ প্রভৃতি তৈরি হয়। স্থলপদ্ম ফুলের সৌন্দর্যের জন্য এদের বাগানে লাগানো হয় ।
মালভেসি (malvaceae) গোত্রের বৈজ্ঞানিক নাম :
নিচে মালভেসি গোত্রের উদ্ভিদ এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেয়া হলো :
i. জবা
বৈজ্ঞানিক নাম: Hibiscus rosa-sinensis
বৈশিষ্ট্য: কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ।
ব্যবহার : প্রধানত ফুলের জন্য লাগানো হয়। জবা ফুলের রসে মাথা ঠাণ্ডা থাকে, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল জন্মায়, চুল কালো ও লম্বা হয়।
আরও পড়ুন : নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ,আবৃত ও নগ্নবীজী পার্থক্য
ii. ঢেঁড়স
বৈজ্ঞানিক নাম: Abelmoschus esculentus
বৈশিষ্ট্য : আধা-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ।
ব্যবহার: প্রধানত সবজি হিসেবে। কচি ঢেঁড়সে লৌহ থাকায় নিয়মিত খেলে দুর্বলতা দূর হয়। এটি বহুমূত্র রোগে উপকারী।
iii. কার্পাস তুলা
বৈজ্ঞানিক নাম: Gossypium herbaceum
বৈশিষ্ট্য : কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ।
ব্যবহার: এর বীজত্বক থেকে তুলা পাওয়া যায়। কার্পাস তুলা ব্যবহৃত হয় সুতা তৈরিতে। এছাড়া তুলা বীজ হতে ভোজ্য তেল আহরণ করা হয়।
iv. কেনাফ-মেস্তা
বৈজ্ঞানিক নাম: Hibiscus cannabinus
বৈশিষ্ট্য : কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ।
ব্যবহার: কেনাফ-মেস্তাপাটের বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এ আঁশ পাটের মতোই দড়ি, ব্যাগ, চট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় ।
v. মেস্তাপাট
বৈজ্ঞানিক নাম: Hibiscus sabdariffa var
ব্যবহার : এর আশ দিয়ে চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়।
আরও পড়ুন : আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব ও গোত্র পরিচিতি
vi. স্থলপদ্য
বৈজ্ঞানিক নাম: Hibiscus mutabilis
বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয় এ উদ্ভিদ ও ফুল ।
Malvaceae গোত্র শনাক্তকরণ ব্যবহারিক :
উপকরণ: Malvaceae গোত্রের ফুল (নমুনা জবা), পেন্সিল, রাবার, সরল অণুবীক্ষণ যন্ত্র, ব্যবহারিক সিট ইত্যাদি । কার্যপদ্ধতি : ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে হবে, পৃথকভাবে অঙ্কন করতে হবে, সম্ভব হলে পুষ্প চিহ্ন গুলো অঙ্কন করতে হবে, তারপর পুষ্প সংকেত গুলো লিখতে হবে।
শনাক্তকরণ : লিখে শনাক্ত করতে হবে এই শনাক্তকারী বৈশিষ্ট্যটি ।
নমুনা- জবা (Hibiscus rosa-sinensis) |
স্বরূপ (Habit) : গু ।
কাণ্ড (Stem) : কাষ্ঠল ।
পাতা (Leaves) : সরল, একান্তর, উপপত্রিক (উপপত্র বল্লমাকার ও মুক্তপার্শ্বীর), বৃত্তক, ডিম্বাকার, বহুশিরাল জালিকা শিরাবিন্যাসযুক্ত, ভঙ্গুর, মসৃণ, কিনারা দস্তর, শীর্ষ সূক্ষ্মাগ্ন, পিচ্ছিল পদার্থযুক্ত।
পুষ্পবিন্যাস (Inflorescence) : একক নিয়ত ।
ফুল (Flowers) : একক পুষ্প, বেশ বড় এবং উজ্জ্বল লাল, বৃন্তক, উভলিঙ্গ, বহুপ্রতিসম, গর্ভপাদপুষ্প, পূর্ণাঙ্গ, সমাঙ্গ, পঞ্চাংশক ।
উপবৃতি (Epicalyx) : উপবৃত্যংশ ৫টি (বা ৬টি), মুক্ত, সবুজ, ভালভেট ।
আরও পড়ুন : nostoc এর বৈশিষ্ট্য, কোন রাজ্যের অন্তর্ভুক্ত, নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা
বৃতি (Calyx) : বৃত্যংশ ৫টি, যুক্ত, নলাকার,- আঠাল পিচ্ছিল পদার্থযুক্ত, সবুজ, এস্টিভেশন প্রাস্তস্পর্শী (ভালভেট)।
দলমণ্ডল (Corolla) : পাপড়ি ৫টি, নিচের দিকে সামান্য যুক্ত, সমাঙ্গ, উজ্জ্বল লাল, মিউসিলেজযুক্ত, এস্টিভেশন পাকানো (টুইস্টেড)।
পুংস্তবক (Androccium) : পুংকেশর অসংখ্য, একগুচ্ছ, দললগ্ন, পুংদণ্ডসমূহ মিলিতভাবে একটি নলের সৃষ্টি করেছে। এই নল গর্ভদণ্ডকে ঘিরে রেখেছে, পরাগধানী বৃক্কাকার, পৃষ্ঠলগ্ন ও মুক্ত, রং হলুদ, দৈর্ঘ্যচ্ছেদী, বাইরের দিকে বিদীর্ণ হয়, রেণু বড় এবং কণ্টকিত।
স্ত্রীস্তবক (Gynoecium) : গর্ভপত্র ৫টি, সংযুক্ত, গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠবিশিষ্ট, অধিগর্ভ, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক দু’টি, গর্ভদণ্ড একটি, লম্বা, গর্ভমুণ্ড পাঁচটি, মুক্ত, আঠাল
অমরাবিন্যাস (Placentation) : অক্ষীয় ।
ফল (Fruit) : সাধারণত ফল সৃষ্টি হয় না ।
পুষ্প সংকেত (Floral formula) : ⨁⚥ উবৃ_৫বৃ_(৫)দ_৫পুং_(α)গ_(৫)
আরও পড়ুন : সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য,কোন ধরনের উদ্ভিদ,জীবন্ত জীবাশ্ম,পাতা ও মূল
কারণসহ শনাক্তকরণ :
১। উদ্ভিদের কচি অংশ মিউসিলেজ নামক পিচ্ছিল পদার্থযুক্ত
২। পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান
৩। পুষ্প একক এবং সাধারণত উপবৃতিবিশিষ্ট
৪। দলমণ্ডল পাকানো।
৫। পুংকেশর অসংখ্য; একগুচ্ছ এবং পুংদণ্ডসমূহ মিলিতভাবে একটি ফাঁপা পুংকেশরীয় নালিকা গঠন করে যা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টন করে রাখে
৬। পরাগধানী একপ্রকোষ্ঠী (এককোষী নয়) এবং বৃক্কাকার
৭। পরাগ রেণু বৃহৎ এবং কণ্টকিত ।
৮। অমরাবিন্যাস অক্ষীয় (axile)
অতএব প্রদত্ত নমুনাটি Malvaceae (মালভেসি) গোত্রের অন্তর্ভুক্ত।