হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ফ্রুট বডি কি ? কাকে বলে এবং এগারিকাসের ফ্রুট-বডির বর্ণনা

ফ্রুট বডি (Fruit-body) কি?

বংশ বৃদ্ধির জন্য এগারিকাসের মতো এ অংশে স্পোর বা রেণু উৎপন্ন হয়। এগারিকাসের ছাতার মতো এ অংশকে ফ্রুট বডি বলে যা বেসিডিওকার্প নামেও পরিচিত।

ফ্রুট বডি কাকে বলে ?

ছত্রাকের যে অংশটি বায়ব ও দৃশ্যমান যা সব সময় মাটির উপরে থাকে। যাতে প্রচুর পরিমাণে খাদ্য সংগৃহীত হলে এবং উপযুক্ত আর্দ্রতা ও উষ্ণতা পেলে মাইসেলিয়াম থেকে প্রথমে একটি বোতামের মতো অঙ্গ গঠিত হয় যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং ব্যাঙের ছাতায় পরিণত হয় তাকে ফ্রুটবডি বলে ।

এগারিকাসের ফ্রুট-বডির বর্ণনা:

এগারিকাসের দেহের সূক্ষ্ম সূতার জালের মতো মূল অংশ মাটির নিচ দিয়ে চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে; এ অংশকে ‘মাইসিলিয়াম’ বলে। অনুকূল আবহাওয়াতে মাইসিলিয়ামের মাঝে প্রথমে ছোট ছোট বলের মতো অংশ সৃষ্টি হয়। বলের মতো অংশগুলো পরে মাটির উপরে ছাতার আকারে উন্মুক্ত হয়। ছাতার মতো এ অংশকে ‘ফ্রুট-বডি’ বলে । বংশবৃদ্ধির জন্য এগারিকাসের এ অংশে স্পোর বা রেণু উৎপন্ন হয় ।

Leave a Comment