ইউলোথ্রিক্স কি ?
Ulothrix একটি অশাখ, সূত্রবৎ, সবুজ শৈবাল। এর থ্যালাস শাখাহীন ফিলামেন্ট বিশিষ্ট এবং অগ্র-পশ্চাতে বিভেদিত। এর প্রতিটি কোষে একটি বেল্ট বা গার্ডল (girdle) আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। দ্বি-ফ্ল্যাজেলা বা চার- ফ্ল্যাজেলাযুক্ত জুম্পোর-এর মাধ্যমে অযৌন জনন ঘটে। যৌন জনন আইসোগ্যামাস ।
Ulothrix এর গঠন :
Ulothrix একটি ফিলামেন্টাস (সূত্রময়) এবং অশাখ সবুজ শৈবাল। এটি অসীম বৃদ্ধিসম্পন্ন। এর দেহ একসারি খর্ব ও বেলনাকার কোষ দ্বারা গঠিত। প্রজাতিভেদে দৈর্ঘ্য ও প্রস্থ বিভিন্ন রকমের হয়ে থাকে। ইউলোথ্রিক্স (Ulothrix) এর ফিলামেন্টের গোড়ার কোষটি লম্বাকৃতি বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু একে হোল্ডফাস্ট বলে। হোল্ডফাস্ট দ্বারা শৈবালটি (বিশেষ করে কচি অবস্থায়) কোনো বস্তুর সাথে আবদ্ধ থাকে। সুনির্দিষ্ট কোষপ্রাচীর আছে ফিলামেন্টের প্রতিটি কোষের , প্রতিটি কোষের কোষপ্রাচীর দ্বি-স্তরবিশিষ্ট।
আগ্রহের আরও: শৈবাল ও ছত্রাক: সংজ্ঞা,বৈশিষ্ট্য,পার্থক্য,উপকারিতা ও অপকারিতা
কোষপ্রাচীর প্রজাতিভেদে পুরু এবং অসমসত্ত্ব অথবা পাতলা এবং সমসত্ত্ব হতে পারে। কোষপ্রাচীরের অন্তঃস্তরটি সেলুলোজ এবং বহিঃস্তরটি পেক্টোজ নির্মিত হোল্ডফাস্ট ছাড়া প্রত্যেক কোষে একটি নিউক্লিয়াস আছে, একটি বেল্ট বা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং এক বা একাধিক পাইরিনয়েড আছে। ক্লোরোপ্লাস্টটি কোষকে আংশিক অথবা সম্পূর্ণভাবে বেস্টন করে রাখে। হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ আড়াআড়ি বিভক্ত হতে পারে ফলে ফিলামেন্ট দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। শৈবাল কোষের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার।
পেক্টোজ নির্মিত হোল্ডফাস্ট ছাড়া প্রত্যেক হোল্ডফাস্ট ছাড়া প্রত্যেক কোষে একটি নিউক্লিয়াস আছে, একটি বেল্ট বা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং এক বা একাধিক পাইরিনয়েড আছে। ক্লোরোপ্লাস্টটি কোষকে আংশিক অথবা সম্পূর্ণভাবে বেস্টন করে রাখে। হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ আড়াআড়ি বিভক্ত হতে পারে ফলে ফিলামেন্ট দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। শৈবাল কোষের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার।
Ulothrix এ কিভাবে জনন ঘটে ?
Ulothrix এ অঙ্গজ, অযৌন ও যৌন তিন ধরনের জননই পরিলক্ষিত হয়। অ্যাকিনিটি গঠনের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে। অন্যদিকে জুওম্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর ও পামেলা দশার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। Ulothrix এ আইসোগ্যামির মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
আপনার আগ্রহের আরো পোস্ট
এগারিকাস কি? এর বৈশিষ্ট্য, গুরুত্ব, উপকারিতা ও অপকারিতা
স্পাইরোগাইরা কি? এর অবস্থান, গঠন, বৈশিষ্ট্য ও গুরুত্ব বর্ণনা